এসইও
তারপরে আপনার ব্লগস্পট সাইটের ড্যাশবোর্ডে প্রবেশ করুন। দেখুন ডান পাশে টেমপ্লেট নামক একটি বাটন আছে সেখানে ক্লিক করুন, তারপরে ডান পাশে দেখুন লেখা আছে HTML সম্পাদনা সেখানে ক্লিক করুন। বুঝতে সমস্যা হলে নিচের ছবিটি দেখে নিন
HTML সম্পাদনা বাটনে ক্লিক করার পরে যে পেজটি আসবে সেখানে Head TAG এর ভিতরে আপনি যে কোড টুকু BING থেকে কপি করেছিলেন তা পেষ্ট করুন। না বুঝতে পারলে নিচের ইমেজটি দেখুন
বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন। আমিও আল্লাহর রহমতে ভালোই আছি। যাইহোক বন্ধুরা আজ আমি আপনাদের সাথে আলোচনা করব কিভাবে আপনারা আপনাদের ব্লগস্পট সাইট সাবমিট করবেন বিভিন্ন সার্চ ইঞ্জিন সমুহে।
কিভাবে সাবমিট করবেন আপনার ব্লগস্পটের ব্লগ সাইট সার্চ ইঞ্জিন Bing এ?
আপনার ব্লগস্পট সাইট সার্চ ইঞ্জিন Bing এ সাবমিট করার জন্য প্রথমে এখানে ক্লিক করুন। তারপরে যে পেজটি আসবে সেখানে আপনার সাইটের এড্রেসটা দিয়ে ক্যাপচা পুরণ করে Submit বাটনে ক্লিক করুন। তারপরে যে পেজটি আসবে সেখান থেকে GREAT!SIGN ME UP নামক বাটনে ক্লিক করে রেজিস্ট্রেশন করা না থাকলে রেজিস্ট্রেশন করে নিয়ে লগিন করুন। এবার খেয়াল করুন আপনার কাছে আবার সাইট ADD করতে বলছে, এখন আপনি কোন কিছু পরিবর্তন না করে ADD বাটনে ক্লিক করুন। এবার যে পেজটি এসেছে সেখান থেকে Option 2 এর অধীনে meta name এর লাইনটি লেখা আছে সেটা কপি করুন।বুঝতে না পারলে নিচের ছবিটি দেখুন
পেষ্ট করা হয়ে গেলে আবার BING ঐ পেজে যেখান থেকে ঐ কোডটুকু কপি করেছিলেন সেখানে ফিরে যান, দেখুন নিচের দিকে Verify নামক একটি বাটন আছে সেখানে ক্লিক করে আপনার সাইটটি ভেরিফাই করে নিন।
আজ এই পর্যন্ত আবার দেখা হবে আগামি পোষ্টে এই আশা বাদ ব্যক্ত করে বিদায়। আল্লাহ হাফেজ।
বিঃদ্রঃ এই নিয়ম অনুসরন করে অন্যান্য ব্লগ সাইট গুলোতেও কাজ করতে পারবেন।
পোষ্টটি প্রথম প্রকাশিত এখানে ।
সোজন্যে ঃ- টেকটুইট২৪ ডট কম ।
ফেসবুকে আমি ।
No comments:
Post a Comment