Wednesday, July 25, 2018

রবি সিমে পরীক্ষার প্রথম দিনেই গতির চমক দেখালো ফাইভজি নেটওয়ার্ক


 সময় এর সাথে পরিবর্তন হচ্ছে সারা বিশ্ব। আর সেই সাথে পাল্টে যাচ্ছে আমাদের দেশ। স্মার্টফোনের এই যুগে সকল কিছু হাতের মদ্ধে চলে আসছে। তবে সেই স্মার্টফোনের মোবাইল নেটওয়ার্ক আরও উন্নতে করতে দেশে চালু হতে চলেছে পঞ্চম প্রজ‌ন্মের মোবাইল নেটওয়ার্ক ফাইভজি। আর এই ফাইভজি নেটওয়ার্কে ওঠে প্রতি সেকেন্ডে গতি পায় সাড়ে ৩ থেকে ৪ গিগাবিটের বেশি।
আজ বুধবার (২৫ জুলাই) রাজধানীর একটি হোটেলে এই ফাইভজির পরীক্ষা চালানো হয়। এই পরীক্ষায় দেখা যায়  প্রতি সেকেন্ডে গতি পায় সাড়ে ৩ থেকে ৪ গিগাবিটের বেশি। ফলে ফাইভজি নেটওয়ার্কে ১ গিগাবাইট সাইজের একটি ফাইল ডাউনলোড করতে সময় লাগবে দুই সেকেন্ডের কম।
প্রসঙ্গত, বর্তমানে ফোরজি নেটওয়ার্কে প্রতি সেকেন্ডে ১০ থেকে ২২ মেগাবিট (১ গিগাবিট = ১০০০ মেগাবিট) গতিতে একটি ফাইল ডাইনলোড করা যায়, এবং থ্রিজি নেটওয়ার্কে ৩ মেগাবিট গতিতে।
জানা  যায়, বাংলাদেশ সরকারের ডাক ও টেলিযোগাযোগ বিভাগ এবং মোবাইল নেটওয়ার্ক সেবাদাতা প্রতিষ্ঠান রবির সহায়তায় ফাইভজির প্রদর্শনীর পরীক্ষা চালানো হয়। এছাড়া প্রযুক্তি নির্মাতা প্রতিষ্ঠান হুয়াওয়ের প্রযুক্তিগত সহায়তায় এই ফাইভজির এই পরীক্ষা চালানো হয়।
অনুষ্ঠানে ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নে ফাইভজি ইকোসিস্টেম কাজ নিয়ে জানানো হয়, বাংলাদেশের অর্থনীতি ও মোবাইল ফোন অপারেটরদের রূপান্তরে ফাইভজি’র ব্যবহার করা হবে। পরবর্তী প্রজন্মেও এই তারহীন প্রযুক্তি মানুষের প্রতিদিনের জীবনধারা পরিবর্তন করতে সহায়তা করবে। চালকবিহীন গাড়ি, কৃত্রিম বুদ্ধিমত্তা, ভার্চ্যুয়াল রিয়্যালিটি, বিগ ডাটা, ইন্টারনেট অব থিংকস, স্মার্ট সিটি এবং নেটওয়ার্ক তৈরিতে ফাইভজি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
অনুষ্ঠানে সজীব ওয়াজেদ জয় ফাইভজি চালু নিয়ে বলেন, ‘আওয়ামী লীগ সরকার আগামীবার ক্ষমতায় এলে ফাইভজি চালু করব। ফাইভজি নিয়ে আমার লক্ষ্য হলো, বিশ্বের প্রথম দেশ হিসেবে ফাইভজি চালু করবে বাংলাদেশ। আমি চাই বাংলাদেশ দ্রুত গতিতে এগিয়ে যাক। যদি দেশের মানুষ ভোট দিয়ে আমাদের আবারও ক্ষমতায় আনে তবে আমরা বাংলাদেশে ফাইভজি চালু করব।’
প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, ‘২০০১ সালে যদি আওয়ামী লীগ সরকার গঠন করতে পারত তাহলে আজকে হয়তো বাংলাদেশ ডিজিটাল ইকোনমিকের দিকে আরও এগিয়ে যেত। আমাদের সামনে এখন সুযোগ এসেছে উন্নত আধুনিক বাংলাদেশ বিনির্মাণের জন্য।’
অনুষ্ঠানে রবি’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মাহতাব উদ্দিন আহমেদ বলেন, ‘ফাইভজির মতো নতুন নতুন প্রযুক্তির সহায়তা ছাড়া ডিজিটাল বাংলাদেশ গড়ার স্বপ্ন সম্পূর্ণভাবে বাস্তবায়ন করা সম্ভব না। একটি দেশের আর্থ-সামাজিক উন্নয়নের জন্য ফাইভ জি আবারও আমাদের শিক্ষা, স্বাস্থ্য, আবাসন, যাতায়ত, শিপিং এবং অন্যান্য খাত নিয়ে চিন্তা করার সুযোগ তৈরি করে দিয়েছে। সুতরাং আমাদের অবশ্যই ফাইভজি’র বিষয়ে উচ্চাকাঙ্ক্ষী হতে হবে এবং তবে আমরা টেলিকম খাতে বিদ্যমান সমস্যাগুলোও উপেক্ষা করতে পারি না। তাই এসব সমস্যার সমাধান করেই আমরা সামনে আগাব।
বাস্তব চিত্র হলো, বাংলাদেশে একটি মাত্র মোবাইল অপারেটর কোম্পানি লাভজনক। সুতরাং ফাইভজি নেটওয়ার্কের জন্য বড় ধরনের বিনিয়োগ আনতে এই ইন্ডাস্ট্রির শেয়ারহোল্ডারদের রাজি করানো খুবই কষ্টকর। মোবাইল নেটওয়ার্ক অপারেটররা (এমএনও), প্রযুক্তি বিক্রেতা, নিয়ন্ত্রক সংস্থা এবং সরকার যদি একসাথে এগিয়ে আসে, তাহলে আমি নিশ্চিত যে, বাংলাদেশে ফাইভজি বাস্তবায়নে আমরা একটি সহজ উপায় বের করতে পারব। আজকের ফাইভজির পরীক্ষামূলক প্রদর্শনী এই সমস্যা সমাধানে প্রাথমিক ভিত্তি তৈরি করেছে।’
হুয়াওয়ের সাউথইস্ট এশিয়া অঞ্চলের প্রেসিডেন্ট জেমস উ বলেন, ‘আইসিটি খাতে বাংলাদেশের ব্যাপক প্রবৃদ্ধিতে আমি সবসময়ই উল্লসিত, যা এই অঞ্চলের মানুষের সংযুক্ত করার জন্য একটি সত্যিকারের উদাহরণ হিসেবে থাকবে। ১৯৯৮ সালে প্রতিষ্ঠার পর থেকে হুয়াওয়ে তাদের সহযোগী হিসেবে পাশে পেয়েছে টেলিকম ক্যারিয়ার অংশীদার, স্থানীয় অংশীদার এবং বাংলাদেশের আইসিটি বিভাগকে। আমাদের নতুন নতুন প্রযুক্তি দিয়ে তৈরি উন্নতমানের পণ্য ও প্রযুক্তি সমাধান এই দেশের ডিজিটাল রূপান্তরে সহায়তা করবে এবং একটি উন্নত ডিজিটাল জীবনধারা নিশ্চিত করবে। আমরা বিশ্বাস করি, ফাইভজির সহায়তায় বাংলাদেশের মানুষ তাদের ডিজিটাল জীবনকে আরও বেশি উপভোগ করতে পারবে।’
অনুষ্ঠানে প্রযুক্তিমন্ত্রী মোস্তাফা জব্বার বলেন, ‘ফেব্রুয়ারি মাসে আমরা মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে গিয়েছিলাম। ওখানে গিয়ে উপলব্ধি করলাম, সমস্ত মানুষের ভাষা বদলে গেছে। তারা মোবাইল টেকনোলজি, সামনের দিনের টেকনোলজি, সামনের সভ্যতার কথা বলে, সবকিছুর ক্ষেত্রেই একটি মাত্র শব্দ উচ্চারিত হয়, তা হলো ফাইভজি। আমাদের জন্য মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস একটি শিক্ষণীয় বিষয় ছিল।
মোস্তাফা জব্বার বলেন, সেই সময়ে আমাদের মনে হয়েছে এই প্রযুক্তির সঙ্গে আমরা যদি পরিচিত হতে না পারি, জাতিগতভাবে আমাদের যদি সম্পৃক্ততা গড়ে না ওঠে, তাহলে আমরা হয়তো আবার পিছিয়ে পড়ব। সেই কারণে এবং আমাদের প্রযুক্তি উপদেষ্টার প্রচণ্ড আগ্রহে, অনুপ্রেরণায় আমরা আজকের দিনটি তৈরি করার জন্য চেষ্টা করেছি।’
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিবিষয়ক মন্ত্রী মোস্তাফা জব্বারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। বিশেষ অতিথি ছিলেন আইসিটি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
এ ছাড়াও উপস্থিত ছিলেন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব শ্যাম সুন্দর সিকদার, রবির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মাহতাব উদ্দিন আহমেদ, হুয়াওয়ের সাউথইস্ট এশিয়া অঞ্চলের প্রেসিডেন্ট জেমস উ এবং হুয়াওয়ে টেকনোলজিস (বাংলাদেশ) লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ঝ্যাং জেং জুন প্রমুখ।

