Saturday, December 23, 2017

এক্সেল সীটে IF Function ব্যবহার করে রেজাল্ট সীট তৈরার পদ্ধতী

আজ আমরা শিখবো কিভাবে IF Function ব্যবহার করতে হয়। IF Function বহুল ব্যবহৃত একটি এক্সেল Function। এর অনেকগুলো ফর্মুলা আছে কিন্তু আজ আমরা এর দুইটি ব্যবহার দেখব। যার মধ্যে একটি ব্যবহার করে আমার যে কোন পরিক্ষার রেজাল্ট বের করা যাবে। আজকের টিউটোরিয়াল টি একটু বড় করেছি যাতে সহজে বুঝেতে পারা যায়। তাই ধৈর্য ধরে দেখুন এবং সাথে সাথে অনুশীলন করুন। আশা করি সবাই করতে পারবো।
খুব তারাতারি আবার নতুন টিউটোরিয়া নিয়ে হাজির হবো।

No comments:

Post a Comment