Thursday, November 30, 2017

২০১৬ সালের গুগল এডসেন্স এর সেরা বিকল্প TraffiChemy.com – এবার আপনার সাইট থেকে আয় করুন খুব সহজে।

আসসালামু আলাইকুম,কেমন আছেন সবাই - আশা করি সবাই ভাল আছেন।আজকে একটি নতুন টিউন নিয়ে আপনাদের সামনে হাজির হলাম, হ্যাঁ, আমি সম্প্রতি সময়ের আলোচিত এড নেটওয়ার্ক TraffiChemy.Com কথা বলছি, এই অ্যাড নেটওয়ার্ক টি খুব বেশি ব্যবহার করে  Sweden, Russia, Uk, & Norway Related Website। যাদের ওয়েবসাইট আছে শুধুমাত্র তাদের জন্য লেখাটি। আমরা অনেকেই অনেক Ad Network ব্যবহার করি সাইট থেকে টাকা ইনকাম করার জন্য। কেউ বা দেশী কেই বা বিদেশী অ্যাড ব্যবহার করে থাকি। আবার যাদের Google AdSense এর ভেরিফাইড একাইন্ট আছে কেবল তারাই AdSense ব্যবহার করি। কিন্তু TraffiChemy এসবের বালাই নেয় আপনি যে কোন সাইটে এটি ব্যবহার করতে পারবেন Auto Approval, এর সব থেকে বড় সুবিধা হল আবেদন করার সাথে সাথে এপ্রুভাল পাওয়া যাবে এবং তাৎক্ষনিক এড শো করানো যাবে।
TraffiChemy গুগল এডসেন্স এর মত পে করে কোন কোন ক্ষেত্রে এটা এডসেন্স এর হতেও বেশি পে করে। আপনি মোটামোটি ভিসিটর দিয়েও অনেক টাকা ইনকাম করতে পারবেন।এদের PPC রেইট অনেক ভাল।
এই  অ্যাডনেটওয়ার্ক এর – কিছু বৈশিষ্ট্য
- Up to $2.30 eCPM for banner Ads [ we are strongly PPC / CPA Ads Network ]
- Various ads format of clean banners also button & link ads will be created
- 100% fill rate (we buy all your traffic, gona pay for your every click)
- Publishers revenue sharing Up to 75 %, Payments via only PayPal
- 5.00 USD minimum payout for request any time
- You can use our ads with other any Ads network,Real Time database / Stats updates
- 24/7 support via Skype - Skype: isolated.essence
- Special Offer: test payout without hold (any amount) Just give try of them and you will find better result than RevenueHits & Google AdSense, Use following contacts, to get in touch.
আমার কাছে মনে হয়েছে এটি একটি টোটাল সুলোশন খুব সহজে আয়ে করার। তাই আমি আমার কালেকশন এ রেখেছি এবং আপনাদের সাথে শেয়ার করছি। টেকটউন কমিনিউটির প্রতি আমার শুভেছা রইলো আশা করি ভাল থাকবেন।

আলিএক্সপ্রেস অ্যাফিলিয়েট মার্কেটিং A to Z (তৃতীয় পর্ব) – ইপিএনে কিভাবে ট্রাফিক মেথড অ্যাড করবেন?

বিসমিল্লাহির রাহ-মানীর রাহিম।
"আলিএক্সপ্রেস অ্যাফিলিয়েট মার্কেটিং A to Z" চেইন টিউনের তৃতীয় পর্বে আপনাকে স্বাগতম।
প্রথমেই আমাদের Aliexpress Affiliate Helpline BD গ্রুপে জয়েন করে নিন।
গত পর্বে দেখিয়েছিলাম কিভাবে অ্যাফিলিয়েট লিংক এবং ডিপলিংক ক্রিয়েট করবেন।গত পর্বটি যদি দেখে না থাকেন তবে এখুনি দ্বিতীয় পর্বটি দেখে নিন। এখনও যদি ইপিএনে অ্যাকাউন্ট না করে থাকেন তবে এই লিংক থেকে অ্যাকাউন্ট করে নিন এবং প্রথম পর্বটি দেখুন।
গত পর্বটি পড়ে জেনে গেছেন কিভাবে অ্যাফিলিয়েট লিংক এবং ডিপলিংক ক্রিয়েট করতে হয়।যদি এখনও কোন কনফিউশান থাকে তবে এখুনি দ্বিতীয় পর্বটি দেখুন।
আজকের টিউনে দেখাবো -কিভাবে ইপিএনে ট্র্যাফিক মেথড অ্যাড করবেন?