এশিয়া কাপে মাশরাফিদের প্রতিপক্ষ কারা জানেন?


বিডি নিউজ খেলার খবর
চলতি বছর এশিয়া কাপ ভারতে অনুষ্ঠিত হবার কথা থাকলেও নয়া দিল্লী ও ইসলামাবাদের মধ্যকার চলমান শীতল সম্পর্কের কারনে সংযুক্ত আরব আমিরাতকেই ভেন্যু হিসেবে বেছে নিয়েছে আইসিসি।
আগামী ১৫ সেপ্টেম্বর শ্রীলংকা বনাম বাংলাদেশের মধ্যকার ম্যাচ দিয়ে এশিয়া কাপের পর্দা উঠবে।ছয়টি দল এই প্রথমবারের মত দুটি গ্রুপে বিভক্ত হয়ে এশিয়া কাপে অংশ নিচ্ছে।
গ্রুপ-এ’তে আছে ভারত, পাকিস্তান ও বাছাইপর্ব থেকে উঠে আসা দল এবং গ্রুপ-বি’তে আছে শ্রীলংকা, বাংলাদেশ ও আফগানিস্তান। প্রতি গ্রুপের শীর্ষ দুটি দল নিয়ে সুপার ফোর অনুষ্ঠিত হবে। সুপার ফোরের শীর্ষ দুটি দল ২৮ সেপ্টেম্বর দুবাইয়ে ফাইনালে মুখোমুখি হবে। আগামী ২৯ আগস্ট থেকে ৬ সেপ্টেম্বর বাছাইপর্ব অনুষ্ঠিত হবে। বাছাইপর্বে অংশ নেয়া ৬টি দল হলো সিঙ্গাপুর, হংকং, মালয়েশিয়া, নেপাল, ওমান ও সংযুক্ত আরব আমিরাত।
তাহলে চলুন দেখে আসি এই জমজমাট টুর্নামেন্টে টাইগারদের খেলা কবে, কোথায় দেখে আসি?
১৫ সেপ্টেম্বর : বাংলাদেশ বনাম শ্রীলংকা (দুবাই)
২০ সেপ্টেম্বর : বাংলাদেশ বনাম আফগানিস্তান (আবু ধাবী)
এছাড়াও, ১৬ সেপ্টেম্বর : পাকিস্তান বনাম বাছাইপর্বের দল (দুবাই)
১৭ সেপ্টেম্বর : শ্রীলংকা বনাম আফগানিস্তান (আবু ধাবী)
১৮ সেপ্টেম্বর : ভারত বনাম বাছাইপর্বের দল (দুবাই)
১৯ সেপ্টেম্বর : ভারত বনাম পাকিস্তান (দুবাই)
সুপার ফোর : ২১ সেপ্টেম্বর : গ্রুপ-এ চ্যাম্পিয়ন বনাম গ্রুপ-বি রানার্স-আপ (দুবাই) ২১ সেপ্টেম্বর : গ্রুপ-বি চ্যাম্পিয়ন বনাম গ্রুপ-এ রানার্স-আপ (আবু ধাবী) ২৩ সেপ্টেম্বর : গ্রুপ-এ চ্যাম্পিয়ন বনাম গ্রুপ-এ রানার্স-আপ (দুবাই) ২৩ সেপ্টেম্বর : গ্রুপ-বি চ্যাম্পিয়ন বনাম গ্রুপ-বি রানার্স-আপ (আবু ধাবী) ২৫ সেপ্টেম্বর : গ্রুপ-এ চ্যাম্পিয়ন বমান গ্রুপ-বি চ্যাম্পিয়ন (দুবাই) ২৬ সেপ্টেম্বর : গ্রুপ-এ রানার্স-আপ বনাম গ্রুপ গ্রুপ-বি রানার্স-আপ (আবু ধাবী) ২৮ সেপ্টেম্বর : ফাইনাল (দুবাই)

