Saturday, May 13, 2017

Butterfly Manufacturing Co. Ltd Job Circular on May 2017

Asst. Manager, Factory Administration

Butterfly Manufacturing Co. Ltd.

Vacancy
01
Job Context
    Smoothly completion of General Administrative activities
Job Description / Responsibility
  • Maintain statutory affairs like Factory license, Fire license, Environment license, Trade license, Pouroshova, Union Parashod, Police, RAB, Industrial police, etc.
  • Ensure overall security system of the Factory, find out the loopholes and mitigate the same immediately.
  • Ensure transportation management (Scheduling, tracking, maintenance & documentation).
  • Ensure overall cleanliness of the plant floors, factory outside and washrooms.
  • Be the responsible for the overall operations of Factory Canteen.
  • Proactive & professional handling of crisis situation like accident, Fire incident, theft issue etc. and initiate legal procedure; if necessary.
  • Checking/verifying and recommend the bill submitted by different department for purchase and other purpose of Admin.
  • Manage any kind of undesirable situation that require administrative support.
  • Liaison with different government offices for various licensing.
  • Arrange various employee engagement programs at factory
  • Other task and responsibilities, as assigned by the management.
Job Nature
Full-time
Educational Requirements
  • Graduation from any discipline;
  • MBA degree will be an added advantage
Experience Requirements
  • At least 6 year(s)
  • The applicants should have experience in the following area(s):
    Administration
  • The applicants should have experience in the following business area(s):
    Electronic Equipment/Home Appliances
Job Requirements
  • Only males are allowed to apply.
  • Well conversant with existing laws
  • Strong leadership quality is mandatory
  • Good command in MS Office
  • Selected Candidate will have to live in the company’s dormitory inside the factory premises
Job Location
Mymensingh
Salary Range
    Negotiable
Other Benefits
  • Two festival bonuses
  • Yearly Salary increment
  • Group life and hospital insurance coverage
  • Performance evaluation based career path
Job Source
  • Online Job Posting
 
Application Deadline : May 19, 2017

Company Information
Butterfly Manufacturing Co. Ltd.
Address : City Centre, Level – 15, Motijheel C/A, Dhaka – 1000
Web : www.butterfly-group.com

Tuesday, May 2, 2017

জাদুর সেই আসল জাদুকরকে চেনেন কি আপনি!

Sponsored by Revcontent
বিনোদন ডেস্ক: যদি প্রশ্ন করা হয় ২০০৯-এ মুক্তি পাওয়া পা ছবির অরো-র চরিত্রে কে অভিনয় করেছিলেন? শার্টের কলার তুলে যে কেউ উত্তর দিয়ে দেবেন অনায়াসে। পা ছবির মুখ্য চরিত্র অরো-র চরিত্রে অভিনয় করেছিলেন অমিতাভ বচ্চন।
অসাধারণ মেকআপে তাঁকে চেনাই দুষ্কর ছিল। এ কথাও অনেকেরই জানা আছে যে, অরো-র ওই বিশেষ মেকআপ চলত প্রায় চার ঘণ্টা ধরে। আর মেকআপ চলাকালীন এক ফোঁটা জলও খাবার উপায় থাকত না অমিতাভের। এ সব তো প্রায় সকলেরই জানা। এ বার যদি জানতে চাওয়া হয় ২০০৩-এ মুক্তি পাওয়া বিখ্যাত ছবি কোয়ি মিল গ্যায়া ছবিতে জাদুর চরিত্রে কে অভিনয় করেছিলেন?
ভাবছেন, আরে এ আবার কী রকম প্রশ্ন! ওই চরিত্রটা তো রোবট জাতীয় কিছু একটাকে সুন্দর করে সাজিয়ে চালিয়ে দেওয়া হত। আর বাকিটা ক্যামেরার কারসাজি!
না, জাদুর চরিত্রে অভিনয় করেছিলেন এক বলিউড অভিনেতা। নাম ইন্দ্রবদন পুরোহিত। তাঁর নিয়মিত উপস্থিতি ছিল বেশ কিছু জনপ্রিয় কমেডি ধারাবাহিকে। অনেকেরই হয়তো জানা নেই, ২০০১ সালের বিখ্যাত হলিউড ছবি লর্ড অব দ্য রিঙ্গস ছবিতেও একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছিলেন ইন্দ্রবদন।
এর পরই তিনি সুযোগ পান রাকেশ রোশনের প্রজেক্টে জাদুর চরিত্রে। জাদুর মুখোশের আড়ালে থাকা এই মানুষটি আগাগোড়াই প্রচারের আলো থেকে নিজেকে দূরে সরিয়ে রেখেছিলেন। তাই আট থেকে আশি-সব বয়সের মানুষের কাছে অত্যন্ত জনপ্রিয় হয়ে হয়ে ওঠা জাদুর আসল জাদুকরকে আমরা অনেকেই এখনও চিনি না। ২৮ সেপ্টেম্বর ২০১৪-এ হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় এই অভিনেতার।

ভারতীয় ‘ওয়ান’ মুক্তি নিয়ে ‘পরবাসিনী’ নির্মাতার প্রতিবাদ

বিনোদন প্রতিবেদক, সময়ের কণ্ঠস্বর- ৫ মে মুক্তি পাচ্ছে স্বপন আহমেদ পরিচালিত অতি প্রত্যাশিত সিনেমা ‘পরবাসিনী’। এ নিয়ে সিনে ভক্তদের উচ্ছ্বাসের যে রেশ দেখা যাচ্ছিল তা অনেকটা ম্লান করে দিল কলকাতার ‘ওয়ান’।
অনেকদিন আগেই ‌‘পরবাসিনী’র মুক্তির তারিখ ঘোষণা করা হয়। একইদিন মুক্তি পাবে ‌‘মিলন সেতু’। এবার জানা গেল, একই সপ্তাহে দুটি ছবির বেশি মুক্তির নিয়ম না থাকলেও বেআইনিভাবে মুক্তি পাচ্ছে ‘ওয়ান’।
collage-2017-04-30-696x421ফেসবুক লাইভে রোববার ‘পরবাসিনী ‘ সিনেমার নির্মাতা স্বপন আহমেদ জানান, এর জন্য বিচিত্র পদক্ষেপ নেয় ‘ওয়ান’ আমদানিকারকরা। ২৭ এপ্রিল সেন্সর করে পরদিন নামকা ওয়াস্তে একটি হলে মুক্তির কথা বলে। যাতে ৫ মে নির্বিঘ্নে মুক্তি দিতে পারে। কিন্তু তাও করেনি। এবার সরাসরি ‘পরবাসিনী’র সঙ্গে মুক্তি দিচ্ছে।
তার অভিযোগ, ভারতীয় সিনেমা হলে নাকি কোনো নিয়ম মানা লাগে না। সেন্সর প্রদর্শনীর আগেই ছাড়পত্র পেয়ে যায়। সাফটা চুক্তির আওতায় প্রথমে ভারতে কোনো একটি বাংলাদেশি ছবি মুক্তি পেতে হয়, এবার নামকা ওয়াস্তেও সে নিয়ম মানা হচ্ছে না।
তিনি আরো জানান, যখন দেশি ভালো কোনো সিনেমা মুক্তি পাচ্ছে তার সাথে জুড়ে দেওয়া হচ্ছে ভারতীয় সিনেমা। এর আগে হাসিবুর রেজা কল্লোলের ‘সত্তা’র জন্য জুড়ে দেওয়া হয়েছে কলকাতার ‘হরিপদ ব্যান্ডওয়ালা’। অর্থাৎ দেশীয় মৌলিক সিনেমার বাজার ধ্বংসের চক্রান্ত চলছে। হল কেড়ে নেওয়া হচ্ছে।
স্বপন বলেন, এমন পরিস্থিতিতে অচিরেই দেশীয় সিনেমার বাজার ধ্বংস হয়ে যাবে। উদ্ভূত পরিস্থিতি ঠেকাতে তিনি আইনের আশ্রয় নেবেন। প্রধানমন্ত্রীর হস্তপেক্ষও কামনা করেন।
ভারতীয় সিনেমা বয়কটের জন্য দর্শকদের প্রতি অনুরোধ করেন ‘লাল টিপ’ সিনেমার খ্যাত এ নির্মাতা। পাশাপাশি দেশি অভিনয়শিল্পী ও নির্মাতাদের এক জোট হওয়ার আহ্বান জানান।
উল্লেখ্য, ‘পরবাসিনী’ ছবিতে অভিনয় করেছেন ইমন, রীথ মজুমদার, সব্যসাচী চক্রবর্তী, উর্বশী রাউতেলা, জুনে মালিয়াহ, সোহেল খান, অপ্সরা আলী প্রমুখ। এটি নির্মিত হয়েছে রেগে এন্টারটেইনমেন্ট এর ব্যানারে।
অন্যদিকে বিরশা দাশগুপ্ত পরিচালিত ‘ওয়ান’ ছবিতে অভিনয় করেছেন প্রসেনজিৎ চ্যাটার্জি, যশ দাশগুপ্ত, নুসরাত জাহান, রিচেল হোয়াইট প্রমুখ। এটি প্রযোজনা করেছে শ্রী ভেঙ্কটেশ ফিল্মস।

