Thursday, March 30, 2017

ব্লগস্পটে যেভাবে HTML ফাইল আপলোড করে ব্লগ ভেরিফাই করবেন।

বদরুদ্দোজা মাহমুদ তুহিন ভাইয়ের “পিন্টারেস্ট থেকে যেভাবে বিনামূল্যে ডুফোলো লিংক পাবেন!” শিরোনামের লেখাটা পড়ে যখন সাইট ভেরিফাই করতে গেলাম তখন একটা সমস্যায় পড়ে গেলাম। দেখলাম ওদের শুধু সাইট ভেরিফাই করার জন্য একটিই অপশন দেওয়া। আর যা ব্লগস্পটে সম্ভব নয়। তাই খুঁজতে খুঁজতে একটি উপায় পেয়ে গেলাম। আপনার হয়তো অনেকেই এটা জানেন। কিন্তু তারপরও যারা জানেন না তাদের জন্য।
এই লেখাটি আমার নিজস্ব ব্লগের How to I upload a HTML file into my blogspot and verify my blog এর ভাবার্থ অনুবাদকৃত ও প্রথম এখানে প্রকাশিত হয়। আমি হুবহু সেখান থেকে তুলে ধরলাম।
আমাদের অনেক সময়-ই বিভিন্ন প্রতিষ্ঠিত সাইটে আমাদের ব্লগকে ভেরিফাই করতে হয়। অধিকাংশক্ষেত্রেই একাধিক অপশন থাকে। এদের মধ্যে মেটাট্যাগ দ্বারা ব্লগকে ভেরিফাই করা সবচেয়ে সহজ। কিন্তু অনেক সাইটই আছে যা প্রতিষ্ঠিত কিন্তু শুধুমাত্র HTML ফাইল আপলোড ছাড়া অন্য কোন অপশন নাই। যেমন Pnterest. সাধারণত এদের দেওয়া একটি HTML ফাইল প্রথমে ডাউনলোড করে আপনার Database-এ আপলোড করে সাইট ভেরিফাই করতে হয়। কিন্তু ব্লগস্পটে তা সম্ভব নয়। কিন্তু এর একটি কার্যকর বিকল্প আছে। আজ আমি সেই ট্রিকসটি আপনাদের শেয়ার করবো।
১. প্রথমে আপনি HTML ফাইলটি ডাউনলোড করুন ও আপনার ব্রাউজারে ওপেন করুন।
২. মাউসের রাইট বাটন ক্লিক করে ফাইলটির সোর্স কোড দেখুন ও সব কপি করুন।
৩. আপনার ব্লগার অ্যাকাউন্টে ঢুকে একটি নতুন পেজ নিন। যে কোন একটি নাম দিন ও এর HTML অপশনে গিয়ে সব কোড মুছে আপনার কপিকৃত কোড পেস্ট করে পেজ Save করুন এবং ব্রাউজারে পেজটি দেখুন। পেজটি দেখতে http:// www. yourdomain. com/p/your-page-name.html হবে।
৪. এবার আপনার যে অ্যাকাউন্টে আপনার ব্লগকে ভেরিফাই করতে তার ভেরিফাই পেজে গিয়ে Verify Website বা এরকম যে বাটনটি থাকবে সেখানে ক্লিক করুন।
৫. আপনাকে "Sorry our system not found http:// www. yourdomain. com/verification.html page."  বা এ জাতীয় ম্যাসেজ দেখাবে। ভয় পাওয়ার কিছুই নাই। এখান থেকে /verification.html  অংশটুকু কপি করুন।
৬. এবার আপনার ব্লগার অ্যাকাউন্টের Dashboard>More options>Settings>Search preferences যান। সেখান থেকে Customs Redirects এডিট বাটনে ক্লিক করুন।
৭. এখন From ফিল্ডে  /verification.html পেস্ট করুন এবং To ফিল্ডে /p/your-page-name.html পেস্ট করুন। এবার From ও Permanent বক্সে টিক দিয়ে Save ও Save change-এ ক্লিক করুন।
৮. এবার আপনার ভেরিফিকেশন পেজের Verify Website বাটনে পুনরায় ক্লিক করলে দেখবেন আপনার ব্লগ ফেরিফাই হয়ে গেছে।
লেখাটি একই সাথে Somewhereinblog-এও প্রকাশিত হয়। আর আপনার চাইলে আমার ক্ষুদ্র ব্লগ Janlewala ঘুরে আসতে পারেন।

No comments:

Post a Comment