উল্লেখ্য,২০১৬ সালে টি২০ ফর্মেটে টুর্ণামেন্টটি অনুষ্ঠিত হলেও এবার আবারো প্রথাগত ৫০ ওভারের ফর্মেট ফিরে এসেছে। সর্বশেষ দুই বছর আগে এশিয়া কাপে শিরোপা জিতেছিল ভারত।

Robi 4GB Internet Only 108Tk | Robi 108Tk 4GB Internet Offer

Robi 4 GB Internet 108 Tk.  Robi Internet Offer 2018.  Robi supper  great internet offer.  Robi offers 4 GB internet at only 108 tk.  Robi receives 108 tk from 4 GB of internet for used all customers. For Robi 4 GB 108tk to avail the offer, dial * 123 * 0108 # . Can be used on 2gb internet any 2G & 3G SIM and 2gb internet 4g sim. Internet time is 7 days. To check internet balance, dial * 123 * 3 * 5 #. Robi can offer this offer as much as possible.

Terms:

  • All Robi prepaid and postpaid customers can avail this offer.
  • Dial * 123 * 0108 # to avail this offer.
  • To check internet balance, dial * 123 * 3 * 5 #.
  • This offer can be made by Boris subscribers as much as they can.
  • The offer is valid for 7 days.
রবি 4জিবি ইন্টারনেট 108 টাকা। রবি ইন্টারনেট অফার 2018. রবি নিয়ে এসেছে দারুন ইন্টারনেট অফার। রবিতে মাত্র 108 টাকায় পাচ্ছেন 4 জিবি ইন্টারনেট। রবির 108 টাকায় পাচ্ছেন 4 জিবি ইন্টারনেট সকল গ্রাহকরা উপভোগ করতে পারবেন। রবি 4 জিবি  108 টাকায়,  অফারটি নিতে  ডায়াল করুন *123*0108#. 2জিবি ইন্টারনেট যে কোন সিমে 2জি, 3জি নেটওয়ার্কে এবং 2জিবি ইন্টারনেট 4জি সিমে ব্যবহার করতে পারবেন। ইন্টারনেটের মেয়াদ 7 দিন।  ইন্টারনেট ব্যালেন্স চেক করতে  ডায়াল করুন *123*3*5#. রবির এই অফারটি যতখুশি ততবার নিতে পারবেন।
শর্তাবলীঃ
  • সকল রবি প্রিপেইড ও পোস্টপেইড গ্রাহক এই অফারটি নিতে পারবেন।
  • রবির অফারটি নিতে  ডায়াল করুন *123*0108#.
  • ইন্টারনেট ব্যালেন্স চেক করতে ডায়াল করুন *123*3*5#.
  • এই অফারটি বরি গ্রাহকরা যতখুশি ততবার নিতে পারবে।
  • অফারটির মেয়াদ 7 দিন।
New More Offer:

GrameenPhone 40 Minute (GP-GP) at Tk 14.

Terms & Conditions:

  • To avail this Talk Time offer, eligible customers (djuice, Smile, Bondhu, Nishchinto, Ekota-1, Ekota-2, Ekota-3, Ekota-4, Business Solutions Prepaid 1,2,3,5, Shofol, GPPP and VP subscribers) will need to dial *121*4001#
  • Customer will get 40 GP- GP Minutes
  • The validity of the Free Minutes will be 16 hours from the time of purchase
  • At the end of the validity period, if a customer has any remaining minutes, it will be forfeited. However, if a customer re-purchases within the validity period, the minutes will be added and the higher validity will be given
  • To check the remaining balance, customer need to dial *121*1*2#.
  • The minutes purchased can be used for any GP numbers
  • The Price is inclusive of SD, VAT and SC
  • This offer is not applicable for Skitto users
শর্তাবলী:
এই টক টাইম অফারটি উপভোগ করতে, যোগ্য গ্রাহকগণ (ডিজুস, স্মাইল, বন্ধু, নিশচিনটো, একota -1, একota ২, একota -3, একota -4, বিজনেস সলিউশন প্রিপেড 1,২,3,5, শফোল, জিপিপিপি এবং ভিপি গ্রাহকগণকে * 121 * 4001 # ডায়াল করতে হবে
গ্রাহক 40 জিপি-জিপি মিনিট পাবেন
ক্রয়ের সময় থেকে 16 ঘণ্টার মুক্ত মিনিটগুলির মেয়াদ হবে
বৈধতার মেয়াদ শেষে, যদি কোনও গ্রাহকের অবশিষ্ট মিনিট থাকে, তবে এটি অর্থহীন হয়ে যাবে। যাইহোক, যদি মেয়াদকালের মধ্যে কোনও গ্রাহক পুনরায় ক্রয় করেন তবে মিনিট যোগ করা হবে এবং উচ্চতর বৈধতা দেওয়া হবে
অবশিষ্ট ব্যালেন্স চেক করতে গ্রাহককে * 121 * 1 * ২ # ডায়াল করতে হবে।
ক্রয়কৃত মিনিটগুলি যেকোনো জিপি নম্বরের জন্য ব্যবহার করা যেতে পারে
মূল্য এসডি, ভ্যাট এবং এসসি এর অন্তর্ভুক্ত
স্কিটো ব্যবহারকারীদের জন্য এই অফারটি প্রযোজ্য নয়

