Thursday, March 30, 2017

ব্লগস্পট ব্লগের অন পেজ অপটিমাইজেশনের বেসিক ট্রিক্স

আসসালামুয়ালায়কুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। প্রথমেই বলে নিই। আমি কিন্তু এসইও তেমন জানিনা। তাই আমার এই পোষ্ট টিতে অনেক ভুল হয়তেই পারে। আশা করি আপনারা ক্ষমা করবেন আমার ভুল গুলো। নিজের প্রয়োজনে গুগল মামার কাছ থেকে শিখেছি এই টিপস গুলো। তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। নতুনদের কাজে লাগবে বলে আমার বিশ্বাস। পাশাপাশি এসইও মাস্টারদের কাছে থেকে কিছু শেখার আশায় আমি আমার এই পোষ্ট টি লেখা শুরু করলাম। যা হোক, এবার কাজের কথায় আসি। এখন আমরা দেখবো কিভাবে ব্লগস্পট ব্লগের অন পেজ অপটিমাইজেশন করা যায়।
ধাপ ১
প্রথমে আপনার ব্লগের ড্যাশবোর্ডে যান। সেখান থেকে Template > Edit HTML এ ক্লিক করেন।
ধাপ ২
<title><data:blog.pageTitle/></title>
এই কোড টুকু খুজে বের করেন।
ধাপ ৩
<b:if cond='data:blog.pageType == "item"'>
<title><data:blog.pageName/> |<data:blog.title/></title>
<b:else/>
<title><data:blog.pageTitle/></title> </b:if>
এই কোড আগের কোডের পরিবর্তে বসাইয়া দেন। এবার Save বাটনে ক্লিক করেন।
ধাপ ৪
এবার Search Preferences এ যান।
Meta Tags এর Description এ আপনার ব্লগ সম্পর্কে সংক্ষিপ্ত একটা ধারনা লিখুন এবং Save করুন।
ধাপ ৫
এবার Custom Page Not Found এ Edit এ ক্লিক করুন। যে বক্স আসবে সেখানে নিচের লেখা টা কপি করে দেন।
Sorry for inconvenience!!
This post you are finding has been either removed or transferred to a different loaction.
Please visit the <a href="আপনার ব্লগ সাইটের ঠিকানা">আপনার ব্লগ সাইটের নাম</a> & serach for it
সাইটের ঠিকানাঃ http://www.codesschool.blogspot.com/ এই ফরম্যাটে দিবেন। এবার Save বাটনে ক্লিক করেন।
ধাপ ৬
এবার Custom Redirects এর Edit এ ক্লিক করেন। ২টা Text field এ আপনার ব্লগের পোস্টের Adreess বসাইয়া দেন।
আপনার ব্লগের কোনো পোস্টের URL যদি http://codesschool.blogspot.com/2013/07/css-part-three-way-of-css-coding.html
তাহলে Text Field এ শুধুমাত্র 2013/07/css-part-three-way-of-css-coding.html   বসাইতে হবে। কাজ শেষে Save বাটনে ক্লিক করেন।
ধাপ ৭
এবার Custom robot.txt এর Edit ক্লিক করে নিচের অংশ তা কপি পেস্ট করেন।
User-agent: *
Disallow: /search
Allow: /
Sitemap: http://আপনার ব্লগের ঠিকানা/feeds/posts/default?orderby=UPDATED
এবার Save বাটনে ক্লিক করুন।
ধাপ ৮
এবার Custom robots header tags এর Edit এ ক্লিক করুন। নিচের ছবির মত করে মার্ক করে Save বাটনে ক্লিক করুন।
ইনশাআল্লাহ, আপনার ব্লগের জন্য On page optimization এখানেই শেষ হয়ে গেলো। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর একটা কথা বলি, যারা Google AdSense এর জন্য ব্লগ করছেন তারা Apply করার আগে অবশ্যই এই কাজ গুলো করে নিবেন। ইনশাআল্লাহ, Google AdSense সহ ব্লগিং করে সবাই টাকা আয় করুন এই প্রত্যাশা রাখি। আল্লাহ আমাদের সহায় হবেন।

No comments:

Post a Comment