কিভাবে ইপিএনে ট্র্যাফিক মেথড অ্যাড করবেন -

ইপিএনে "My Traffic Sources" নামে একটি অপশান আছে।যে ট্র্যাফিক মেথডে অ্যাফিলিয়েট লিংক প্রোমোট করতে চাচ্ছেন সেই ট্র্যাফিক মেথডের লিংকটি ইপিএনের এই অপশানটিতে অ্যাড করে দিতে হবে।আমার মনে হয় বিষয়টা বুঝতে পারেননি?আসুন একটু ক্লেয়ার করে বলি -
মনে করুন - আলিএক্সপ্রেস থেকে একটা প্রোডাক্ট পছন্দ করলেন এবং সেটা প্রমোট করবেন।ম্যানুয়ালি সেই প্রোডাক্টির অ্যাফিলিয়েট লিংক ক্রিয়েট করলেন বা ওয়েবমাস্টার প্লাগিন দিয়ে ডিপ লিংক ক্রিয়েট করলেন।এখন এই লিংকটি কোন একটা ফেসবুক গ্রুপে প্রোমোট করতে চাইছেন।
আপনার লিংকটি যেই ফেসবুক গ্রুপে প্রোমোট করতে চাইছেন সেই ফেসবুক গ্রুপের লিংকটি কপি করে ইপিএনের "My Traffic Sources" অপশানে এসে "ADD TRAFFIC SOURCES" এ বসিয়ে দিতে হবে।
নিচের স্ক্রিনশর্টগুলো দেখুন আশা করি বুঝে যাবেন।
ইপিএন ড্যাশবোর্ডে গিয়ে "MY TRAFFIC SOURCES" এ ক্লিক করুন।নিচের স্ক্রিনশর্টটি দেখুন -
আলিএক্সপ্রেস অ্যাফিলিয়েট
তারপর নিচের স্ক্রিনশর্টের মত আসলে "ADD TRAFFIC SOURCE" এর উপর ক্লিক করুন।
aliexpress affiliate
"ADD TRAFFIC SOURCE" এর উপর ক্লিক করার পর নিচের স্ক্রিনশর্টের মত পেজ আসবে এবং এখানেই আপনার মূল কাজ-
aliexpress affiliate program
উপরের স্ক্রিনশর্টটি ভালোভাবে লক্ষ্য করুন।এখানে লাল রঙ দিয়ে ঘেরা অংশটুকুতে আপনার ট্র্যাফিক মেথড অ্যাড করতে হবে।যদি আপনি ফেসবুক গ্রুপের মাধ্যমে আপনার লিংক প্রমোট করতে চান তবে এইখানে সেই ফেসবুক গ্রুপের লিংকটি বসিয়ে দিতে হবে।আবার আপনি যদি ইউটিউব ভিডিওর মাধ্যমে প্রমোট করতে চান তবে এইখানে চ্যানেল লিংকটি বসিয়ে দিতে হবে।অথবা আপনার যদি কোন ওয়েবসাইট থাকে এবং সেই ওয়েবসাইটে যদি আপনার অ্যাফিলিয়েট লিংক প্রমোট করতে চান তবে সেই ওয়েবসাইটের লিংকটি এখানে বসিয়ে দিতে হবে।আশা করি বিষয়টা বুঝেছেন।
তারপরের অংশে চলে যায় -
aliexpress
উপরের স্ক্রিনশর্টটা ভালোভাবে দেখুন এখানে অফার নামের অপশানটাই ক্লিক করে "Aliexpress" সিলেক্ট করে দিবেন।
এরপরের অংশটুকুতে "Choose category of your source of traffic" এর উপর ক্লিক করুন।নিচের স্ক্রিনশর্টের লাল রঙের ঘেরা অংশটুকুর উপর ক্লিক করুন।-
aliexpress traffic
"Choose category of your source of traffic" এর উপর ক্লিক করার পর নিচের স্ক্রিনশর্টের মত আসবে। এবং এখানে একটু কাজ আছে।আপনি যদি ইউটিউব ভিডিওর মাধ্যমে প্রোডাক্ট প্রমোট করতে চান তবে এখানে "Video review" অপশানটি সিলেক্ট করে দিবেন অথবা আপনি যদি ফেসবুক গ্রুপের মাধ্যমে প্রোডাক্ট প্রমোট করতে চান তবে "Social group" অপশানটি সিলেক্ট করে দিবেন।শুধুমাত্র আপনার ট্র্যাফিক মেথড অনুযায়ী সিলেক্ট করে দিবেন।নিচের স্ক্রিনশর্টটি দেখুন তাহলে বুঝে যাবেন -
aliexpress affiliate
মোটকথা আপনি যেই মেথডে প্রোডাক্ট প্রমোট করবেন প্রথমে সেইটার লিংক বসিয়ে দিবেন তারপর আলিএক্সপ্রেস সিলেক্ট করে দিবেন এবং সবশেষে আপনার ট্র্যাফিক মেথড কোন ক্যাটেগরির সেইটা সিলেক্ট করে দিবেন।
এবং উপরের তিনটি অপশান ঠিকভাবে পুরন হয়ে গেলে "ADD TRAFFIC SOURCE" অপশানটিতে ক্লিক করুন।নিচের স্ক্রিনশর্টটি দেখুন -
আলিএক্সপ্রেস
"ADD TRAFFIC SOURCE" এ ক্লিক করার সাথে সাথে ডানদিকের উপরে লেখা আসবে "Your traffic source has been successfully."। ব্যস আপনার ট্র্যাফিক মেথড অ্যাড করা সম্পন্ন হয়েছে।নিচের স্ক্রিনশর্টটি দেখুন -
alexpress affiliate traffic
উপরের পদ্ধতিতে ট্র্যাফিক মেথড অ্যাড করার পর ইপিএন ম্যানুয়ালি চেক করে অ্যাপ্রুভ করে দিবে।যদিও আমার ইপিএন অ্যাকাউন্টে ইন্সট্যান্ট অ্যাড হয়ে যায়।এইটা নিয়ে চিন্তার কোন কারন নাই কারন ইপিএন সবগুলোই অ্যাপ্রোভ করে দেই।
আপনার ইপিএনের ট্র্যাফিক মেথডগুলো দেখার জন্য "MY PLACEMENTS" এ ক্লিক করতে। তাহলে আপনার সবগুলো ট্রাফিক মেথড দেখতে পাবেন।নিচের স্ক্রিনশর্টটি দেখুন -
aliexpress traffic
আজকের টিউনটি এই পর্যন্তই।আসলে অনেকের ট্র্যাফিক মেথড অ্যাড নিয়ে কনফিউশান থাকে।আশা করি এই টিউন দেখার পর সেই কনফিউশান থাকবে না।
পরের টিউনে দেখাবো কোন কোন ট্র্যাফিক মেথড ইউজ করে আপনার অ্যাফিলিয়েট লিংক প্রমোট করবেন এবং কিভাবে টার্গেটেড ট্র্যাফিক ড্রাইভ করবেন?
স্পেশালি ইউটিউব ভিডিও মার্কেটিং নিয়ে ধারাবাহিক টিউন করবো।ভিডিও মেকিং থেকে শুরু করে সবকিছুই দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ্‌।
আশা করি সাথেই থাকবেন।এবং টিউনটি কেমন হলো টিউমেন্ট করে জানাতে ভুলবেন না।