Sunday, July 15, 2018

‘গোল্ডেন বল’ মদ্রিচের, হ্যারি কেনের পায়ে ‘গোল্ডেন বুট’




‘গোল্ডেন বল’ মদ্রিচের, হ্যারি কেনের পায়ে ‘গোল্ডেন বুট’


স্পোর্টস্ আপডেট ডেস্ক :: ‘এত কাছে, তবু কত দূর!’ চার বছর আগে হয়ত এই বাক্যটাই ঘুরে ফিরে আসছিল লিওনেল মেসির মনে! গোল্ডেন বল নিতে যখন পোডিয়ামে উঠছিলেন, তখন বিশ্বসেরার ট্রফিকে হাতছোঁয়া দূরত্বে রেখেই ফিরতে হয়েছিল আর্জেন্টাইন অধিনায়ককে। চার বছর পর ঠিক একই অভিজ্ঞতা হল আরেক অধিনায়ক লুকা মদ্রিচের।
লুঝনিকিতে রোববার ফাইনাল হারলেও টুর্নামেন্ট সেরা খেলোয়াড়ের ট্রফি ‘গোল্ডেন বল’ উঠেছে মদ্রিচের হাতে। বুকে ব্যথা চেপে সেই ট্রফি যখন আনতে যান, স্বপ্নের শিরোপা ঠিক পাশেই ছিল ক্রোয়েশিয়া অধিনায়কের। মদ্রিচ চেয়েও দেখলেন না, মন হয়তো ছুঁতে চাইছিল কিন্তু আবেগকে নিয়ন্ত্রণ করে সোজা নিজের কাজ শেষ করে মঞ্চ থেকে নেমে যান। বৃষ্টি থাকায় চোখে জল ছিল কিনা বোঝা গেল না!
কষ্টের হলেও মেসি ও মদ্রিচকে মিলিয়ে দিচ্ছে এই গোল্ডেন বুটই। ব্রাজিল বিশ্বকাপে চার গোল করে আর্জেন্টিনাকে প্রায় একাই ফাইনালে তুলেছিলেন মেসি। দারুণ নৈপুণ্যে ক্রোয়েশিয়াকে প্রায় একইভাবে ফাইনালে তোলেন মদ্রিচ। নামের পাশে ২ গোল থাকলেও মদ্রিচের মাহাত্ম্য ছিল মাঠের খেলা গড়ার কাজে। কিন্তু মেসির মতই শিরোপা এনে দিতে পারলেন না ক্রোয়েট অধিনায়ক।
দেশের ৬২ বছরের হাহাকার মেটাতে পারেননি। কিন্তু ৩২ বছরের একটা অতৃপ্তি পূরণ হল হ্যারি কেনের পা আর মাথা দিয়ে। ১৯৮৬ বিশ্বকাপের পর আবারও গোল্ডেন বুট গেছে কোনো ইংলিশ ফুটবলারের শোকেসে।
শনিবার তৃতীয়স্থান নির্ধারনী ম্যাচেই অনেকখানি নিশ্চিত হয়ে গিয়েছিল যে, কেনের হাতেই উঠবে গোল্ডেন বুট। কারণ ৬ গোল করা ইংলিশ ফরোয়ার্ডকে চ্যালেঞ্জ জানাতে পারতেন যিনি, সেই রোমেলু লুকাকু প্রথম রাউন্ডের পর গোল খরা ধরে রাখলেন ওই ম্যাচেও। ৪ গোলের পর আর একবারও গোলমুখ খুলতে পারেননি বেলজিয়ান ফরোয়ার্ড।
চার গোল অবশ্য ছিল ক্রিস্টিয়ানো রোনালদো, ডেনিশ চেরিশেভ, অ্যান্টনিও গ্রিজম্যান ও কাইলিয়ান এমবাপেরও। কিন্তু তাদের কেউ দ্বিতীয় রাউন্ড ও কোয়ার্টার থেকে বিদায় নেয়ায় গোল্ডেন বুটের দৌড় থেকে ছিটকে যান, বাকিরা ফাইনাল খেলেও কেনের সমান গোল করতে পারেননি।

