Showing posts with label শেয়ার বাজার. Show all posts
Showing posts with label শেয়ার বাজার. Show all posts

Sunday, April 16, 2017

ডিএসইতে কমেছে লেনদেনের পরিমাণ

dse-week
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে কয়েক সপ্তাহ ধারাবাহিকভাবে লেনদেন বাড়ার পর গত সপ্তাহে মোট লেনদেন কমেছে ৩শ ২১ কোটি টাকা। তবে ডিএসই এর প্রধান সূচক সপ্তাহ ব্যবধানে বেড়েছে ৮৪ পয়েন্ট। অন্যান্য সূচকেও গত সপ্তাহে যোগ হয়েছে বেশ কিছু পয়েন্ট।

দেশের সবচে বড় শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে গত সপ্তাহের লেনদেনে মিশ্র প্রবণতা লক্ষ্য করা যায় । সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ডিএসই তে লেনদেন হয় ১২ শ ৬৯ কোটি টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড। লেনদেনের পরিমাণ কম হলেও এদিন ডিএসইএক্স এ যোগ হয় ৬৮ পয়েন্ট।

এর ধারাবাহিকতায় সোমবারও ডিএস্ই'র প্রধান সূচক ৬৭ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ৫ হাজার ৬শ ৬৯ পয়েন্টে । এদিন সপ্তাহের সর্বোচ্চ লেনদেন হয় যা টাকার অংকে ছিল ২'হাজার ১শ ৮০ কোটি টাকা। সূচকের ঊর্ধ্বগতি ছিল ৩য় কার্যদিবস মঙ্গলবারও।

কিন্তু বুধবার একধাপে ৮৭ পয়েন্ট হারায় ডিএসইএক্স, শেষ কার্যদিবস বৃহস্পতিবারও ডিএসই'র প্রধান সূচক ৩ পয়েন্ট হারিয়ে নেমে আসে ৫ হাজার ৬শ ১৮ পয়েন্টে। সপ্তাহ শেষে ডিএসই'র বাছাই সূচক ৩০ ইনডেক্স এ ৫৪ পয়েন্ট আর শরিয়া সূচক ডিএসইএস এ ১৭ পয়েন্ট যোগ হয়েছে ।

গতসপ্তাহে দাম বাড়ার শীর্ষ থাকা ৫ প্রতিষ্ঠান হলো-

ইসলামী ব্যাংক, ফোনিক্স ফাইন্যান্স, সোশ্যাল ইসলামী ব্যাংক, সাইফ পাওয়ার ও জাহিন টেক্সটাইল ।

দরহারানো শীর্ষ প্রতিষ্ঠানগুলো ছিলো-

বিডি অটোকারস, কেডিএস, ন্যাশনাল টিউবস, সোনারগাঁ টেক্সটাইল এবং জিল বাংলা।

ঢাকা স্টক এক্সচেঞ্জে সপ্তাহ শেষে দাম বেড়েছে ১৫০ টি প্রতিষ্ঠানের, কমেছে ১৬৮ টির এবং অপরিবর্তিত আছে ১২ টি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের।

গত সপ্তাহে দেশের প্রধান পুঁজিবাজারে ছিল চাঙ্গাভাব

stock-mkt-copy
আগের সপ্তাহের তুলনায় অনেকটা চাঙ্গাভাবের মধ্য দিয়েই গত সপ্তাহ পার করেছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ । সপ্তাহ ব্যবধানে ডিএসইতে লেনদেন বেড়েছে প্রায় ২৯ শতাংশ। দৈনিক গড়ে হাতবদল হয়েছে ৯শ ৫৮ কোটি টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড। তবে লেনদেন বাড়লেও গেল সপ্তাহে দর হারিয়েছে বাজারের বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ।

গত সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ডিএসইএক্স কমে ২৭ পয়েন্ট। তবে পরদিন সোমবার একলাফে ৪৭ পয়েন্ট যোগ হয় এ সূচকে। লেনদেনও বাড়ে আগের দিনের চেয়ে প্রায় ২শ কোটি টাকা। ৩য় কার্যদিবসেও লেনদেন এবং সূচকে চাঙ্গাভাব লক্ষ্য করা যায়। তবে পরের দুই দিন ধারাবাহিকভাবে সূচক কমে দাড়ায় ৫ হাজা৭ শ ৩৬ পয়েন্টে। তবে বুধ ও বৃহস্পতিবার লেনদেন ছিল এক হাজার কোটি টাকার ওপরে। এ সপ্তাহে বাছাই সূচক ডিএসই৩০ বাড়ে ৪৩ পয়েন্ট, আর শরীয়াহ সুচক ডিএসইএস বাড়ে ৯পয়েন্ট।

গেল সপ্তাহে দর বাড়ার শীর্ষ ৫ প্রতিষ্ঠান ছিল-

রিজেন্ট টেক্সটাইল, লিবরা ইনফিউশন, পিএইচপি ফার্স্ট মিউচুয়াল ফান্ড, জেমিনি সি ফুড এবং আইডিএলসি ফাইনান্স,

অন্যদিকে দর হারানো প্রতিষ্ঠানের মধ্যে শীর্ষে ছিল-

ইসলামী ব্যাংক, ফারইস্ট ফাইনান্স, ইউনাইটেড কমার্শিয়াল, ন্যাশনাল ফুড এবং সেন্ট্রাল ফার্মাসিউটিক্যাল।

এ সপ্তাহে ২০১৬ সালের ব্যবসার ওপর লভ্যাংশ ঘোষণা করেছে বেশ কয়েকটি প্রতিষ্ঠান। যাদের মধ্যে ব্যাংক,বীমা এবং আর্থিক খাতের প্রাধাণ্য দেখা যায়। গত সপ্তাহে লেনদেন হওয়া ৩৩৩ টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে১৩৫ টির, কমেছে ১৭৮ টির এবং অপরিবর্তিত ছিল ১৯ টি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের।