Wednesday, March 22, 2017

BD Fusion – বাংলা ব্লগিং এর জন্য রেসপন্সিভ একটি ব্লগার টেমপ্লেট।

আসসালামু আলাইকুম। আশা করি প্রিয় ব্লগার ভাইয়েরা আল্লাহর অশেষ মেহেরবানীতে ভালো আছেন। যারা বাংলায় ব্লগিং করেন তাদের জন্য MS Design মাঝে মধ্যে কিছু নতুন চমক নিয়ে আসে। আজকেও তার ব্যতিক্রম কিছু নয়। আজকেও আপনার জন্য নিয়ে আসলাম অসাধারণ একটি রেস্পন্সিভ ব্লগার টেমপ্লেট। যা ব্যবহার করে আপনি খুব সহজেই বাংলায় ব্লগিং করতে পারবেন। এই টেমপ্লেটটি ব্যবহার করে আপনি সহজেই উজার ফেন্ডলি একটি ব্লগ তৈরী করে নিতে পারবেন।


অসাধারণ এই টেমপ্লেটটিতে রয়েছে কিছু বেশ কিছু নতুন চমক। যেমনঃ স্লাইডার - যা সাম্প্রতিক টিউন গুলো দেখাবে। ট্যাব উইডগেট, উপরে ন্যভিগেশন এবং আরও অনেক কিছু যা আপনার ভালো লাগবেই। তাছাড়া এই টেমপ্লেটটি উজার ফেন্ডলি। আশা করি ভিজিটরদেরও টেমপ্লেটটি অনেক ভালো লাগবে।  তাহলে চলেন এই টেমপ্লেটটির কিছু ফিচার দেখে আসিঃ
  • বাংলায় অনুবাদ করা
  • এসইও অপটিমাইজড
  • রেসপন্সিভ (পরীক্ষা করুন)
  • স্লাইডার
  • উপরে মেনুবার
  • ২ কলাম বিশিষ্ট লে-আউট
  • শেয়ার বাটন
  • সাবস্ক্রাইব বক্স
  • এবং আরও অনেক কিছু...
আশা করি ফিচার দেখেই বুঝতে পারছেন টেমপ্লেট সম্পর্কে। জি ভাই, এই টেমপ্লেটটি আপনাদের ভালো লাগবেই। তাহলে চলুন এখন টেমপ্লেটটির ডেমো দেখে নেই এবং ডাউনলোড করে নেই।
DEMO   |  DOWNLOAD
টেমপ্লেট এর যাবতীয় সবকিছু Documentation ফোল্ডারে দেওয়া আছে। আর যদি কোন সমস্যা হয় তাহলে টিউনমেন্ট এ জানাবেন অথবা ফেইসবুকে আছি আমি।
আর টেমপ্লেটটি যদি ভালো লেগে থাকে তাহলে অন্য বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে...

No comments:

Post a Comment