ফুটবলের ‘কালো মানিক’ পেলের পাশে নাম লেখালেন এমবাপ্পে



ফুটবলের ‘কালো মানিক’ পেলের পাশে নাম লেখালেন এমবাপ্পে


স্পোর্টস্ আপডেট ডেস্ক :: রাশিয়া বিশ্বকাপের ফাইনালে ক্রোয়েশিয়ার বিপক্ষে গোল দিয়ে পেলের পাশে নাম লিখিয়েছেন ফরাসি মিডফিল্ডার এমবাপ্পে। তিনিই বয়সে দ্বিতীয় কোনো তরুণ যিনি বিশ্বকাপের ফাইনালে গোল করলেন। ক্রোয়াটদের বিপক্ষে ৬৫ মিনিটে দলকে চতুর্থ গোল এনে দেন কাইলান এমবাপ্পে।
৬৫ মিনিটে ফ্রান্সকে এগিয়ে নিতে নিজেই গোল করেন এবারের বিশ্বকাপে ‘গতিমানব’ খ্যাতি পাওয়া এমবাপে। সতীর্থ হার্নান্দেজের বাড়িয়ে দেওয়া বল থেকে ফ্রান্সের জন্য চতুর্থ গোলটি করেন মাত্র ১৯ বছর বয়সী এমবাপে।
এর আগে ১৯৫৮ সালে ১৭ বছর ২৪৯ দিন বয়সে মাঠে নামেন ব্রাজিলিয়ান উদীয়মান তারকা পেলে।
ফাইনালের ম্যাচে ক্রোয়েশিয়াকে হতাশায় ডুবিয়ে ৪-২ গোলে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ ট্রফি জিতে নেয় জিদানের উত্তরসূরীরা।

Wednesday, July 11, 2018

'হারের জন্য সব কিছুই করেছে আর্জেন্টিনা'

sdfds
দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন এবং ফুটবল কিংবদন্তী ম্যারাডোনার দেশ আর্জেন্টিনার ফুটবল ঐতিহ্য যুগ যুগ ধরে। অনেকের ধারণা, দেশটির ঐতিহ্য বলতে এই ফুটবলই। শৈল্পিক ছন্দে দৃষ্টিনন্দন ফুটবল খেলায় তাদের তুলনা নেই। ২৮ বছর বিশ্বকাপ ছুঁয়ে দেখেনি আর্জেন্টিনা। তবুও তাদের সমর্থক সংখ্যা কমার বদলে বরং বেড়েই চলে। শুধুমাত্র নান্দনিক ফুটবলের ধারক ও বাহক বলেই এটি সম্ভব হয়েছে। ফুটবল বিশ্বকাপের শুরু থেকেই তারা এই নান্দনিক স্টাটিজি অনুসরণ করে আসছে। পাওয়ার ফুটবলের বিপরীতে আলতো ছোঁয়ায়ও ফুটবল খেলা যায় তা আর্জেন্টিনাই প্রমাণ করেছে বারবার।

কিন্তু রাশিয়া বিশ্বকাপে ভক্তরা এবার কোন আর্জেন্টিনাকে দেখলো, তা নিয়ো আলোচনা বিস্তর। পাওয়ার নাকি শৈল্পিক কোন স্টাটিজে খেলেছে তারা, তার কূল পাচ্ছে না বিশ্লেষজ্ঞরা। কেউ কেউ তো বলেই ফেলেছে, এই দল আর্জেন্টিনার ইতিহাসের সবচেয়ে বাজে পারফর্মার। কিন্তু কি আশ্চর্য! ইতিহাসের সবচেয়ে বাজে দলে আছে এমন একজন, যিনি ইতিহাসের সেরা ফুটবলার। ফুটবল কিংবদন্তী পেলে এবং ম্যারাডোনাও যার শ্রেষ্ঠত্ব নিয়ে গর্ব করতে কৃপণতা করেন না। সেই লিওনেল মেসির দলই কিনা আর্জেন্টিনার ইতিহাসের সবচেয়ে বাজে দল! ফুটবল বিজ্ঞরা ভুল কিছু বলেন নি, খেলা দেখে তেমনই মনে হয়েছে ফুটবল সমর্থকদের।

এমন কি এই দলেই মধ্যে যে বিভেদ স্পষ্ট তা ক্রোয়েশিয়ার বিপক্ষে মেসির অসহায়ত্ব দেখে বোঝা গেছে। খেলোয়াড়দের মধ্যে নেই কোনো বোঝা পড়া, কোচের সঙ্গে সিনিয়র খেলোয়াড়দের আকাশ-পাতাল সমান ফারাক, কোচের এক এক ম্যাচে এক এক ভিন্ন একাদশই দলকে ভরাডুবি ঘটিয়েছে তা বলার অপেক্ষা রাখেনা। প্রশ্ন রয়েছে, আর্জেন্টিনা স্কোয়াডে জায়গা পাওয়া বেশ কিছু খেলোয়াড়ের সামর্থ্য নিয়েও।

রাশিয়া বিশ্বকাপে আর্জেন্টিনার এমন অবস্থায় চরম খেপেছেন বার্সেলোনার সাবেক তারকা রিস্টো স্টোইচকোভ।

১৯৯৪ সালের ব্যালন ডি'অর জয়ী স্টোইচকোভ বলেন, 'এই দলটি শুধু মেসি নির্ভর হয়েই ছিল। একটা জাতীয় দল খারাপ থেকে খারাপই হয়েছে। এই দলে অসাধারণ কিছু খেলোয়াড় আছে কিন্তু কোনো প্রতিশ্রুতি নেই। তারা কি জানতো না যে, এটাই তাদের শেষ সুযোগ ছিল।'

'সবসময় মেসির দোষ দেয়া ঠিক না। আসলে আর্জেন্টিনার জয়ের জন্য সবকিছুই ছিল কিন্তু হারের জন্য তারা সবকিছু করেছে।'

'কেউই মেসিকে সাহায্য করেনি। মেসি, মাশচেরানো অথবা গোলরক্ষককের বিরুদ্ধে অনেক কিছুই বলা যায়। তবে সাম্পাওলি অনেক সিদ্ধান্ত ভুল নিয়েছে, ফেডারেশনও।'

ইংল্যান্ড নাকি ক্রোয়েশিয়া, ফাইনালে কাকে পাঠালো উট? (ভিডিও)

shaheen
রাশিয়া বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে আজ সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডের মুখোমুখি হবে ক্রোয়েশিয়া।ম্যাচটি শুরু হবে আজ বুধবার (১১জুলাই) দিবাগত রাত ১২টায়। ফুটবল বিশেষজ্ঞরা বলছেন, তীব্র প্রতিদ্বন্দ্বিতা পূর্ণ হবে ম্যাচটি। তবে ফুটবল নিয়ে ভবিষদ্বাণী করা জ্যোতিষী উট শাহীন বলছে, ম্যাচটি জিতবে ক্রোয়েশিয়া।

