Sunday, November 26, 2017

কিভাবে Alexa-তে Blog Submit এবং Verify করতে হয়?

একটি ব্লগের/ওয়েবসাইটের র‌্যাংক বা অবস্থান নির্ণয়ের জন্য বর্তমান সময়ের সবচাইতে বেশী ব্যবহৃত এবং গুরুত্বপূর্ণ র‌্যাংকিং ব্যবস্থা হচ্ছে Alexa. বিগত দুই বৎসরের অধিক সময় থেকে গুগল পেজ র‌্যাংক আপডেট না হওয়ার কারনে ওয়েবমাষ্টাররা Alexa-কে বেশী প্রাধান্য দিয়ে থাকেন। গত পোষ্টে আমরা Alexa র‌্যাংকিং এর গুরুত্ব ও প্রয়োজনীয়তা বিষয়ে লিখার পাশাপাশি দেখিয়েছিলাম কিভাবে Alexa Traffic Rank বৃদ্ধি করতে হয়? সেই জন্য পুনরায় Alexa এর গুরুত্ব নিয়ে লিখতে চাচ্ছি না। তবে এ পোষ্টটি পড়ার পূর্বে অবশ্যই উপরের লিংক থেকে গত পোষ্টটি পড়ে নিবেন।
কিভাবে Alexa-তে Blog Submit এবং Verify করতে হয়?
Alexa Traffic Rank বৃদ্ধি করার জন্য সর্বপ্রথম আপনার ব্লগটিকে Alexa সাইটে সাবমিট করে Verify করে নিতে হবে। তাহলে আপনার ব্লগের সাথে Alexa এর একটি কানেশন তৈরি হবে। ফলে সহজে Alexa আপনার ব্লগের বিভিন্ন বিষয়ে তথ্য সংগ্রহ করতে পারবে।

-

 কিভাবে Alexa-তে Blog Submit এবং Verify করবেন?

  • প্রথমে Alexa.Com এ একটি ফ্রি Account তৈরি করে নিতে হবে।
  • একাউন্ট তৈরি করার জন্য নিচের চিত্রের ফরমটি Fill Up করুন।
কিভাবে Alexa-তে Blog Submit এবং Verify করতে হয়?
  • উপরের সকল তথ্য পুরন করার পর সবুজ কালারের Create an Account বাটনে ক্লিক করুন।
  • Create an Account বাটনে ক্লিক করার পর আপনার কাঙ্খিত ই-মেইল এড্রেসে একটি লিংক চলে যাবে। উক্ত লিংকটিতে ক্লিক করার পর নিচের চিত্রেরমত আপনার একাউন্টের জন্য Password Setup করার অপশন দেখতে পাবেন।
কিভাবে Alexa-তে Blog Submit এবং Verify করতে হয়?
  • উপরের চিত্রের ন্যায় পাসওয়ার্ড সেটআপ করার পর নীল কালারের Submit Password বাটনে ক্লিক করলেই আপনার একটি ফ্রি Alexa Account তৈরি হয়ে যাবে।
  • তারপর Alexa Website এর নিচের দিক হতে Claim অপশনে ক্লিক করুন অথবা সরাসরি Alexa Claimলিংকটিতে ক্লিক করুন।
  • Alexa Claim লিংকটিতে ক্লিক করার পর নিচের চিত্রটি দেখতে পাবেন।
কিভাবে Alexa-তে Blog Submit এবং Verify করতে হয়?
  • উপরের চিত্রটিতে আপনার কাঙ্খিত ব্লগের Url টি দিয়ে নীল কালারের Continue বাটনে ক্লিক করলে নিচের চিত্রটি দেখতে পাবেন।
কিভাবে Alexa-তে Blog Submit এবং Verify করতে হয়?
  • উপরের চিত্র হতে গোলাকার Method2 অপশনে ক্লিক করলে নিচের চিত্রটি দেখতে পাবেন।
কিভাবে Alexa-তে Blog Submit এবং Verify করতে হয়?
  • উপরের চিত্রে তীর চিহ্নিত Meta Tag (সম্পূর্ণ লাইন) টি কপি করুন।
  • তারপর Blogger Account এ লগইন করে আপনার কাঙ্খিত ব্লগটির Template > Edit HTML এ ক্লিক করুন।
  • এখন কীবোর্ড হতে Ctrl+F চেপে <head> অংশটি সার্চ করুন।
  • এরপর কপি করা Meta Tag টি টেমপ্লেট এর <head> ট্যাগের নিচে পেষ্ট করে Template Save করুন।
  • Template Save করার পর উপরের চিত্রের নীল কালারের Verify my ID বাটনে ক্লিক করলেই আপনার ব্লগটি Alexa-তে Submit হয়ে যাবে এবং নিচের চিত্রের ন্যায় একটি Success ম্যাসেজ দেখতে পাবেন।
কিভাবে Alexa-তে Blog Submit এবং Verify করতে হয়?
  • উপরের চিত্রে দেখুন ব্লগ যুক্ত হওয়ার Success ম্যাসেজটি শো করছে। উপরের চিত্রের Success ম্যাসেজটি দেখতে পেলে বুঝতে পারবেন আপনার ব্লগটি সফলভাবে যুক্ত হয়েছে। অন্যথায় বুঝবেন আপনি কোথাও ভূল করেছেন।
সাহায্য জিজ্ঞাসাঃ একটি ব্লগ Alexa-তে Submit এবং Verify করার সকল ধাপ ক্রমান্বয়ে সবচাইতে সহজভাবে বর্ণনা করে দেখিয়েছে। এখানে আমরা কোন অংশই বাদ রাখিনি। আপনি যদি সবগুলি ধাপ আমাদের বর্ণনামতে অনুসরণ করেন, তাহলে আপনার ব্লগ Alexa-তে সাবমিট করতে কোন সমস্যা হবে না। তারপরও যদি কারো কোন অংশ বুঝতে সমস্যা হয়, তাহলে আমাদের-কে কমেন্ট করে জানাতে পারেন।




Many websites are available on the internet which provides very stylish blogger template at very low cost. If you purchase their template than that template will not contain any credit link. These websites also provide most of the free blogger template with Non-removable credit link. Means, what? If you’ll try to remove credit link from their template, then your blog will automatically redirect to their website (Homepage or a particular site). This is because they added some JavaScript into their free templates. In another hand, if you undo the changes and keep their original credit of template then it works perfectly.

No comments:

Post a Comment