বিসমিল্লাহির রাহ-মানীর রাহিম। টিটিতে এইটাই আমার প্রথম টিউন।গত কয়েক বছর থেকে এখানে এসে শুধু টিউন পড়েই গেছি।কখনও দু-লাইন লেখা হয় নাই।আর এখানে টেক রিলেটেড হাজার হাজার কনটেন্ট রয়েছে যা যেকোনো টেকপ্রেমিদের জন্য যথেষ্ট।টেকপ্রেমি হিসেবে যখনই কিছু সময় পাই এখানে আসে টু মেরে যাই।
প্রথমেই আমাদের Aliexpress Affiliate Helpline BD গ্রুপে জয়েন করে নিন।এবং আলিএক্সপ্রেসে অ্যাফিলিয়েট শুরু করার জন্য কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সেইজন্য এই ভিডিওটি দেখে নিন।
আসল কথায় আসি-
যারা অনলাইন মার্কেটিং বা ফ্রিলান্সিং এর সাথে জড়িত তারা কিছুটা হলেও জানেন অ্যাফিলিয়েট মার্কেটিং কি? সোজা কথায় বলতে গেলে অ্যাফিলিয়েট মার্কেটিং হচ্ছে - অন্য কারো প্রোডাক্ট বা যেকোনো সার্ভিস নির্দিষ্ট বা অনির্দিষ্ট একটা কমিশনের মাধ্যমে প্রমোট করা। মানে অন্য কারো প্রোডাক্ট বা যেকোনো সার্ভিস নিয়ে আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং করছেন এবং সেই প্রোডাক্ট বা সার্ভিস সেল হলে সেইখান থেকে আপনি একটা কমিশন পাবেন।
শুরু করার জন্য আলিএক্সপ্রেস অ্যাফিলিয়েট মার্কেটিং হচ্ছে সবচেয়ে ভালো এবং সহজ। আলিএক্সপ্রেসে কাজ শুরু করার জন্য বা অ্যাকাউন্ট আপ্রোভ করানোর জন্য লাগে না কোন ওয়েবসাইট বা পূর্বের অভিজ্ঞতা।খুব সহজেই এবং কয়েক ক্লিকেই অ্যাকাউন্ট খুলে শুরু করা যায় আলিএক্সপ্রেস জার্নি।আসলে অনলাইনে কোন কাজই সহজ নয়।এখানে টিকে থাকার জন্য লেগে থাকতে হয়, প্রতিদিন নিজেকে আপডেট রাখতে হয়।উপরে বললাম এখানে কাজ করা সহজ এইটা দেখে কেউ মনে কইরেন আলিএক্সপ্রেসে ইনকাম করা সহজ।
চলুন দেখে নেই - আলিএক্সপ্রেসে কেন অ্যাফিলিয়েট মার্কেটিং শুরু করবেন--
- আলিএক্সপ্রেসে অ্যাকাউন্ট করার জন্য বা কাজ শুরু করার জন্য কোন ওয়েবসাইট লাগে না।শুধুমাত্র একটি ইমেল অ্যাড্রেস থাকলেই এখানে অ্যাকাউন্ট করতে পারবেন।
- ফেসবুক,ইউটিউব,টুইটার সহ সকল সোশ্যাল সাইটে আলিএক্সপ্রেসের অ্যাফিলিয়েট লিংক প্রোমোট করতে পারবেন।
- মেইন ব্যালান্সে মাত্র $10 হলেই উইথড্র দিতে পারবেন।
- নিজে আফিলিয়েট লিংক ক্রিয়েট করে নিজেই যেকোনো প্রোডাক্ট কিনতে পারবেন।এখানে কোন সমস্যা নেই।
- সাধারণ কমিশন রেট প্রায় ৮%।
- উইথড্র দেওয়ার ৫ মিনিটের মধ্যেই পেমেন্ট পেয়ে যাবেন।
কিভাবে শুরু করবেন?