আলিএক্সপ্রেস অ্যাফিলিয়েট মার্কেটিং A to Z (দ্বিতীয় পর্ব) – অ্যাফিলিয়েট লিংক এবং ডিপ লিংক তৈরি

বিসমিল্লাহির রাহ-মানীর রাহিম।
"আলিএক্সপ্রেস অ্যাফিলিয়েট মার্কেটিং A to Z" চেইন টিউনের দ্বিতীয় পর্বে আপনাকে স্বাগতম।
প্রথমেই আমাদের Aliexpress Affiliate Helpline BD গ্রুপে জয়েন করে নিন।
প্রথম পর্বে দেখিয়েছিলাম আলিএক্সপ্রেস অ্যাফিলিয়েট কেন করবেন এবং কিভাবে ইপিএনে অ্যাকাউন্ট করবেন সেটাও দেখিয়েছিলাম।
যারা এখনও ইপিএনে অ্যাকাউন্ট করেন নাই তারা এই লিংকথেকে অ্যাকাউন্ট করে নিতে পারেন।এবং প্রথম টিউনে দেখানো হয়েছে কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়।প্রথম টিউনটি দেখার জন্য এইখানে ক্লিক করুন।
সরাসরি আলোচ্য বিষয়ে চলে যায়।
আজকের টিউনে দেখাবো কিভাবে অ্যাফিলিয়েট লিংক এবং ডিপ লিংক ক্রিয়েট করতে হয়।
কিভাবে অ্যাফিলিয়েট লিংক এবং ডিপলিংক ক্রিয়েট করবেন। সাথে ওয়েবমাস্টার প্লাগিনের ব্যবহারসহ লিংক ক্রিয়েট করার পুরো বিষয়টা দেখানো হয়েছে।

০১. অ্যাফিলিয়েট লিংকঃ-

প্রথমে ইপিএন ড্যাশবোর্ডে গিয়ে "TOOLS" অপশানটিতে ক্লিক করুন।নিচের স্ক্রিনশর্টটি দেখুন -
"TOOLS" এ ক্লিক করার কয়েক সেকেন্ড পর নিচের স্ক্রিনশর্টের মত পেজ আসলে "Affiliate link" এ ক্লিক করুন।
"Affiliate link" এ ক্লিক করার পর নিচের স্ক্রিনশর্টের মত পেজ আসবে।এখানে ভালো ভাবে লক্ষ্য করুন তিনটি জায়গায় আমি লাল রঙ দিয়ে মার্ক করে দিয়েছি।
প্রথম অংশটিতে লেখা আছে "Name"। এই জায়গায় যে প্রোডাক্টটি প্রমোট করতে চাইছেন সেই প্রোডাক্টটির নাম দিতে হবে।সরাসরি প্রোডাক্ট পেজ থেকে প্রোডাক্ট নামটি দিতে পারেন অথবা আপনার ইচ্ছা অনুযায়ী নাম দিতে পারেন।
আপনি যদি আলিএক্সপ্রেস থেকে নিচের স্ক্রিনশর্টের প্রোডাক্টটি প্রমোট করতে চান তবে লাল রঙ দিয়ে ব্লক করা অংশটুকু কপি করে ইপিএনে এসে এই "Name" অংশটাই পেস্ট করে দিবেন।নিচের স্ক্রিনশর্টটি দেখুন - 
উপরের অংশটুকু কপি করে নিচের স্ক্রিনশর্টের "Name" অংশতে পেস্ট করে দিবেন। -
এখন তারপরের অংশটুকুর কাজ।
তারপরের অংশটুকুতে লেখা আছে "Any link to Aliexpress"। এইখানে আলিএক্সপ্রেসের ওই প্রোডাক্টটির লিংক দিতে হবে।
নিচের দুইটা স্ক্রিনশর্ট দুইটা দেখুন তাহলেই বুঝে যাবেন।
উপরের স্ক্রিনশর্টটি দেখুন।আলিএক্সপ্রেসে লাল রঙ দিয়ে ব্লক করা (উপরে) এই লিংকটি কপি করুন এবং নিচের স্ক্রিনশর্টের "Any link to Aliexpress" এর এই ফাঁকা জায়গায় পেস্ট করুন।নিচের স্ক্রিনশর্টটি দেখুন-
"Name" এবং "Any link to Aliexpress" এই দুই জায়গায় নাম এবং লিংক দেওয়া শেষ হলে "CREATE AFFILIATE LINK" এ ক্লিক করুন।নিচের স্ক্রিনশর্টটি দেখুন -
aliepxress affiliate
"CREATE AFFILIATE LINK" এ ক্লিক করার পর কয়েক সেকেন্ড অপেক্ষা করুন এবং কিছুক্ষণ পর নিচের স্ক্রিনশর্টের মত পেজ আসবে।
আলিএক্সপ্রেক্স অ্যাকাউন্ট
উপরের স্ক্রিনশর্টে একটু উপরের দিকে দেখুন।এখানে লেখা আছে "The creative has been successfully created"।  তার মানে আপনার অ্যাফিলিয়েট লিংকটি তৈরি হয়ে গেছে।
এখন একটু নিচের দিকে স্ক্রল করুন। এবং নিচের স্ক্রিনশর্টের মত দেখতে পাবেন -
আলিএক্সপ্রেস
সবশেষে যেই লিংকটা ক্রিয়েট করেছেন সেইটা সর্বপ্রথমে শো করবে।উপরের স্ক্রিনশর্টগুলোতে যেই প্রোডাক্টটির লিংক ক্রিয়েট করতে চাচ্ছি সেইটা সর্বপ্রথমে দেখাচ্ছে।এখন অ্যাফিলিয়েট লিংক বের করার জন্য লাল রঙের ব্লক করা অংশটাই ক্লিক করুন।ক্লিক করার কয়েক সেকেন্ডের মধ্যে নিচের স্ক্রিনশর্টের মত আসলে "SHORTEN" বাটনে ক্লিক করুন।স্ক্রিনশর্টটি দেখুন -
"SHORTEN" এ ক্লিক করার পর নিচের স্ক্রিনশর্টের মত আসবে।এখানে লাল রঙ দিয়ে ব্লক করা যেই লিংকটা দেখতে পারছেন সেইটাই আপনার অ্যাফিলিয়েট লিংক।নিচের স্ক্রিনশর্টটি দেখুন-
আপনার কাজ হচ্ছে এই লিংকটা প্রোমোট করা। এখন আপনি যদি এই লিংকটা ইউটিউব ভিডিওর ডেসক্রিপশানে অথবা যেকোনো মাধ্যমে দিয়ে দেন এবং এই লিংকে ক্লিক করে যদি কেউ আলিএক্সপ্রেস থেকে কোন প্রোডাক্ট কিনে তবে আপনি প্রতিটা প্রোডাক্ট থেকেই কমিশন পাবেন।
সাপোজ কেউ একজন আপনার এই অ্যাফিলিয়েট লিংক এ ক্লিক করলো এবং এই প্রোডাক্টটি কিনলো না। অন্য কোন প্রোডাক্ট কিনলো। অন্য যতগুলো প্রোডাক্ট কিনবে সবগুলো থেকেই কমিশন পাবেন। যদি কেউ ১০০ টিও প্রোডাক্ট  কিনে তবে সেই ১০০ টি প্রোডাক্ট থেকেই কমিশন পাবেন।

