প্রচন্ড হতাশ লাগছে। জীবনের কোন একটা পর্যায়ে মনে হয় ‘নাহ আমাকে দিয়ে কিচ্ছু হবে না!’। এরই মাঝে চারপাশের প্রিয় মানুষগুলোর ক্লান্তিহীন অপেক্ষা। কবে একটা ভালো চাকরি পাবে? নিজে উপার্জন করবে?
ভালো চাকরি হয়তো পাওয়া গেল। উপার্জনও ভালো। কিন্তু একটা সময় নিজের কাছে উপার্জনের চেয়েও মুখ্য হয়ে দাড়ায় কাজের প্রতি ভালোলাগা। কেননা যে কাজে স্বাধীনতা নেই সে কাজের ভালো ফলাফল আশা করাই বৃথা। তাই মানুষ তার স্বস্তির জায়গা খুঁজে বেড়ায় প্রতিনিয়ত। অবশেষে জীবনে আবার ফিরে আসে হতাশা। এই হতাশাচক্রে ঘুরছি আপনি, আমি, আমরা সবাই। এ চক্র সৃষ্টি করেছে কঠিন ধাঁধা। তবুও কিছু মানুষ পারে সে চক্র ভেঙ্গে বেড়িয়ে আসতে। এবং তারাই সফল হয়।
একই সাথে কাজের স্বাধীনতা, ভালোলাগা এবং উপার্জন পেতে এখন সবচেয়ে জনপ্রিয় জায়গা ফ্রিল্যান্সিং। বিষয়টি মনে হয় এখন আর উঠতি পর্যায়ে নেই। বাংলাদেশে এর জনপ্রিয়তা এখন তুঙ্গে। তবুও যারা নতুন করে ফ্রিল্যান্সিং এর সাথে যুক্ত হতে চায় তারা এখনো কিছুটা দ্বন্দ্বের মধ্যে থাকে। নানান প্রশ্ন ঘুরপাক খায় মনের মধ্যে। এসব প্রশ্নের পরিপূর্ণ ব্যাখ্যা হয়তো কোথাও পাওয়া যায়না। কিংবা পেলেও তা মনের মত হয়না।
আসলে দরকার একটি সঠিক গাইডলাইন। যা ফ্রিল্যান্সিং জানতে সম্পূর্ণরূপে সাহায্য করবে।
আর এমনই একরকম ফ্রিল্যান্সিং এর গাইড বই ‘ফ্রিল্যান্সিং গুরুঃ অনলাইন আয়ের চাবিকাঠি’ নিয়ে এসেছেন লেখক মোঃ ইকরাম।
বইটিতে ফ্রিল্যান্সিং বিষয়ে কি আছে বলার চেয়ে কি নেই বলাটা সুবিধাজনক। কারণ এক বইয়েই থাকছে ফ্রিল্যান্সিং এ ক্যারিয়ার, বিখ্যাত মার্কেট প্লেসের পরিচিতি, মার্কেট প্লেস ছাড়া কাজ পাওয়ার উপায়, পেমেন্ট উত্তোলন, আপওয়ার্ক,ফাইভার, ইনভাটো, মাইক্রোওয়ার্কার্স, অ্যাফিলিয়েশন, এসইও সম্পর্কে বিস্তারিত আলোচনা।
এছাড়াও আছে গ্রাফিক্স ডিজাইন, ওয়েব ডিজাইন, ই-মেইল মার্কেটিং, ফেসবুকে ই-কমার্স এবং অনলাইন আয়ের নানারকম তথ্য।
একাধারে ওয়েব ডেভেলপার, গ্রাফিক্স ডিজাইনার, ব্লগার, আউটসোর্সিং এবং ইন্টারনেট মার্কেটিং বিশেষজ্ঞ মোঃ ইকরাম তার বইটিতে দেশের রাজধানী সহ একেবার প্রান্তিক মানুষদের জন্য সহজে দেখিয়েছেন ফ্রিল্যান্সিং এর অলি-গলি।
তাই ফ্রিল্যান্সিং এর আদ্যোপান্ত জানতে নিশ্চিন্তে সংগ্রহ করে নিতে পারেন বইটি। অর্ডার করতে এখনি ক্লিক করুন
No comments:
Post a Comment