Friday, March 31, 2017

এক টিউনেই আপনার ব্লগস্পট সাইটকে সাজান মনেরমত করে(আগে কেন পাইনি ব্লগস্পট সম্পর্কে এমন টিউন)

আজকে আমি ব্লগস্পট সাইটকে কীভাবে ভিজিটরের কাছে আকর্ষণীয় করে তুলতে পারবেন তার উপর বিস্তারিত আলোচনা করছি। আমার এই টিউনটি হয়তো অনেকেরই কাজে লাগবে।আমার মত যারা গরীব মানুষ এবং যাদের ডোমেইন কেনার সামর্থ্য বা ইচ্ছা নেই তারা অথবা যারা ফ্রি ওয়েবসাইট তৈরি করতে চান এই টিউনটি মূলত তাদের জন্যই।প্রথমে ব্লগার.কম এই সাইটে গিয়ে একটি ফ্রি ব্লগস্পট ওয়েবসাইট  খুলে নিন।(ব্লগার.কম সাইট এ একাউন্ট খুলতে কারও সমস্যা হওয়ার কথা নয়।তবু কোন সমস্যা হলে মন্তব্য করুন উত্তর দেওয়ার চেষ্টা করব।)
সাইট তৈরি করার পর আপনার সাইটটিকে সাজানো বা আকর্ষণীয় করে তো প্রয়োজন।যাতে ভিজিটর আপনার সাইটকে পছন্দ করে।
ব্লগস্পট সাইটকে সাজানোর টিপস্ :
১.পপুলার পোস্ট(POPULAR POST): প্রথমে আপনার সাইটে পপুলার পোস্ট গ্যাজেট যুক্ত করুন।আপনার সাইটে যে পোস্টগুলো বেশী দেখা হবে সেগুলোই পপুলার পোস্ট হিসেবে দেখাবে।এর জন্য যা করতে হবে :
আপনার সাইটে সাইন ইন করুন ডিজাইন /Design এ ক্লিক করুন।
তাহলে উপরের ছবির মত আসবে।এবার একটি গ্যাজেট যুক্ত করুন/Add a Gadget এ ক্লিক করুন।নতুন একটি উইন্ডো আসবে এবং
একেবারে বামে বুনিয়াদি/Basic সিলেক্ট থাকা অবস্থায় আপনি জনপ্রিয় পোস্ট/Popular Post নামক গ্যাজেট দেখতে পাবেন।এর ডানপাশে
যুক্ত করুন/+বাটনে ক্লিক করুন।ব্যাস আপনার কাজ শেষ।এবার টেমপ্লেট সংরক্ষন/Save Templet এ ক্লিক করে সেভ করুন।
২.ক্যাটাগরিস(CATAGORIES): ক্যাটাগরিস যুক্ত করে আপনি কোন বিষয়ে/বিভাগে কতটি পোস্ট করেছেন তা দেখাতে পারবেন। এর জন্য যা করত হবে :
পপুলার পোস্ট যেভাবে যুক্ত করেছেন ঠিক একই ভাবে ক্যাটাগরিস যুক্ত করতে পারবেন।পূর্বের মত Add a Gadget এ ক্লিক করে লেবেল/Lebels নামক গ্যাজেট যুক্ত করে Save করুন।
৩.অনুসন্ধান বক্স(SEARCH BOX): আপনার সাইটে অনুসন্ধান বক্স(SEARCH BOX)ভিজিটরকে যেকোনো তথ্য দ্রুত খুঁজে পেতে সাহায্য করবে।যেভাবে অনুসন্ধান বক্স(SEARCH BOX)যুক্ত করবেন:
পূর্বের মত Add a Gadget এ ক্লিক করে অনুসন্ধান বক্স/SEARCH BOX নামক গ্যাজেট যুক্ত করে Save করুন।
৪.SEO:অধিক ভিজিটর পেতে সার্চ ইন্জিনে আপনার সাইটকে সাবমিট করার বিকল্প নেই।এর জন্য নিচের লিঙ্কে ক্লিক করুন:
এই
তারপর খেয়াল করে দেখুন ৩ টি বক্স আছে ।ওই খানে আপনার 1.সাইটের ঠিকানা দিন, 2.নিচের লাইনে আপনার কিওয়ার্ড দিন
এবং3.আপনি কয়টি সাইটে এড করবেন তা সিলেক্ট করে সাবমিট এ ক্লিক করুন।এবার আপনার সাইটের ADDRESS/URL দিয়ে SUBMIT এ ক্লিক করে আপনার সাইটকে পরিচয় করিয়ে দিতে পারেন(GOOGLE/YAHOOO সহ) 200টির মত সার্চ ইন্জিনে।
NOTE:অনেকে মনে করে থাকেন যে এইভাবে সার্চ ইন্জিনে ওয়েব সাইটকে যুক্ত করা যায় না।আমি মনে করি তাদের ধারণা ভুল,কেননা আমার
সাইটকে আমি এইভাবেই সার্চ ইন্জিনে যুক্ত করেছি এবং সার্চ ইন্জিন আমার সাইট খুঁজে পায়।
৫.You Might Like Also গ্যাজেট:আমরা অনেক ওয়েব সাইটের পোস্টের  নিচে You Might Like Also হিসেবে আরও কিছু (৪/৫টি/বেশীও হতে পারে)পোস্ট সামান্য বর্ণনা ও ছোট ছবি সহ দেখা যায়।যার মাধ্যমে সাইটের সৌন্দর্য্য বৃদ্ধির সাথে ভিজিটর মুগ্ধ হয়ে অন্যান্য পোষ্টও দেখে থাকে।
এবার নিচের ছবির মত ৪টি ফাঁকা ঘর দেখতে পাবেন।
EMAIL লেখা ফাঁকা ঘরে আপনার EMAIL দিন।BLOG LINK লেখা ফাঁকা ঘরে আপনার SITE এর LINK দিন।PLATFROM লেখা ফাঁকা ঘরে BLOGGER সিলেক্ট করুন।WIDTH এ আপনি কয়টি পোস্ট দেখাবেন তা উল্লেখ করুন।
Get Widget এ ক্লিক করুন।
এখন একটি নতুন পেজ দেখতে পাবেন যেখানে লেখা থাকবে :
  1. Click Install Widget to open Blogger in a new window, and follow the steps below in that window. Login to your Blogger account if necessary.
আপনি Install Widget এ ক্লিক করুন।ব্যাস কাজ ফিনিশ,টেমপ্লেট সংরক্ষন এ ক্লিক করে SAVE করুন।
৬. লাইভ ক্রিকেট স্কোর: লাইভ ক্রিকেট স্কোর নিয়ে এর আগে আমি পোস্ট করেছিলাম(টিউনারপেজ.কম এ)।তার লিঙ্ক না দিয়ে আপনাদের সেই
সম্পর্কে আবার বলছি।
এখন এই খানে GENERATE HTML CODE হতে HTML CODE নিন।
আপনার সাইটে সাইন ইন করুন ।
এবার ডিজাইন এ যান।
একটি গ্যাজেট যুক্ত করুন/ADD A GADGET এ গিয়ে HTML/JAVASCRIPT নামক গ্যাজেট যুক্ত করুন।
এবার HTML CODE টি এইখানে PASTE করুন।
৭. হিডেন ভিজিটর কাউন্টার :ভিজিটর কাউন্টার এর মাধ্যমে আপনি আপনার ব্লগে
ভিজিটর সংখ্যা জানতে পারেন।এই সম্পর্কে আরও অনেক টিউন সার্চ করলেই
পাবেন।তবে আমি এখানে হিডেন ভিজিটর কাউন্টার নিয়ে বলছি।আপনার ব্লগে
হিডেন ভিজিটর কাউন্টার যুক্ত করে শুধুমাত্র আপনিই দেখুন ব্লগের ভিজিটর সংখ্যা
(অন্য কেউ পাবে দেখতে পাবেনা)।