০২।ডিপ লিংকঃ-

ডিপ লিংক এর বিষয়টা নিয়ে অনেকেরই কিছুটা কনফিউশান আছে। এবং আমি যদি এই টিউনের মাধ্যমে আপনাকে ডিপলিংক সম্পর্কে বোঝাতে চেষ্টা করি তবে অনেকেই বুঝতে পারবেন না।
তাই কিভাবে ডিপ লিংক ক্রিয়েট করবেন সেই নিয়ে অনেকগুলো ভিডিও আছে।
কিভাবে Add-ons ইউজ করে ডিপলিংক ক্রিয়েট করবেন সেইজন্য নিচের ভিডিওটি দেখে নিন -
আশা করি বুঝে গেছেন কিভাবে অ্যাফিলিয়েট লিংক এবং ডিপ লিংক ক্রিয়েট করতে হয়।
এখন এই অ্যাফিলিয়েট লিংক এবং ডিপ লিংক নিয়ে প্রমোশনের পালা।
সামনের টিউনে দেখাবো কিভাবে এবং কোন কোন জায়গায় আপনার লিংকটি প্রোমোট করবেন।
সেহেতু সামনের টিউনের জন্য অপেক্ষা করুন এবং এই টিউনটি কেমন হলো টিউমেন্ট করে জানাতে ভুলবেন না।

আলিএক্সপ্রেস অ্যাফিলিয়েট মার্কেটিং A to Z (প্রথম পর্ব) – অ্যাকাউন্ট তৈরি

বিসমিল্লাহির রাহ-মানীর রাহিম। টিটিতে এইটাই আমার প্রথম টিউন।গত কয়েক বছর থেকে এখানে এসে শুধু টিউন পড়েই গেছি।কখনও দু-লাইন লেখা হয় নাই।আর এখানে টেক রিলেটেড হাজার হাজার কনটেন্ট রয়েছে যা যেকোনো টেকপ্রেমিদের জন্য যথেষ্ট।টেকপ্রেমি হিসেবে যখনই কিছু সময় পাই এখানে আসে টু মেরে যাই।
প্রথমেই আমাদের Aliexpress Affiliate Helpline BD গ্রুপে জয়েন করে নিন।এবং আলিএক্সপ্রেসে অ্যাফিলিয়েট শুরু করার জন্য কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সেইজন্য এই ভিডিওটি দেখে নিন।
আসল কথায় আসি-
যারা অনলাইন মার্কেটিং বা ফ্রিলান্সিং এর সাথে জড়িত তারা কিছুটা হলেও জানেন অ্যাফিলিয়েট মার্কেটিং কি? সোজা কথায় বলতে গেলে অ্যাফিলিয়েট মার্কেটিং হচ্ছে - অন্য কারো প্রোডাক্ট বা যেকোনো সার্ভিস নির্দিষ্ট বা অনির্দিষ্ট একটা কমিশনের মাধ্যমে প্রমোট করা। মানে অন্য কারো প্রোডাক্ট বা যেকোনো সার্ভিস নিয়ে আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং করছেন এবং সেই প্রোডাক্ট বা সার্ভিস সেল হলে সেইখান থেকে আপনি একটা কমিশন পাবেন।
শুরু করার জন্য আলিএক্সপ্রেস অ্যাফিলিয়েট মার্কেটিং হচ্ছে সবচেয়ে ভালো এবং সহজ। আলিএক্সপ্রেসে কাজ শুরু করার জন্য বা অ্যাকাউন্ট আপ্রোভ করানোর জন্য লাগে না কোন ওয়েবসাইট বা পূর্বের অভিজ্ঞতা।খুব সহজেই এবং কয়েক ক্লিকেই অ্যাকাউন্ট খুলে শুরু করা যায় আলিএক্সপ্রেস জার্নি।আসলে অনলাইনে কোন কাজই সহজ নয়।এখানে টিকে থাকার জন্য লেগে থাকতে হয়, প্রতিদিন নিজেকে আপডেট রাখতে হয়।উপরে বললাম এখানে কাজ করা সহজ এইটা দেখে কেউ মনে কইরেন আলিএক্সপ্রেসে ইনকাম করা সহজ।
চলুন দেখে নেই - আলিএক্সপ্রেসে কেন অ্যাফিলিয়েট মার্কেটিং শুরু করবেন--
  • আলিএক্সপ্রেসে অ্যাকাউন্ট করার জন্য বা কাজ শুরু করার জন্য কোন ওয়েবসাইট লাগে না।শুধুমাত্র একটি ইমেল অ্যাড্রেস থাকলেই এখানে অ্যাকাউন্ট করতে পারবেন।
  • ফেসবুক,ইউটিউব,টুইটার সহ সকল সোশ্যাল সাইটে আলিএক্সপ্রেসের অ্যাফিলিয়েট লিংক প্রোমোট করতে পারবেন।
  • মেইন ব্যালান্সে মাত্র $10 হলেই উইথড্র দিতে পারবেন।
  • নিজে আফিলিয়েট লিংক ক্রিয়েট করে নিজেই যেকোনো প্রোডাক্ট কিনতে পারবেন।এখানে কোন সমস্যা নেই।
  • সাধারণ কমিশন রেট প্রায় ৮%।
  • উইথড্র দেওয়ার ৫ মিনিটের মধ্যেই পেমেন্ট পেয়ে যাবেন।
কিভাবে শুরু করবেন?
আলিএক্সপ্রেসে দুইভাবে কাজ শুরু করা যায়।