এদিন, উটের সামনে দুটি পতাকা রাখা হয়। এরপর সেখান থেকে ক্রোয়েশিয়ার পতাকাটি বেছে নেন শাহীন।

প্রসঙ্গত, গত রাতে অনুষ্ঠিত হওয়া প্রথম সেমিফাইনালেও ভবিষ্যদ্বাণী করেছিল শাহীন উট। সবাই বেলজিয়ামকে ফেভারিট ভাবলেও উটের ভবিষ্যদ্বাণী ছিল, ম্যাচটি জিতবে ফ্রান্স। এবং ফলাফলে সেটাই দেখা গেছে। এখন দেখার বিষয় আজও তার ভবিষ্যদ্বাণী সত্য হয় কিনা।



ক্রোয়েশিয়ার সোনালি প্রজন্মের মুখোমুখি ইংল্যান্ড

croat
বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে ক্রোয়েশিয়ার সোনালি প্রজন্মের মুখোমুখি হবে হ্যারি কেইনের ইংল্যান্ড। বিভক্ত জাতিকে ঐক্যবদ্ধ করার বড় সুযোগ ফুটবলারদের সামনে। এমনটাই মনে করেন, ইংলিশ কোচ গ্যারেথ সাউথগেট। অন্যদিকে, বিশ্বমঞ্চে চমক দেখিয়ে ইতিহাস সৃষ্টি করতে চায় মদ্রিচ-র‌্যাকিটিচের ক্রোয়েশিয়া। মস্কোর লুজনিকি স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে আজ বাংলাদেশ সময় রাত ১২ টায়।২৮ বছরের অপেক্ষার পর বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ড। হ্যারি কেইনের সঙ্গে পিকফোর্ড-ট্রিপিয়াররা এখন তারকা। তবে এর চেয়েও বড় অর্জন ডাক দিচ্ছে তাদের। থ্রি লায়নদের সামনে এখন কিংবদন্তী হবার হাতছানি।

বিশ্বসেরা হওয়া থেকে দুই ধাপ দূরে গ্যারেথ সাউথগেটের দল। একই সুযোগ ক্রোয়েশিয়ার সামনেও। সুকের- বোবান'রা পারেন নি। কিন্তু সোনালী বিশ্বকাপটা জিতলেই ক্রোয়েশিয়ার ফুটবল ইতিহাসে অমরত্ব পাবেন মড্রিচ-র‌্যাকিটিচরা।

বিশ্বকাপ শিরোপা একবারই জিতেছে ইংল্যান্ড। সেটা ১৯৬৬ সালে। বিশ্বকাপ ইতিহাসে দ্বিতীয় ফাইনালে খেলার জন্য তাদের অপেক্ষটা ৫২ বছরের। এত দীর্ঘ অপেক্ষা করতে হয়নি আর কোনো দলকেই। এবার সাউথগেট ও তাঁর শিষ্যরা প্রতিজ্ঞাবদ্ধ অপেক্ষার অবসান করতে। শুধু ফুটবলীয় দৃষ্টি কোন থেকে না, সাউথগেটের দর্শন আরও বড় পরিসরে।

গ্যারেথ সাউথগেট বলেন, 'অনেক সময় আমরা দেশ-সমর্থকদের আশা পূরণ করতে পারিনি। কিন্তু এবার সামনে বড় সুযোগ। ফুটবলারদের নিয়ে দারুণ আশাবাদি আমি। তারা একেকজন দেশের দূত। সম্প্রতি ইংলিশদের জীবনে জটিল অনেক কিছুই হয়েছে। একমাত্র খেলাধুলাই পারে বিভক্ত জাতিকে ঐক্যবদ্ধ করতে। আশা করছি, আমরা জাতিকে গর্বিত করতে পারবো।'

ফাইনালে জায়গা করে নেয়ার এই ম্যাচে সাউথগেট আস্থা রাখছেন, সুইডেনের বিপক্ষে খেলা একাদশেই। ৩-৫-২ ফর্মেশনে, পিকফোর্ডের সামনে স্টোনস-ওয়াকার-ম্যাগুয়ারের দেয়াল। মাঝমাঠে ক্রোয়েশিয়ার শক্তির কথা মাথায় রেখেই মধ্যমাঠে থাকবে ইংল্যান্ডের ৫ ফুটবলার। আর ফরোয়ার্ড লাইনে কেইনের সঙ্গী স্টারলিং।

আসরে একের পর এক চমক দিয়েই যাচ্ছে ক্রোয়েশিয়া। যার শুরুটা হয় আর্জেন্টিনাকে ৩-০ গোলে বিধ্বস্ত করে। এরপর প্রি কোয়ার্টার ও কোয়ার্টারে স্নায়ু চাপ উতরে, পেনাল্টি বাধা জয় করেছে জলাতকো দালিচের দল। ফাইনালে এই দলটাকে দেখলে অবাক হবার কিছুই থাকবে না।

ক্রোয়েশিয়ার শক্তি মাঝমাঠ। যেখানে আছেন লুকা মড্রিচ ও ইভান র‌্যাকিটিচের মত বিশ্বের অন্যতম সেরা দুই মিডফিল্ডার। ক্রোয়াটদের প্রথম ফাইনালের স্বপ্ন সারথী এই দু'জনই। এছাড়া পেরিসিচ-ক্রামারিচ-রেবিচ ও মানজুকিচরা তো আছেনই।

টানা দুই ম্যাচে ১২০ মিনিট খেলা ক্রোয়েশিয়ার ফুটবলারা কিছুটা ক্লান্ত। যা স্বীকার করেছেন দলের কোচ। কিন্তু সামনে বিশ্বমঞ্চের ফাইনালে খেলার সুযোগ। তাই ক্লান্তি ভুলে এই ম্যাচে মড্রিচ-র‌্যাকিটিচিরা নামবে নব উদ্যমে,