আলিএক্সপ্রেসে দুইভাবে কাজ শুরু করা যায়।
০১। ইপিএন(EPN)
০২। আলিএক্সপ্রেস পোর্টাল(Aliexpress Portal)
আলিএক্সপ্রেস পোর্টাল হচ্ছে আলিএক্সপ্রেসের নিজস্ব অ্যাফিলিয়েট প্রোগ্রাম এবং ইপিএন হচ্ছে থার্ড পার্টি।
আপনি উপরের দুইটার যেকোনো একটাই অ্যাকাউন্ট ক্রিয়েট করে কাজ শুরু করতে পারেন। তবে ইপিএনেই কাজ করার জন্য আমি সাজেস্ট করবো। কারন ইপিএনের মাধ্যমে আলিএক্সপ্রেসের যেকোনো প্রোডাক্ট নিয়ে কাজ শুরু করতে পারেন। অপরদিকে আলিএক্সপ্রেস পোর্টাল সবগুলো প্রোডাক্ট নিয়ে অ্যাফিলিয়েট লিংক ক্রিয়েট করতে দিবে না।সেহেতু পোর্টালে আলিএক্সপ্রেসের সবগুলো প্রোডাক্ট নিয়ে কাজ শুরু করতে পারবেন না।আবার পোর্টাল থেকে থেকে উইথড্র দেওয়ার সময় $15 চার্জ কাটে যদিও পোর্টাল ইপিএন থেকে একটু বেশি কমিশন দেই।অপর দিকে ইপিএন থেকে ওয়েবমানিতে উইথড্র দিতে মাত্র 2% চার্জ কাটে এবং উইথড্র দেওয়ার পর মাত্র ৫ মিনিটের মধ্যেই ওয়েবমানিতে ডলার জমা হয়ে যায়।তবে আপনি চাইলে পোর্টালে অ্যাকাউন্ট করেও কাজ শুরু করতে পারেন।এখানে ধরাবাঁধা কোন নিয়ম নেই।
সবমিলিয়ে নিউবি হিসেবে ইপিএনে(EPN) কাজ শুরু করা সবচেয়ে ভালো হবে।
এবং নিচের অংশটুকুতে দেখাবো কিভাবে ইপিএনে অ্যাকাউন্ট তৈরি করে কাজ শুরু করবেন।
প্রথমে এই লিংকে ক্লিক করুন।
তারপর নিচের ছবির মত আসলে "Sign up" এ ক্লিক করুন
" Sign up" এ ক্লিক করার পর Sign up লেখাটির নিচে একটা পপ আপ চলে আসবে এবং সেখানে Webmaster এবং Buyer নামে দুইটি অপশান থাকবে। আপনি জাস্ট Webmaster এর উপর ক্লিক করবেন।নিচের স্ক্রিনসর্টটি দেখুন।
Webmaster অপশানটিতে ক্লিক করার পর নিচের ছবিটির মত একটা পেজ আসবে এবং এখানে অটোমেটিক WEBMASTER'S CABINET অপশানটি সিলেক্ট থাকে।সেহেতু আপনাকে আর নতুন করে সিলেক্ট করতে হবে না।
উপরের এই স্ক্রিনসর্টটি ভালোভাবে দেখুন। এখানে এসে অনেকেই একটু প্রবলেম ফেস করে।
প্রথমেই আমি যেভাবে First Name এবং Last Name দিয়েছি আপনিও সেইমভাবে আপনার First Name এবং Last Name দিয়ে দিবেন।
তারপর একটা ইউনিক Username দিবেন।Usename টা দিবেন একটু ডিফারেন্ট এবং এইটা যেন খুব সহজেই মনে রাখা যায়। আর একটা কথা - আপনি যেই Username টা দিতে চাচ্ছেন সেই Username দিয়ে আগে থেকেই কেউ যদি ইপিএনে আকাউন্ট করে থাকে তবে আপনি সেই ইউজার নেম নিতে পারবেন না।যেমন উপরের স্ক্রিনসর্টে আমি দিয়েছি rimonali2017 এখন এই ইউজার নেম দিয়ে আমি যদি ইপিএনে সাইন আপ করি তবে আপনি আর এই rimonali2017 ইউজারনেমটি ব্যবহার করতে পারবেন না।মিনিমাম আপনাকে একটা ক্যারেক্টার চেঞ্জ করতে হবে।আপনি দিতে পারেন rimon2017 বা rimonali17।
আবার আপনি যেই ইউজারনেমটি দিতে চাচ্ছেন সেই ইউজারনেমটি যদি আগে থেকেই কেউ নিয়ে থাকে তবে বক্সে সেই ইউজারনেমটি লেখার পর বক্সের বাইরে ক্লিক করলে নিচের দিকে শো করবে "Login Not Available"(উপরের স্ক্রিনসর্টটি দেখুন)।এইটার মানে - এই ইউজারনেমটি দিয়ে আগে থেকেই অন্য কেউ ইপিএনে সাইন আপ করে রেখেছে। এখানে আমার নিজের একটা ইপিএন অ্যাকাউন্টের ইউজারনেম দিয়েছি সেই জন্যই এখানে শো করছে Login Not Available।(এখানে আমার ইউজারনেমটি হাইড করে রেখেছি)।
আশা করি ইউজারনেমের বিষয়টা পুরোপুরি বুঝতে পেরেছেন।
তারপরে E-mail এর ঘরে আপনার ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিবেন।