০১। ইপিএন(EPN)

০২। আলিএক্সপ্রেস পোর্টাল(Aliexpress Portal)

আলিএক্সপ্রেস পোর্টাল হচ্ছে আলিএক্সপ্রেসের নিজস্ব অ্যাফিলিয়েট প্রোগ্রাম এবং ইপিএন হচ্ছে থার্ড পার্টি।
আপনি উপরের দুইটার যেকোনো একটাই অ্যাকাউন্ট ক্রিয়েট করে কাজ শুরু করতে পারেন। তবে ইপিএনেই কাজ করার জন্য আমি সাজেস্ট করবো। কারন ইপিএনের মাধ্যমে আলিএক্সপ্রেসের যেকোনো প্রোডাক্ট নিয়ে কাজ শুরু করতে পারেন। অপরদিকে আলিএক্সপ্রেস পোর্টাল সবগুলো প্রোডাক্ট নিয়ে অ্যাফিলিয়েট লিংক ক্রিয়েট করতে দিবে না।সেহেতু পোর্টালে আলিএক্সপ্রেসের সবগুলো প্রোডাক্ট নিয়ে কাজ শুরু করতে পারবেন না।আবার পোর্টাল থেকে থেকে উইথড্র দেওয়ার সময় $15 চার্জ কাটে যদিও পোর্টাল ইপিএন থেকে একটু বেশি কমিশন দেই।অপর দিকে ইপিএন থেকে ওয়েবমানিতে উইথড্র দিতে মাত্র 2% চার্জ কাটে এবং উইথড্র দেওয়ার পর মাত্র ৫ মিনিটের মধ্যেই ওয়েবমানিতে ডলার জমা হয়ে যায়।তবে আপনি চাইলে পোর্টালে অ্যাকাউন্ট করেও কাজ শুরু করতে পারেন।এখানে ধরাবাঁধা কোন নিয়ম নেই।
সবমিলিয়ে নিউবি হিসেবে ইপিএনে(EPN) কাজ শুরু করা সবচেয়ে ভালো হবে।
এবং নিচের অংশটুকুতে দেখাবো কিভাবে ইপিএনে অ্যাকাউন্ট তৈরি করে কাজ শুরু করবেন।