ইংল্যান্ডের অনুশীলনে 'মুরগি' কেন? (ভিডিও)

chiken
সেমিফাইনালের লড়াইয়ে ক্রোয়েশিয়ার বিপক্ষে মাঠে নামছে ইংল্যান্ড। লুঝনিকি স্টেডিয়ামে বুধবার দিবাগত রাত ১২টায় মাঠে নামার আগে শেষবারের মতো অনুশীলন সেরে নিয়েছে ইংলিশরা। তবে হ্যারি কেন, স্টার্লিং, ডেলে আলীরা এদিন 'মুরগি' নিয়ে অনুশীলনে নেমেছিলেন।অবাক হওয়ার মতো হলেও ঘটনা সত্যি। তবে সেটি আসল মুরগি ছিলো না। রবারের তৈরি খেলনা মুরগী। মূলত, বল কেড়ে নেয়ার অনুশীলন যেভাবে করা হয় ঠিক সেভাবেই রাবারের মুরগি নিয়ে অনুশীলন করেছেন গ্যারেথ সাউথগেটের শিষ্যরা। শুধু পায়ের বদলে অনুশীলনটা চলেছে হাতে রাবারের মুরগি নিয়ে।

সংবাদ সম্মেলনে রাবারের ওই মুরগির বিষয়ে জানতে চাইলে সাংবাদিকদের ইংলিশ কোচ বলেন, 'এটা আসলে সেভাবেই হয়েছে, যেমনটা আমি আমাদের ফিটনেস কোচের কাছে চেয়েছিলাম। এছাড়া আর কিছুই না।'

'আমাদের ফিজিক্যাল পারফরম্যান্স কোচেরা খেলোয়াড়দের অনুপ্রাণিত করতে একটি রিফ্রেশিং ওয়ার্মআপের ব্যবস্থা করেছেন। মজায় মজায় একটু সজীবতা আনার জন্যই এটা করা হয়েছে।'

তৃতীয় বারের মতো বিশ্বকাপের সেমিফাইনাল খেলতে নামছে ইংলিশরা। ১৯৬৬ সালে ঘরের মাটিতে একমাত্র শিরোপাটি জিতেছে তারা। রাশিয়াতে দীর্ঘ দিনের সেই খরা কাটাতে চায় ফুটবলের জনকরা।


Monday, July 9, 2018

Robi Bondho SIM 10GB Internet Only 101Tk | Robi Bondho SIM Offer 2018

Robi offers off 2018 connection. Turning off the connection of Robi 10 GB Internet All customers will be able to use Robi Closed connections. Please send [A Space 01800000000 to Send  8050] to verify whether your SIM is in closed connection. After that, will you be able to attach your SIM to a closed connection? Recharge 101 taka to get 10 bg internet connection with Robi closed connection. Internet term is 30 days. Do not take care of today, take it today.
Enjoy the return on the 4.5 G network of Robi 10 GB for just 101 Taka
  •  5 GB for any use
  • For use in 5 GB only 4G
  • Validity 30 days
  • You can use 24 hours a day
Other special guidelines for close connectionsTo know if this offer is applicable for your closed connection, send A <> 01800000000 FREE SMS from any Robi number to 8050 or dial * 8050 #
  •  This offer will continue till the next announcement
  • Subject to the permission of the competent authority, Robi can change or edit the offer at any time.
রবি বন্ধ সংযোগ 2018 অফার। রবি বন্ধ সংযোগ চালু করলে পাচ্ছেন ১০ জিবি ইন্টারনেট. রবি বন্ধ সংযোগের আওতায় সকল গ্রাহকরা ব্যবহার করতে পারবেন. আপনার সিমটি বন্ধ সংযোগের আওতায় কি, না যাচাই করতে [A-01800000000 লিখে 8050] নম্বারে পাঠিয়ে দিন. তার পর আপনে আজনে পারবেন আপনার সিমটি বন্ধ সংযোগের মধ্যে আছে কি না? রবি বন্ধ সংযোগে ১০ বিজি ইন্টারনেট পেতে ১০১ টাকা রিচার্জ করুন । ইন্টারনেটের মেয়াদ ৩০ দিন. ধেরি না করে আফারটি নিয়ে নিন আজই।
রবি ১০ জনের জন্য 4.5 জি নেটওয়ার্কে ফেরত উপভোগ করুন মাত্র 101 টাকা.
1. ৫জিবি কোনও ব্যবহারের জন্য
2. ৫জিবিমাত্র 4 জি ব্যবহার করার জন্য
3. বৈধতা 30 দিন
4. আপনি দিনে 24 ঘন্টা ব্যবহার করতে পারেন
বন্ধ সংযোগগুলি জন্য অন্যান্য বিশেষ নির্দেশিকা
এই অফার আপনার বন্ধ সংযোগের জন্য প্রযোজ্য কিনা তা জানার জন্য, 8050 নম্বরে কোনও রবি নম্বর থেকে একটি <> 01800000000 বিনামূল্যে এসএমএস পাঠান অথবা * 8050 # ডায়াল করুন।
  • এই প্রস্তাবটি পরবর্তী ঘোষণা পর্যন্ত অব্যাহত থাকবে।
  • উপযুক্ত কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে, রবি কোন সময় পরিবর্তন বা সম্পাদনা করতে পারেন।

