আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আসা করছি ভালই আছেন। আজ আমি আপনাদেরকে দারুন একটি ট্রিকস শেয়ার করব। যার মধ্যমে আপনি আপনার Android ফোনের স্ক্রীনটা আপনার পিসিতে মিররইং করতে পারবেন। অর্থাৎ Android ফোনের স্ক্রীনটা আপনার পিসিতে দেখতে পাবেন। এবং খুব সহজে আপনে আপনার ফোনটা কন্ট্রোলও করতে পারবেন পিসি দিয়ে।
তো চলুন দেখি কিভাবে আমরা সম্পূর্ণ কাজটি করবঃ
প্রথমে আমাদের যে কাজটা করতে হবে, তা হলোঃ আমরা আমাদের Android ফোনের Settings এ যাব। এবং “Developer Option” এ যাব। আপনাদের যদি Developer Options না শো করে তাহলে “About Phone” এ যাবেন। এর “Build Number” নামে একটা অপশন আছে। সে অপশনে ৫ থেকে ৭ বার ট্যাব করবেন। তাহলে আপনাদের “Developer Options” টা চলে আসবে। “Developer Options” টা আসার পর আপনি অপশনটা ওপেন করবেন। এবং “Developer Options” টা On করে দিবেন। এইবার নিচের দিকে একটা অপশন পাবেন, “USB Debugging” সেটাই চেক মার্ক দিয়ে দিবেন।
এইবার আপনাকে যেটা করতে হবে, আপনার পিসিতে “Chrome” ব্রাউজারটা ওপেন করতে হবে। ওপেন করার পরে, Web Address এর জাইগাতে লিখবেন “Chrome Web Store” এবং সার্চ করবেন (সার্চ করার জন্য অবশ্যই নেট থাকা লাগবে)। সার্চ করার পর দেখবেন “Chrome Web Store” নামে একটা লিংক পাবেন। সে লিংক এ যাবেন, লিংকটা ওপেন হয়ে গেলে যে পেজ আসবে সে পেজে সার্চ বক্স থাকবে। আপনি সে সার্চ বক্স এ লিখবেন “Vysor” অ্যান্ড সার্চ করবেন। এর পর যে অ্যাপটি আসবে। সেটা “ADD TO CHROME” করবেন। অ্যাপটা অ্যাড হওয়ার পর, নতুন একটা পেজ আসবে সে পেজে “Vysor” অ্যাপ এর আইকন দেখতে পাবেন। সেটা ওপেন করবেন। এবং আপনার ফোনটা পিসির সাথে USB cable এর মধ্যমে connect করবেন। তাহলেই আপনি আপনার Android ফোনের মিররইং PC তে দেখতে পাবেন।
No comments:
Post a Comment