প্রথমে এই লিংকে ক্লিক করুন।

তারপর নিচের ছবির মত আসলে "Sign up" এ ক্লিক করুন
" Sign up" এ ক্লিক করার পর Sign up লেখাটির নিচে একটা পপ আপ চলে আসবে এবং সেখানে Webmaster এবং Buyer নামে দুইটি অপশান থাকবে। আপনি জাস্ট Webmaster এর উপর ক্লিক করবেন।নিচের স্ক্রিনসর্টটি দেখুন।
Webmaster অপশানটিতে ক্লিক করার পর নিচের ছবিটির মত একটা পেজ আসবে এবং এখানে অটোমেটিক WEBMASTER'S CABINET অপশানটি সিলেক্ট থাকে।সেহেতু আপনাকে আর নতুন করে সিলেক্ট করতে হবে না।
উপরের এই স্ক্রিনসর্টটি ভালোভাবে দেখুন। এখানে এসে অনেকেই একটু প্রবলেম ফেস করে।
প্রথমেই আমি যেভাবে First Name এবং Last Name দিয়েছি আপনিও সেইমভাবে আপনার First Name এবং Last Name দিয়ে দিবেন।
তারপর একটা ইউনিক Username দিবেন।Usename টা দিবেন একটু ডিফারেন্ট এবং এইটা যেন খুব সহজেই মনে রাখা যায়। আর একটা কথা - আপনি যেই Username টা দিতে চাচ্ছেন সেই Username দিয়ে আগে থেকেই কেউ যদি ইপিএনে আকাউন্ট করে থাকে তবে আপনি সেই ইউজার নেম নিতে পারবেন না।যেমন উপরের স্ক্রিনসর্টে আমি দিয়েছি rimonali2017 এখন এই ইউজার নেম দিয়ে আমি যদি ইপিএনে সাইন আপ করি তবে আপনি আর এই rimonali2017 ইউজারনেমটি ব্যবহার করতে পারবেন না।মিনিমাম আপনাকে একটা ক্যারেক্টার চেঞ্জ করতে হবে।আপনি দিতে পারেন rimon2017 বা rimonali17। 
আবার আপনি যেই ইউজারনেমটি দিতে চাচ্ছেন সেই ইউজারনেমটি  যদি আগে থেকেই কেউ নিয়ে থাকে তবে বক্সে সেই ইউজারনেমটি লেখার পর বক্সের বাইরে ক্লিক করলে নিচের দিকে শো করবে "Login Not Available"(উপরের স্ক্রিনসর্টটি দেখুন)।এইটার মানে - এই ইউজারনেমটি দিয়ে আগে থেকেই অন্য কেউ ইপিএনে সাইন আপ করে রেখেছে। এখানে আমার নিজের একটা ইপিএন অ্যাকাউন্টের ইউজারনেম দিয়েছি সেই জন্যই এখানে শো করছে Login Not Available।(এখানে আমার ইউজারনেমটি হাইড করে রেখেছি)।
আশা করি ইউজারনেমের বিষয়টা পুরোপুরি বুঝতে পেরেছেন।
তারপরে E-mail এর ঘরে আপনার ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিবেন।
পাসওয়ার্ড অপশানে মিনিমাম ৮ টি সিম্বল দিতে হবে, মিনিমাম একটি ক্যাপিটাল এবং একটি স্মল লেটার দিতে হবে।এবং মিনিমাম একটি নাম্বার দিতে হবে।
পাসওয়ার্ডটা হতে পারে এইরকম - BANGLAdesh1234. এখানে BANGLA ক্যাপিটাল লেটারে দিয়েছি এবং desh স্মল লেটারে দিয়েছি।সাথে 1234 নাম্বার দিয়েছি।
"Confirm you password" ঘরটিতে পুনরায় পাসওয়ার্ডটি দিতে দিবেন।
Contacts এর প্রথম ঘরটিতে আপনার skype আইডিটি দিয়ে দিবেন এবং দ্বিতীয় ঘরটিতে আপনার মোবাইল নাম্বারটি দিয়ে দিবেন।
উপরের স্ক্রিনসর্টে দেখুন - এখানে দুইটা Agree বাটনে আগে থেকে টিক মার্ক দেওয়া থাকে সেহেতু নতুন করে টিক মার্ক দেওয়ার দরকার নাই।
এবং এখানে এসে আপনার সবগুলো ফাকা ঘর পূরণ হয়ে গেছে।এবং পুরো পেজটাতে একটু চোখ বুলিয়ে নিন কোথাও ভুল আছে কি না।
সবকিছু ঠিকঠাক থাকলে সবশেষে "SIGN UP" বাটনে ক্লিক করুন।
"SIGN UP" এ ক্লিক করার পর ব্রাউজারে নতুন ট্যাব খুলে আপনার মেইল অ্যাড্রেসে প্রবেশ করুন। এবং ইনবক্স চেক করুন।স্ক্রিনসর্টটি দেখুন -
ইনবক্স এ মেইল না পেলে স্পাম অপশানটিতে ক্লিক করুন।নিচের স্ক্রিনসর্টটি দেখুন।
ইনবক্স এবং স্পাম ফোল্ডার চেক করার পরও যদি মেইল না পান তবে কিছুক্ষন অপেক্ষা করুন এবং আবার ইনবক্স এবং স্পাম ফোল্ডার চেক করুন।
এবং মেইলটি পেয়ে গেলে ওইটার উপর ক্লিক করুন।
এবং নিচের স্ক্রিনসর্টের মত আসলে "Activate" এর উপর ক্লিক করুন।
ব্যস ইপিএনে আপনার অ্যাকাউন্ট তৈরি হয়েছে।
এবং ইপিএনে লগিন করার জন্য এই লিংকে ক্লিক করুন।
তারপর নিচের স্ক্রিনসর্টের মত পেজ আসলে "Sign in" এ ক্লিক করুন।
"Sign in" এ ক্লিক করার পর ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে "Sign in" এ ক্লিক করুন।নিচের স্ক্রিনসর্ট দেখুন -
"Sign in" এ ক্লিক করার পর সরাসরি ড্যাশবোর্ডে রিডাইরেক্ট হবে।যদি ড্যাশবোর্ডে রিডাইরেক্ট না হয় তবে নিচের স্ক্রিনসর্টের মত পেজ আসবে এবং ড্যাশবোর্ডে যাওয়ার জন্য "Login to personal account" এই অপশানটিতে ক্লিক করতে হবে।
"Login to personal account" এ ক্লিক করার পর নিচের স্ক্রিনসর্টের মত  ইন্টারফেস আসবে।
STATISTICS এর উপর ক্লিক করার পর General, Transactions এবং Referrals এই তিনটা অপশান পাবেন।এখানে General এর উপর ক্লিক করলে মেইন ড্যাশবোর্ডে চলে যাবে।
মেইন ড্যাশবোর্ডের ইন্টারফেসটা হবে নিচের স্ক্রিনসর্টের মত -
সো, আকাউন্ট তৈরি শেষ এবং ড্যাশবোর্ড পর্যন্ত দেখানো শেষ।এখন নিজে নিজে একটু ঘাটাঘাটি করেন।দেখবেন ড্যাশবোর্ডের সাথে পরিচয় হয়ে গেছে।
আসলেই টিউনটা লং হয়ে গেলো।হয়তবা আপনি বোর হয়ে গেছেন সেই জন্য দুঃখিত।
পরের টিউনে দেখাবো কিভাবে আলিএক্সপ্রেসের প্রোডাক্ট নিয়ে অ্যাফিলিয়েট লিংক বা ডিপ লিংক ক্রিয়েট করবেন।কিভাবে Add-ons ইউজ করে এক ক্লিকেই ডিপ লিংক বা অ্যাফিলিয়েট লিংকের সর্ট লিংক ক্রিয়েট করবেন।এবং সেই লিংক নিয়ে কিভাবে প্রমোশান শুরু করবেন।
আমার ইচ্ছা আছে এই চেইন টিউনের মাধ্যমে কয়েকটা মার্কেটিং মেথড দেখাবো।কোন কিছুই লুকানো থাকবে না। (যদিও আমি কোন এক্সপার্ট মার্কেটের না তবুও চেষ্টা করবো যতটুকু সম্ভব নিংড়ে দেওয়ার)।
আশা করি আপনাদের সবাইকে পাশে পাবো।
আর হ্যাঁ টেকটিউনসে এইটাই আমার প্রথম টিউন (যদিও টিউনটা লং)। প্রথম টিউন হিসেবে কিরকম হয়েছে টিউমেন্ট করে জানাবেন প্লিজ।

cpa মার্কেটিং কি ? কিভাবে শুরু করবেন এবং সফল হবেন !!

