Monday, December 11, 2017

জাগরণী চক্র ফাউন্ডেশন চাকরি এরিয়া ম্যানেজার

কর্মস্হল:
ঝিনাইদহ, নড়াইল, মাগুরা, যশোর, সাতক্ষীরা
শেষ তারিখ:
২২ ডিসেম্বর, ২০১৭
বেতন:
প্রযোজ্য নয়
খালি পদ:

০৫

চাকরির প্রাসঙ্গিক বর্ণনা

    জাতীয় পর্যায়ের শীর্ষস্থানীয় অন্যতম একটি বেসরকারী উন্নয়ন সংস্থা জাগরণী চক্র ফাউন্ডেশন যশোর, মাগুরা, নড়াইল, ঝিনাইদহ এবং সাতক্ষীরা জেলায় Promoting Talent through Early Education Project (PROTEEVA) কর্মসূচি বাস্তবায়ন করছে। উক্ত কর্মসূচির আওতায় এরিয়া ম্যানেজার পদে নিয়োগের জন্য উপযুক্ত প্রার্থীর নিকট থেকে দরখাস্ত আহবান করা যাচ্ছে।

চাকরির বিবরণ / দায়িত্বসমূহ

  • Work as a team player for PROTEEVA pre-school/EPS (Early Primary School) in the project area.
  • To prepare PP/EP learning center with the support of Government Primary School and Local People for long term operation.
  • Supervise and monitor assigned activities of team members with effective planning, organizing, and motivation in the process of quality implementation ethics of PROTEEVA activities.
  • Provide appropriate technical support on as per PROTEEVA Early childhood development (ECD) principles and pre-primary/Early Primary education guidelines and implementation approach on pre-primary/Early Primary school reading programs activities.
  • Conduct training, refreshers, meeting and workshop to develop capacity for pre-primary/ EPS teachers, parents i.e. and relevant PROTEEVA.
  • Innovate and generate ideas to flourish potentials of children and teachers.
  • Establish functional relationship through effective lobbying with education officials, SMCs and local government institutions.
  • Prepare regular, monthly and quarterly progress report and present major findings in area meeting.
  • Always communicate and keep relationship with local donors.
  • Raise local funds to run the pre-school/ EPS continuously.

চাকরির ধরন

  • ফুল টাইম

শিক্ষাগত যোগ্যতা

    ন্যূনতম স্নাতক বা সমমান।

অভিজ্ঞতা

  • কমপক্ষে ৫ বছর

অন্যান্য যোগ্যতা

  • ৪৫ বছর অথবা এর নীচে
  • শহর ও গ্রামাঞ্চলে কমিউনিটির সহায়তায় শিশু শিক্ষা কেন্দ্র (প্লে-গ্রুপ, নার্সারী, প্রি-প্রাইমারী, নন-ফরমাল প্রাইমারী, প্রাইমারী ও টেউটোরিয়াল সাপোট সার্ভিস সেন্টার) তৈরী করা ও পরিচালনার অভিজ্ঞতা বা জ্ঞান থাকা বাঞ্চনীয়। ইতিবাচক ব্যবহার ও আচার-আচরণসহ এনজিও এর শিশু শিক্ষা কার্যক্রম পরিচালনায় ন্যূনতম ৫ বছরের অভিজ্ঞতা রয়েছে এবং চ্যালেঞ্জিং ও কঠিন দায়িত্ব পালন করে ভবিষ্যতে উজ্জ্বল ও বড় ক্যারিয়ার তৈরীর ইচ্ছা ও লক্ষ্য আছে এমন প্রার্থীদের অগ্রাধিকার।
  • মোটর সাইকেল চালানোয় দক্ষ ও বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। নিজস্ব মোটর সাইকেল থাকলে প্রার্থীকে অগ্রাধিকার দেয়া হবে।

কর্মস্হল

    ঝিনাইদহ, নড়াইল, মাগুরা, যশোর, সাতক্ষীরা

বেতন সীমা

  • ১ম ৬ মাস সর্বসাকুল্যে টাকা ১৫,০০০/- এবং ৬ মাস পর সর্বসাকুল্যে টাকা ২০,০০০/-

অন্যান্য সুবিধাদি

    প্রকল্প বাজেট বরাদ্দ অনুযায়ী অন্যান্য সুবিধাদি। প্রত্যেক বছর বেতন বৃদ্ধি পাবে।

উত্স

    বিডিজবস ডট কম অনলাইন জবপোস্টিং
আবেদনের নিয়মাবলী

নির্বাহী পরিচালক, জাগরণী চক্র ফাউন্ডেশন, ৪৬ মুজিব সড়ক, যশোর-৭৪০০ বরাবর আবেদন করতে হবে। আবেদনপত্রের সাথে প্রার্থীর সদ্য তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবিসহ পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত সংযুক্ত করতে হবে। আবেদনপত্রে মোবাইল নম্বর এবং খামের উপরে পদের নাম উল্লেখ করতে হবে। নির্বাচনী লিখিত পরীক্ষা ও মৌখিক সাক্ষাৎকারের তারিখ পরবর্তীতে মোবাইলে জানানো হবে।
প্রাক নিয়োগ স্বাস্থ্য পরীক্ষায় উপযুক্ত হতে হবে।
যে কোন ধরনের সুপারিশ প্রার্থীর অযোগ্যতা বলে গণ্য হবে। অধ্যয়নরত, ইতোপূর্বে দায়িত্বপালনে অনিয়ম করেছেন এবং নারী ও শিশু নির্যাতনের অভিযোগে অভিযুক্ত প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নাই।
নারী প্রার্থীদের আবেদন করার জন্য উৎসাহিত করা হচ্ছে।


আবেদনের শেষ তারিখ: ডিসেম্বর ২২, ২০১৭

কোম্পানীর তথ্য

জাগরণী চক্র ফাউন্ডেশন
৪৬, মুজিব সড়ক, যশোর।
ওয়েব : www.jcf.org.bd
ব্যবসা: Jagorani Chakra Foundation (JCF) is a national voluntary social welfare organisation founded in 1976. Jagorani Chakra Foundation is national NGO working in 29 districts and supporting directly around 900,000 beneficiaries.

No comments:

Post a Comment