- গ্রাফিক্স ডিজাইনে ক্যারিয়ার গড়ুন [পর্ব-০১] :: আপনি কি গ্রাফিক্স ডিজাইনার? গ্রাফিক্স রিভারে এখনো কোন আইটেম এপ্রুভ করাতে পারেননি তাহলে এই টিউনটি আপনার জন্য
- গ্রাফিক্স ডিজাইনে ক্যারিয়ার গড়ুন [পর্ব-০২] :: Business Card এ কিভাবে Die Cut, Safe Line, Bleed দিয়ে একটি টেমপ্লেট তৈরি করবেন।টিউটোরিয়াল সহ
- গ্রাফিক্স ডিজাইনে ক্যারিয়ার গড়ুন [পর্ব-০৩] :: কিভাবে ফ্রি Fonts,Shape Icon, ব্যবহার করে একটি Corporate Business Card ডিজাইন করবেন Graphicriver এ Upload করার জন্য? টিউটোরিয়ালসহ
- গ্রাফিক্স ডিজাইনে ক্যারিয়ার গড়ুন [পর্ব-০৪] :: কিভাবে Business Card এর Mockups ফাইল,Preview Image Ready করবেন Graphicriver এ সাবমিট করার জন্য (টিউটোরিয়াল সহ)। সাথে থাকছে Information file
- গ্রাফিক্স ডিজাইনে ক্যারিয়ার গড়ুন [পর্ব-০৫] :: illustrator এ কিভাবে একটি Business Card Template তৈরি করবেন ব্লিড সেফলাইনসহ গ্রাফিক্সরিভার অথবা মার্কেটপ্লেস,কনটেস্ট এর জন্য (টিউটোরিয়াল সহ)
- গ্রাফিক্স ডিজাইনে ক্যারিয়ার গড়ুন [পর্ব-০৬] :: Illustrator এ খুব সহজে একটি Business Card ডিজাইন করবেন কিভাবে? এবং কিভাবে গ্রাফিক্স রিভারের জন্য উপযুক্ত করে তুলেবেন? (টিউটোরিয়াল সহ)
- গ্রাফিক্স ডিজাইনে ক্যারিয়ার গড়ুন [পর্ব-০৭] :: অন্যের তৈরি Mockups তো অনেক ডাউনলোড দিলেন! এখন ফটোশপ দিয়ে খুব সহজে নিজেই তৈরি করুন Business Card Mockup (টিউটোরিয়াল সহ)
- গ্রাফিক্স ডিজাইনে ক্যারিয়ার গড়ুন [পর্ব-০৮] :: ফটোশপ দিয়ে কিভাবে ছবিসহ Corporate Business Card ডিজাইন করবেন ! GraphicRiver এর জন্য? টিউটোরিয়ালসহ
- গ্রাফিক্স ডিজাইনে ক্যারিয়ার গড়ুন [পর্ব-০৯] :: ফটোশপে কিভাবে safelien, Bleed, Group Layer ব্যবহার করে একটি Corporate Flyer ডিজাইন করবেন গ্রাফিক্স রিভারের জন্য? টিউটোরিয়ালসহ
- গ্রাফিক্স ডিজাইনে ক্যারিয়ার গড়ুন [পর্ব-১০] :: অনলাইনে নিজের Life insurance করেছেন তো? যেই insurance আপনাকে দিবে লাইফ টাইম সাপোর্ট, এবং প্রতি মাসে দিবে ৫০ থেকে ৫০০+$
- গ্রাফিক্স ডিজাইনে ক্যারিয়ার গড়ুন [পর্ব-১১] :: কিভাবে গ্রাফিক্সরিভারের জন্য একটি Corporate Flyer Ready করবেন? এবং খুব সহজে 4color variation, Preview Image, Thumbnail, Screenshots তৈরি করবেন?
- গ্রাফিক্স ডিজাইনে ক্যারিয়ার গড়ুন [পর্ব-১২] :: ফটোশপে বেশি Undo দিতে পারছেন না, ১০/১৫ বার Undo এর পরে আর পিছনে যাওয়া যাচ্ছেনা? তাহলে দেখুন কিভাবে Unlimited Undo করে নিবেন
- গ্রাফিক্স ডিজাইনে ক্যারিয়ার গড়ুন [পর্ব-১৩] :: যেকোন JPEG থেকে PSD Mockups তৈরি করুন খুব সহজে এবং নিজের ডিজাইন Presentation আরো সুন্দর করে তুলুন
কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন। আজকে আমি একটি বিষয় এর উপর টিউটোরিয়াল করেছি এবং এইখানে বিস্তারিত বুঝিয়ে বলবো।
আমার টিউনের বিষয় ইতিমধ্যে জেনে গেছেন আমার টিউনের টাইটেল দেখে হা. আজকে আমি দেখিয়েছি কিভাবে আপনি একটি ছবিসহ Corporate Business Card ডিজাইন করবেন।
যারা গ্রাফিক্স রিভারে কাজ করেন তাদের জন্য এই টিউনটি খুবই গুরুত্বপূর্ন কারন আপনারা প্রায় সময় দেখেন গ্রাফিক্স রিভারে ছবিসহ ছবিসহ Business Card এপ্রুভ আছে। আপনি যদি সঠিক নিয়ম না জানেন তাহলে কখনোই আপনার ছবিসহ Corporate Business Cardটি এপ্রুভ হবেনা।
আমি প্রথমে ৫/৬টা ডিজাইন জমা দিয়েছিলাম কিন্তু রিজেক্ট খেয়ে খেয়ে আমি শিখেছি কিভাবে সব কিছু সাজাতে হবে। তাই যারা নতুন এখনো বুঝে উঠতে পারেননা কিভাবে ছবিসহ Corporate Business Card ডিজাইন করবেন শুধু মাত্র তাদের জন্য আমার এই টিউন।
আপনারা অনেকেই গ্রাফিক্সরিভারে ছবিসহ Corporate Business Card আপলোড দেন ভিতরে ছবি রেখে আসলে ্এটা ভুল কারণ আপনার ছবি তারা ব্যবহার করবেনা মানে যে কিনবে। তাই psd file এর সাথে কখনোই ছবি দেওয়া যাবেনা স্মার্ট অবজেক্ট হিসাবে দিতে হবে।
কিভাবে দিবেন সব বিস্তারিত লিখে বলা সম্ভব নয়। তাই টিউটোরিয়াল করা, আশা করছি আপনাদের কাজে আসবে। সবাই ভাল থাকবেন, সামনে নতুন কিছু নিয়ে আবারো আপনাদের সামনে হাজির হবো। আল্লাহ হাফেজ
No comments:
Post a Comment