ভেজা কাঠবাদাম খাওয়ার উপকারিতা

Sponsored by Revcontent
লাইফস্টাইল ডেস্ক: বাদাম খাওয়া ভালো এটা সবাই জানেন। স্বাস্থ্য উপকারিতার দিক দিয়ে অন্য বাদামের চেয়ে কাঠবাদাম এগিয়ে।
এতে ভিটামিন, ফাইবার, ম্যাঙ্গানিজ, ওমেগা ৩ ফ্যাটি এসিড এবং প্রোটিন থাকে। পুষ্টি উপাদান ছাড়াও কাঠবাদাম খেলে দীর্ঘ সময় পেট ভরা থাকে। কিন্তু বাদাম খাওয়ার সবচেয়ে সঠিক উপায়টি কি আপনি জানেন? কাঠবাদাম কাঁচা খাওয়ার চেয়ে সারারাত ভিজিয়ে রেখে খাওয়াই ভালো। কেন তা জেনে নিই চলুন।
ভেজা কাঠবাদাম খাওয়ার উপকারিতাগুলো হচ্ছে …
১। হজমে সাহায্য করে
যখন কাঠবাদাম ভিজিয়ে রাখা হয় তখন এটি লাইপেজ নামক এনজাইম নিঃসৃত করে। ভেজা কাঠবাদামের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে এটি হজমে সাহায্য করে।
২। খারাপ কোলেস্টেরল নিয়ন্ত্রণে সাহায্য করে
খারাপ কোলেস্টেরলের মাত্রা কমানো ও ভালো কোলেস্টেরলের মাত্রা বৃদ্ধি করার মাধ্যমে কাঠবাদাম হৃদপিন্ডকে সুস্থ থাকতে সাহায্য করে।
৩। উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে
ভেজা কাঠবাদাম খেলে রক্তে আলফা টোকোফেরল নামক যৌগ বৃদ্ধি পায় যা  রক্তচাপের মাত্রা নিয়ন্ত্রণে অত্যন্ত জরুরী।
৪। ওজন কমতে সাহায্য করে
কাঠবাদামে মনোস্যাচুরেটেড ফ্যাট থাকে যা দীর্ঘ সময় যাবৎ পেট ভরা থাকতে সাহায্য করে এবং ক্ষুধা কমায়। এভাবেই ওজন কমতেও সাহায্য করে কাঠবাদাম।
৫। বয়স বৃদ্ধি রোধ করে
অ্যান্টিঅক্সিডেন্টে সমৃদ্ধ হওয়ায় ভেজা কাঠবাদাম ফ্রি র‍্যাডিকেলের বিরুদ্ধে যুদ্ধ করতে সাহায্য করে এবং বয়স হওয়া প্রতিরোধ করে।
৬। রক্তের চিনির মাত্রা নিয়ন্ত্রণ করে
বিভিন্ন গবেষণায় দেখা গেছে যে, কাঠবাদাম রক্তের চিনির মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে।
৭। ক্যান্সারের বিরুদ্ধে যুদ্ধ করতে সাহায্য করে
ভেজা কাঠবাদামে ভিটামিন বি ১৭ থাকে যা ক্যান্সারের বিরুদ্ধে যুদ্ধ করতে সাহায্য করে। ক্যান্সার রোগীরা প্রতিদিন কাঠবাদাম খেতে পারেন।
৮। জন্মগত ত্রুটি কমতে সাহায্য করে
ভেজা কাঠবাদাম খেলে শরীরে ফলিক এসিডের মাত্রা বৃদ্ধি পায়। শিশুর যে কোন ধরনের জন্মগত ত্রুটি প্রতিরোধের জন্য এটি অত্যাবশ্যকীয়।