পাসওয়ার্ড অপশানে মিনিমাম ৮ টি সিম্বল দিতে হবে, মিনিমাম একটি ক্যাপিটাল এবং একটি স্মল লেটার দিতে হবে।এবং মিনিমাম একটি নাম্বার দিতে হবে।
পাসওয়ার্ডটা হতে পারে এইরকম - BANGLAdesh1234. এখানে BANGLA ক্যাপিটাল লেটারে দিয়েছি এবং desh স্মল লেটারে দিয়েছি।সাথে 1234 নাম্বার দিয়েছি।
"Confirm you password" ঘরটিতে পুনরায় পাসওয়ার্ডটি দিতে দিবেন।
Contacts এর প্রথম ঘরটিতে আপনার skype আইডিটি দিয়ে দিবেন এবং দ্বিতীয় ঘরটিতে আপনার মোবাইল নাম্বারটি দিয়ে দিবেন।
উপরের স্ক্রিনসর্টে দেখুন - এখানে দুইটা Agree বাটনে আগে থেকে টিক মার্ক দেওয়া থাকে সেহেতু নতুন করে টিক মার্ক দেওয়ার দরকার নাই।
এবং এখানে এসে আপনার সবগুলো ফাকা ঘর পূরণ হয়ে গেছে।এবং পুরো পেজটাতে একটু চোখ বুলিয়ে নিন কোথাও ভুল আছে কি না।
সবকিছু ঠিকঠাক থাকলে সবশেষে "SIGN UP" বাটনে ক্লিক করুন।
"SIGN UP" এ ক্লিক করার পর ব্রাউজারে নতুন ট্যাব খুলে আপনার মেইল অ্যাড্রেসে প্রবেশ করুন। এবং ইনবক্স চেক করুন।স্ক্রিনসর্টটি দেখুন -
ইনবক্স এ মেইল না পেলে স্পাম অপশানটিতে ক্লিক করুন।নিচের স্ক্রিনসর্টটি দেখুন।
ইনবক্স এবং স্পাম ফোল্ডার চেক করার পরও যদি মেইল না পান তবে কিছুক্ষন অপেক্ষা করুন এবং আবার ইনবক্স এবং স্পাম ফোল্ডার চেক করুন।
এবং মেইলটি পেয়ে গেলে ওইটার উপর ক্লিক করুন।
এবং নিচের স্ক্রিনসর্টের মত আসলে "Activate" এর উপর ক্লিক করুন।
ব্যস ইপিএনে আপনার অ্যাকাউন্ট তৈরি হয়েছে।
এবং ইপিএনে লগিন করার জন্য এই লিংকে ক্লিক করুন।
তারপর নিচের স্ক্রিনসর্টের মত পেজ আসলে "Sign in" এ ক্লিক করুন।
"Sign in" এ ক্লিক করার পর ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে "Sign in" এ ক্লিক করুন।নিচের স্ক্রিনসর্ট দেখুন -
"Sign in" এ ক্লিক করার পর সরাসরি ড্যাশবোর্ডে রিডাইরেক্ট হবে।যদি ড্যাশবোর্ডে রিডাইরেক্ট না হয় তবে নিচের স্ক্রিনসর্টের মত পেজ আসবে এবং ড্যাশবোর্ডে যাওয়ার জন্য "Login to personal account" এই অপশানটিতে ক্লিক করতে হবে।
"Login to personal account" এ ক্লিক করার পর নিচের স্ক্রিনসর্টের মত ইন্টারফেস আসবে।
STATISTICS এর উপর ক্লিক করার পর General, Transactions এবং Referrals এই তিনটা অপশান পাবেন।এখানে General এর উপর ক্লিক করলে মেইন ড্যাশবোর্ডে চলে যাবে।
মেইন ড্যাশবোর্ডের ইন্টারফেসটা হবে নিচের স্ক্রিনসর্টের মত -
সো, আকাউন্ট তৈরি শেষ এবং ড্যাশবোর্ড পর্যন্ত দেখানো শেষ।এখন নিজে নিজে একটু ঘাটাঘাটি করেন।দেখবেন ড্যাশবোর্ডের সাথে পরিচয় হয়ে গেছে।
আসলেই টিউনটা লং হয়ে গেলো।হয়তবা আপনি বোর হয়ে গেছেন সেই জন্য দুঃখিত।
পরের টিউনে দেখাবো কিভাবে আলিএক্সপ্রেসের প্রোডাক্ট নিয়ে অ্যাফিলিয়েট লিংক বা ডিপ লিংক ক্রিয়েট করবেন।কিভাবে Add-ons ইউজ করে এক ক্লিকেই ডিপ লিংক বা অ্যাফিলিয়েট লিংকের সর্ট লিংক ক্রিয়েট করবেন।এবং সেই লিংক নিয়ে কিভাবে প্রমোশান শুরু করবেন।
আমার ইচ্ছা আছে এই চেইন টিউনের মাধ্যমে কয়েকটা মার্কেটিং মেথড দেখাবো।কোন কিছুই লুকানো থাকবে না। (যদিও আমি কোন এক্সপার্ট মার্কেটের না তবুও চেষ্টা করবো যতটুকু সম্ভব নিংড়ে দেওয়ার)।
আশা করি আপনাদের সবাইকে পাশে পাবো।
আর হ্যাঁ টেকটিউনসে এইটাই আমার প্রথম টিউন (যদিও টিউনটা লং)। প্রথম টিউন হিসেবে কিরকম হয়েছে টিউমেন্ট করে জানাবেন প্লিজ।
No comments:
Post a Comment