এফিলিয়েট মার্কেটিং-এর একটি গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে সিপিএ মার্কেটিং। CPA এর ফুল মিনিং দাড়ায় Cost Per Action, এটা নতুন একটি এডভাটাইজিং পেমেন্ট মডেল যাতে পেমেন্ট কিছু কাজের উপর নির্ভর করে দেয়া হয়। সেটা হতে পারে রেজিষ্টেশন, ইমেল সাবমিট, পিন সাবমিট অথবা ডাইনলোড। CPA মার্কেটিং জন্য এডয়ার্ক মিডিয়া ও পীরফ্লাই ১ম সারির CPA নেটোয়ার্ক।

CPA মার্কেটিং বর্তমানে প্রচলিত এডভাটাইজিং পেমেন্ট মডেলগুলোর ধারনাই পালটে দিয়েছে। এমাজনের এফলিয়েট মার্কেটিং এর কথাই ধরুন।
এমাজন আপনাকে শুধুমাত্র তখনি টাকা দিবে যখন আপনার মাধম্যে তাদের কোন প্রোডাক্ট সেল হবে। এটা আসলেই অনেকটা কষ্টসাধ্য ব্যপার। নতুন ইন্টারনেট মার্কেটার দের জন্যতো অনেকটা অসম্ভব। সেখানে CPA মার্কেটিং এ আপনাকে পে করা হবে কোন প্রোডাক্ট সেল করার বিনিময়ে নয়, নিদিষ্ট একটি কাজের বিনিময়ে। যেমনঃ- ফর্ম সাবমিট
কেউ যদি আপনার মাধম্যে নিচের ছবির ন্যার একটি ফর্ম পুরন করে তাহলেই আপনাকে পে করা হবে।
যেহেতু ফর্ম পুরন কারীকে সাইটে কোন টাকা পে করতে হচ্ছেনা, সেহেতু ফর্মপুরনকারীর সংখা বেড়ে যায়। তাই বর্তমানে প্রচলিত এডভাটাইজিং পেমেন্ট মডেলগুলোর চেয়ে CPA মার্কেটিং এর মাধ্যেমে সহজে কয়েকগুন বেশি আয় করা সম্ভব।
এখানে একটি প্রশ্ন থাকতে পারে প্রতিটা লিড বা ফর্ম পুরনের জন্য আপনি কত পাবেন ?
CPA মার্কেটিং মাধ্যমে এর গড়ে প্রতিটা লিড থেকে $1-$4 আয় হয়।

কোথায় পাবেন সিপিএ অফার গুলোঃ

বিশ্বে অনেক সিপিএ নেটওয়ার্ক আছে। তবে সব সিপিএ নেটওয়ার্ক বিশ্বস্ত নয়। অনেক সিপিএ নেটওয়ার্ক আছে যাদের ভালো কোন অফার নেই। এখানে ভালো অফার বলতে যে অফার গুলো সত্যিকার অর্থে কারো উপকারে আসবে না। যেমন কোন সিপিএ নেটওয়ার্ক একটি অফার আছে স্টুডেন্ট লোনের ব্যাপারে। কিন্তু তারা আদৌ কাউকে লোন দেয় না। আবার এমন কিছু অফার তারা পাবলিশ করে যা বেশিদিন থাকে না। সুতরাং সিপিএ নেটওয়ার্ক নির্বাচনের ক্ষেত্রে একটু হিসেব করে নির্বাচন করা দরকার। বর্তমানে সেরা সিপিএ নেটওয়ার্ক গুলোর মধ্যে ৩ টি নিচে উল্লেখ করা হল। এই নেটওয়ার্ক গুলোতে আপনি ইনস্টান্ট এপ্রোভাল পাবেন। এরকম কয়েকটি নেটওয়ার্ক হলঃ সাইনআপ পদ্ধতিসহ

instant_approval
১. Adworkmedia :   SIGN UP 

২. CPA Grip     : SIGN UP

 ৩. CPALead SIGN UP



সিপিএ নেটওয়ার্ক এ রেজিস্ট্রেশন পদ্ধতিঃ

প্রায় সব সিপিএ নেটওয়ার্ক সাইটে সাইনআপের সময় আপনার প্রোমশন মেথড অথবা প্ল্যান সম্পর্কে জানতে চায়। সেক্ষেত্রে নিচের এই লেখাটুকু কপি-পেস্ট করে দিন।
I am planning to advertise my links and earning money by creating websites, youtube videos and also advertising with ppc and ppv(bing ads,facebook ads and leadimpact). I plan on making a website for each niche I have and also plan on doing some SEO to get it high on Googles ranking system. I have been motivated by various people to start earning money on the web and I will dedicate a few hours of my day to achieve this. I hope to be earning with your website soon.
যদি বলে- Incentive Traffic: Yes/No. আপনি No দিবেন। ইনসেনটিভ ট্রাফিক মানে আপনি ঘুষ দিয়ে ট্রাফিক আনবেন কি না সেটা।  Website URLs: youtube.com

