আপনার ব্লগটাকে অনলাইনে সারা বিশ্বের মানুষের কাছে পৌঁছে দেয়ার প্রধান ও অন্যতম মাধ্যম হচ্ছে সার্চ ইঞ্জিন। আর এই ব্লগটাকে সার্চ ইঞ্জিনে ভালো পজিশনে আনার যাবতীয় কাজই হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। আপনার ব্লগটার লিংক গুলো যদি ঠিক মতো ইনডেক্স ই না হয় তবে SERP এ ভালো অবস্থান থাকা তো অনেক দূরের কথা।
আপনারা হয়তো অনেকে ই জানেন এখনকার সার্চ ইঞ্জিন গুলো এতটাই শক্তিশালী যে এগুলো নিজে থেকেই আপনার ব্লগ বা সাইট টাকে ইনডেক্স করতে সক্ষম, তবে এটা বেশির ভাগ কেত্রেই সময় সাপেক্ষ। তারপরও আমি মনে করি ব্যাটার ইনডেক্সিয়ের জন্য সাইট বা ব্লগ গুলোকে সার্চ ইঞ্জিন গুলোর ওয়েবমাস্টার ব্যাবহারের মাধ্যমে তাদের ক্রল লিস্টে সাবমিট করা উচিৎ। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এটি অত্যন্ত গুরুত্ব পুর্ন কারন এখনে সাইটম্যাপ দেয়ার সুযোগ থাকে যা কিনা ব্লগের পোস্ট গুলা ইনডেক্স করতে সহায়ক।
আর সার্চ ইঞ্জিন গুলোতে দ্রুত ইনডেক্স সাইট করতে ওয়েবমাস্টার অনেক সহায়ক। যার মাধ্যমে আপনি আপনার সাইটের সাইটম্যাপ সাবমিট করতে পারবেন। অনেকেই বলে থাকেন যে ওয়েবমাস্টার একটা পোলাপাইনা কাজ, কিন্তু একটা কথা ভুলে গেলে চলবে না যে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনে সাইটম্যাপ অনেক বড় একটা ফ্যাক্টর। আর সেটাই যদি না হত তবে গুগল, ইয়াহু আর বিং এর মতো সার্চ ইঞ্জিন রা ওয়েবমাস্টার টুলস সুবিধা দিত না।
গুগলের পর পরই ইয়াহু হচ্ছে অনেক জনপ্রিয় একটি সার্চ ইঞ্জিন। ইয়াহু সার্চ ইঞ্জিন একটি ব্লগ বা সাইটকে অনেক ভিসিটর দিতে পারে। সুতরাং দ্রুত ইনডেক্সের জন্য ইয়াহুতে সাইট সাবমিট করা খুবই গুরুত্বপুর্ন। এখান থেকে দেখে নিন কিভাবে গুগল ওয়েবমাস্টার সাইট বা ব্লগের url সহ সাইট ম্যাপ সাবমিটকরতে হয় এবং বিং ওয়েবমাস্টার টিউটোরিয়াল (ব্লগস্পট ব্লগের সাইটম্যাপ সাবমিট করুন) প্রসেস। কিভাবে আপনারা আপনাদের ব্লগ বা সাইট টাকে ইয়াহু ওয়েবমাস্টার ব্যাবহার করে অতি দ্রুত ইনডেক্স করবেন আজ আমি আপনাদের মাঝে এই ব্যপারটা স্ক্রিনশটের মাধ্যমে দেখিয়ে শেয়ার করব। ইয়াহু ওয়েবমাস্টার ব্যাবহার করার জন্য আপনার একটি ইয়াহু মেইল আইডি থাকতে হবে। এখানে আপনি আপনার ব্লগটি সাবমিট করার পাশাপাশি সাইটম্যাপ ও দিতে পারবেন। চলুন শুরু করা যাক…
ছবি বড় করে দেখতে ছবির উপর রাইট বাটন ক্লিক করে নিউ ট্যাবে ওপেন করে দেখুন
1. প্রথমে Yahoo Site Explorer এ যান।
2. এখন যে পেজ আসছে সেখানে বক্সের ভিতরে আপনার সাইটের url টা বসিয়ে “Add My Site” এ ক্লিক করুন।
এখন ইডিট Edit Html এ ক্লিক করুন, আপনি আপনার Blog এর coding section দেখতে পাবেন। ইয়াহু ওয়েবমাস্টার থেকে কপি করা Meta tag টা প্রথম Head এর পর paste করে দিন এবং Save Template এ ক্লিক করুন। নিচের ছবির মতোন..
6. এখন ইয়াহু ওয়েবমাস্টার এসে “Ready to Authenticate” এ ক্লিক করুন।
এই হচ্ছে ইয়াহু ওয়েবমাস্টারে আপনার ব্লগ সাবমিট। কিছু সময়ের মধ্যেই ইয়াহু আপনার সাইটের লিংক গুলকে ইনডেক্স করে নিবে। এখানে আমি শুধু মাত্র ব্লগস্পটে যারা কাজ করেন তাদের জন্য করেছি। খুব শীঘ্রয়ই ওয়ার্ডপ্রেসে কিভাবে সাইটম্যাপ তৈরি করে সাবমিট করতে হবে সেটা নিয়ে টিউন লিখবো। যদি উপরের লেখার কোথাও বুঝতে অসুবিধা হয় তবে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সময় করে পোস্ট টা পড়ার জন্য।
No comments:
Post a Comment