Robi 3GB Internet Only 41Tk | Robi 41Tk 3GB internet offer

Robi Dhhamak internet offer 018! Robi subscribers get 3 GB internet at only 41 taka. This offer can be used by all customers of Robi. To avail this offer, dial * 123 * 041 # or recharge 41 paise. But 2 GB can be used on any network and 1 GB 4G network. This offer is valid for two days. This offer of Robi will be available for all customers at 2G, 3G, 4G.
রবি ধামাক ইন্টারনেট অফার ২০১৮! রবি গ্রাহকরা পাচ্ছেন মাত্র ৪১ টাকায় ৩ জিবি ইন্টারনেট. এই অফারটি রবি সকল গ্রাহকরা ব্যবহার করতে পারবেন. রবির এই অফারটিতে নিতে ডায়াল করুন *123*041# অথবা রিচার্জ করুন ৪১ টাকা। কিন্তু ২ জিবি ইন্টারনেট ব্যবহার করতে পারবেন যে কোন নেটওয়ার্কে আর ১ জিবি ৪জি নেটওয়ার্কে। এই অফারটির মেয়াদ ২ দিন। রবির এই অফারটি ২জি, 3জি, 4জি সকল গ্রাহকরা উপভোগ করতে পারবেন।

Robi 2GB Internet only 20Tk | Robi 20Tk 2GB Internet

Great internet offer for Robi customers. Only Robi subscribers can use this offer. Incredible data offer! Robi can get 2 GB of internet only at Tk 20. If you do not want to miss the offer, just dial * 123 * 022 #. (Valid for 24 hours). The offer can run within any time. This offer of Robi can be taken every day. And to know more about the offers, please subscribe daily on our website.
রবি গ্রাহকদের জন্য দারুন এক  ইন্টারনেট অফার। সুধু মাত্র রবি গ্রাহকরা এই অফারটি ব্যবহার করতে পারবেন।  অবিশ্বাস্য ডাটা অফার! রবিতে ২ জিবি ইন্টারনেট পাচ্ছেন মাত্র ২০ টাকায়। অফারটি মিস করতে না চাইলে এখনই ডায়াল করুন *১২৩*০২২# নম্বরে। (মেয়াদ ২৪ ঘণ্টা). অফারটি যে কোনস সময় মধ্যে চালাতে পারবেন। রবির এই অফারটি নেয়া যাবে প্রতিদিন একবার। আর ও অফার জানতে আমাদের এই ওয়েব সাইটে প্রতিদিন বিজিট করবেন. 

350 Grameenphone Minutes Only 113 Tk

Grameenphone Minutes offer 2018. Gp 350 Minutes at only 113 tk. To get this offer dail or recharge. Just dail this offer  * 121 * 4007 # for 7 days.

Terms:

  • To enjoy this Talk Time offer, eligible customers will need to dial * 121 * 4007 # (All Prepaid except for I-Sim, Flexi Load SIM and BPO).
  • Subscriber will get 350 GP-GP minutes
  • Free minutes validity will be 07 days and can be used for 24 hours in the day
  • At the end of validity period, if a customer has remaining minutes, it will become meaningless. However, if a customer is re-purchased within the period, minutes will be added and higher validity will be given.
  • Customers need to dial * 121 * 1 * 2 # to know the remaining balance balance
  • Purchased minutes can be used for any GP number
  • Price includes SD, VAT and SC
  • This offer is not applicable for Skito users

শর্তাবলী:

  • এই টক টাইম অফারটি উপভোগ করতে, যোগ্য গ্রাহকগণ (I-Sim, Flexi Load SIM এবং BPO ব্যতীত সমস্ত প্রিপেইড) * 121 * 4007 # ডায়াল করতে হবে।
  • গ্রাহক 350 জিপি-জিপি মিনিট পাবেন
  • বিনামূল্যে মিনিট বৈধতা 07 দিন হবে এবং দিনের 24 ঘন্টা জন্য ব্যবহার করা যাবে
  • বৈধতার মেয়াদ শেষে, যদি কোনও গ্রাহকের অবশিষ্ট মিনিট থাকে, তবে এটি অর্থহীন হয়ে যাবে।
  • যাইহোক, যদি মেয়াদকালের মধ্যে কোনও গ্রাহক পুনরায় ক্রয় করেন তবে মিনিট যোগ করা হবে এবং উচ্চতর বৈধতা দেওয়া হবে
  • অবশিষ্ট মিনিট ব্যালেন্স জানতে গ্রাহকদের * 121 * 1 * ২ # ডায়াল করতে হবে
  • ক্রয়কৃত মিনিটগুলি যেকোনো জিপি নম্বরের জন্য ব্যবহার করা যেতে পারে
  • মূল্য এসডি, ভ্যাট এবং এসসি এর অন্তর্ভুক্ত
  • স্কিটো ব্যবহারকারীদের জন্য এই অফারটি প্রযোজ্য নয়

Airtel 4GB Internet With Favorite Team T-Shart Only 599Tk

Robi has a great internet offer on the occasion of this World Cup. Robi customers are the best offer of the World Cup! World Cup exciting offer! Robi subscribers receive just 599 taka for the favorite team jersey, with 4GB (3GB + 1GB 4.5G) internet and 800 minutes talk time (any number), (expires 30 days). The internet can run at any time within 24 hours. This offer is available to all Robi users. Please contact nearest Robi recharge point for details.
রবিতে দারুন ইন্টারনেট অফার এই বিশ্বকাপ উপলক্ষে। রবি গ্রাহকরা পচ্ছেন বিশ্বকাপের দারুন অফার! বিশ্বকাপের উত্তেজনাপূর্ণ অফার! রবি গ্রাহকরা মাত্র ৫৯৯ টাকা রিচার্জেই পাচ্ছেন প্রিয় দলের জার্সি, সাথে থাকছে ৪ জিবি (৩জিবি + ১ জিবি 4.5G) ইন্টারনেট ও ৮০০ মিনিট টকটাইম(যেকোন নম্বরে), (মেয়াদ ৩০ দিন) । ইন্টারনেট 24 ঘন্টার মধ্যে কোন সময় চালাতে পারবেন। এই অফারটি সকল রবি গ্রহকরা উপভোগ করতে পারবেন।  বিস্তারিত জানতে নিকটস্থ রবি রিচার্জ পয়েন্টে যোগাযোগ করুন।