যেভাবে আপনি অফার গুলো প্রোমট করবেনঃ

আপনি যখন কোন সিপিএ নেটওয়ার্ক সাইটে এপ্রোভাল পাবেন তখন সেই সাইটে লগিন করলে আপনার ড্যাশবোর্ড পাবেন। ড্যাশবোর্ডে গিয়ে আপনার পছন্দমত অফার বাছাই করবেন। সেই অফারে আপনার লিংকটি পাবেন। সেই লিংকটিই আপনি প্রোমট করবেন। ধরুন, আপনার পছন্দ গেম নিয়ে কাজ করা। তাহলে আপনি গেমিং অফার বাছাই করবেন। এরপর গেম রিলেটেড জায়গায় আপনার লিংকটি প্রোমট করবেন।
promoteবর্তমান সময়ে বড় বড় মার্কেটাররা সিপিএ নিয়ে উঠেপরে লেগেছেন। তারা পেইড ক্যাম্পেইন করে অফারগুলো প্রোমট করছেন। আবার অনেক সফল মার্কেটার আছেন যারা এখনো ফ্রি ট্রাফিক বা ভিজিটর এর কাজ করে যাচ্ছেন। সুতরাং আপনিও শুরু করতে পারেন ফ্রি ট্রাফিক দিয়ে এবং নতুনদের জন্য ফ্রি ট্রাফিকই রিকমেন্ড করা হয়। ফ্রি ট্রাফিক সোর্সের মধ্যে রয়েছে- ইউটিউব ভিডিও মার্কেটিং, ব্লগ টিউমেন্টটিং, ফোরাম টিউনিং, আর্টিকেল মার্কেটিং এবং সোস্যাল মিডিয়া মার্কেটিং যেমন- ফেসবুক, টুইটার পিন্টারেস্ট ইত্যাদি। তবে অবশ্যই স্প্যাম করে নয়। দীর্ঘ মেয়াদি পরিকল্পনা করে অগ্রসর হতে হবে। তবে বর্তমান সময়ে ইউটিউব ভিডিও মার্কেটিং খুবই জনপ্রিয়। সংক্ষেপে ইউটিউব ভিডিও মার্কেটিং-  আপনার অফার রিলেটেড ভিডিও বানান, ইউটিউবে চ্যানেল তৈরি করুন, সেখানে ভিডিওটি আপলোড করুন, ভালো একটি টা্ইটেল দিন, ডিস্ক্রিপশন লিখুন এবং সেখানে আপনার অফারের লিংক দিন। এরপর আপনার ভিডিওটি বিভিন্ন জায়গায় শেয়ার করুন। তবে ইউটিউব এর ডিফল্ট শেয়ার গুলোই যথেষ্ট বলে আমি মনে করি। ইউটিউব ভিডিও মার্কেটিং এ আরেকটা বোনাস হলো গুগল এডসেন্স থেকে আয়। সুতরাং একসঙ্গে আপনি দুইটা উপার্জন করতে পারছেন। ইউটিউব এবং অন্যান্য ফ্রি ট্রাফিক নিয়ে একটু পড়াশোনা করুন।

আবার ফ্রি মাস্টারকার্ড , যার কোন মাসিক / বার্ষিক চার্জ নেই । না দেখলেই মিস…

আমার আগের টিউনে অনেকেই Payoneer এর চার্জ নিয়ে অনেক মন্তব্য করেছেন । যাদের Payoneer এর চার্জ ভালো লাগেনি তাদের জন্য এবার আরেকটি ফ্রি ইন্টারন্যাশনাল মাস্টারকার্ড এর ওয়েবসাইট খুজে বের করেছি যার অনেককিছুই ফ্রি ।
এর কোন মাসিক বা বার্ষিক চার্জ নেই ।
এক আকাউন্ট থেকে আরেক আকাউন্ট এ ডলার ট্রান্সফার করতে ১ পয়সাও লাগে না ।
POS অর্থাৎ কেনাকাটা করে এই কার্ড দিয়ে পেমেন্ট করলে আলাদা কোন ফি চার্জ করবে না ।
অনলাইন শপিং এর জন্য আলাদা কোন ফি নেই ।
শুধু মাত্র এটিএম দিয়ে টাকা তোলার সময় একটা চার্জ আছে । আর ডলার লোড করার চার্জ আছে ২% এর মত যা আশেপাশের সবার চাইতে অনেক কম। ডলার ডিপোসিট করার অনেক উপায় আছে এই ওয়েবসাইট এ। তবে আমার মনে হয় সবচেয়ে সহজ উপায় হল ফেসবুক এর অনলাইন ডলার মার্কেট গ্রুপ থেকে ডলার কেনা  । যার মাধ্যমে ডলার বিক্রেতা তার আকাউন্ট থেকে আপনার আকাউন্ট এ ডলার পাঠিয়ে দিবে । এখানে অনেকেই Neteller এর ডলার বিক্রি করে । যা আপনি ব্যাংক রেট এ কিনতে পারবেন এবং সাথে সাথেই আপনার আকাউন্ত এ যোগ হবে । তবে সবসময় সামনাসামনি ডলার কিনবেন । আগে কাউকে টাকা পাঠাবেন না ভুল করেও ।
ওয়েবসাইটটির লিঙ্ক ঃ http://www.neteller.com/
বিভিন্ন ফি এর তালিকা ঃ http://www.neteller.com/fees/
এই ওয়েবসাইট এ রেজিস্ট্রেশান করার পর আপনার National ID card / Passport / Driving License এর স্ক্যান করা কপি পাঠাতে হবে । তাহলেই ওরা আপনাকে ফ্রি মাস্টারকার্ড পাঠিয়ে দিবে । আমি আমার কার্ডটি ৭ দিনের মধ্যেই পেয়ে গেছি । তবে আপনাদের হয়ত ৩০ দিনের মধ্যেই এসে যাবে ।
এই কার্ড দিয়ে আপনি অনলাইনে শপিং করতে পারবেন । বিভিন্ন ওয়েবসাইট থেকে কেনাকাটা করতে পারবেন ।  ডোমেইন , হোস্টিং কিনতে পারবেন । গুগল প্লে স্টোর থেকে গেম ও কিনতে পারবেন ।  🙂 আইনল নোভো ও কিনতে পারবেন । এটিএম দিয়ে টাকাও তুলতে পারবেন । বাংলাদেশের মানুষের অনলাইনে শপিং করার অনেক শখ , কিন্তু সুযোগ খুব সীমিত । এই সার্ভিস এর চার্জ তুলনামূলক ভাবে সবচাইতে কম । Payoneer এর চাইতে এই কার্ড অনেক কম চার্জ করে ।
আমার জানার মধ্যে ভুল থাকতেই পারে । নেটটেলার এর ভালো মন্দ সব আপনারা ওদের ওয়েবসাইট দেখে এবং সকল শর্ত পড়ে নিবেন ।
যারা ভদ্র ভাষায় এবং গঠনমূলক মন্তব্য করতে পারেন না তাদের মন্তব্য না করাই ভালো ।