সেমিফাইনালের লড়াইয়ে ক্রোয়েশিয়ার বিপক্ষে মাঠে নামছে ইংল্যান্ড। লুঝনিকি স্টেডিয়ামে বুধবার দিবাগত রাত ১২টায় মাঠে নামার আগে শেষবারের মতো অনুশীলন সেরে নিয়েছে ইংলিশরা। তবে হ্যারি কেন, স্টার্লিং, ডেলে আলীরা এদিন 'মুরগি' নিয়ে অনুশীলনে নেমেছিলেন।অবাক হওয়ার মতো হলেও ঘটনা সত্যি। তবে সেটি আসল মুরগি ছিলো না। রবারের তৈরি খেলনা মুরগী। মূলত, বল কেড়ে নেয়ার অনুশীলন যেভাবে করা হয় ঠিক সেভাবেই রাবারের মুরগি নিয়ে অনুশীলন করেছেন গ্যারেথ সাউথগেটের শিষ্যরা। শুধু পায়ের বদলে অনুশীলনটা চলেছে হাতে রাবারের মুরগি নিয়ে।
সংবাদ সম্মেলনে রাবারের ওই মুরগির বিষয়ে জানতে চাইলে সাংবাদিকদের ইংলিশ কোচ বলেন, 'এটা আসলে সেভাবেই হয়েছে, যেমনটা আমি আমাদের ফিটনেস কোচের কাছে চেয়েছিলাম। এছাড়া আর কিছুই না।'
'আমাদের ফিজিক্যাল পারফরম্যান্স কোচেরা খেলোয়াড়দের অনুপ্রাণিত করতে একটি রিফ্রেশিং ওয়ার্মআপের ব্যবস্থা করেছেন। মজায় মজায় একটু সজীবতা আনার জন্যই এটা করা হয়েছে।'
তৃতীয় বারের মতো বিশ্বকাপের সেমিফাইনাল খেলতে নামছে ইংলিশরা। ১৯৬৬ সালে ঘরের মাটিতে একমাত্র শিরোপাটি জিতেছে তারা। রাশিয়াতে দীর্ঘ দিনের সেই খরা কাটাতে চায় ফুটবলের জনকরা।
সংবাদ সম্মেলনে রাবারের ওই মুরগির বিষয়ে জানতে চাইলে সাংবাদিকদের ইংলিশ কোচ বলেন, 'এটা আসলে সেভাবেই হয়েছে, যেমনটা আমি আমাদের ফিটনেস কোচের কাছে চেয়েছিলাম। এছাড়া আর কিছুই না।'
'আমাদের ফিজিক্যাল পারফরম্যান্স কোচেরা খেলোয়াড়দের অনুপ্রাণিত করতে একটি রিফ্রেশিং ওয়ার্মআপের ব্যবস্থা করেছেন। মজায় মজায় একটু সজীবতা আনার জন্যই এটা করা হয়েছে।'
তৃতীয় বারের মতো বিশ্বকাপের সেমিফাইনাল খেলতে নামছে ইংলিশরা। ১৯৬৬ সালে ঘরের মাটিতে একমাত্র শিরোপাটি জিতেছে তারা। রাশিয়াতে দীর্ঘ দিনের সেই খরা কাটাতে চায় ফুটবলের জনকরা।
No comments:
Post a Comment