এই সাইটে যান।

 এবার রেজিষ্টেশন এ ক্লিক করে রেজিষ্টেশন করুন ।

হিডেন ভিজিটর কাউন্টার যুক্ত করার জন্য রেজিষ্টেশন

করার সময় নিচের অংশে NOT public stats এর

অপশনটি SELECTকরতে হবে। এবার আপনি একটি

কোড পাবেন। কোডটি আপনার সাইটে গিয়ে ডিজাইন

এ যান।একটি গ্যাজেট যুক্ত করুন/ADD A GADGET

এ গিয়ে HTML/JAVASCRIPT নামক গ্যাজেট যুক্ত

করুন।

এবার HTML CODE টি এইখানে PASTE করুন।
৮.সাম্প্রতিক পোস্ট(RECENT POST) GADGET: আপনার সাইটে সাইন ইন করুন ডিজাইন /Design এ ক্লিক করুন।এবার একটি গ্যাজেট যুক্ত করুন/Add a Gadget এ ক্লিক করুন।নতুন একটি উইন্ডো আসবে এবং একেবারে বামে বৈশিষ্ট্য/ Featured সিলেক্ট করুন।আপনি সাম্প্রতিক পোস্ট/ RECENT POST নামক গ্যাজেট দেখতে পাবেন।এর ডানপাশে যুক্ত করুন/+বাটনে ক্লিক করুন।ব্যাস আপনার কাজ শেষ।এবার টেমপ্লেট সংরক্ষন/Save Templet এ ক্লিক করে সেভ করুন।
৯. সাম্প্রতিক মন্তব্য (Recent Comments): আপনার সাইটে সাইন ইন করুন ডিজাইন /Design এ ক্লিক করুন।এবার একটি গ্যাজেট যুক্ত করুন/Add a Gadget এ ক্লিক করুন।নতুন একটি উইন্ডো আসবে এবং একেবারে বামে বৈশিষ্ট্য/ Featured সিলেক্ট করুন।আপনি সাম্প্রতিক মন্তব্য (Recent Comments)নামক গ্যাজেট দেখতে পাবেন।এর ডানপাশে যুক্ত করুন/+বাটনে ক্লিক করুন।ব্যাস আপনার কাজ শেষ।এবার টেমপ্লেট সংরক্ষন/Save Templet এ ক্লিক করে সেভ করুন।

১০.লাইভ চ্যাট রুম(LIVE CHAT ROOM):আপনার ব্লগের

লাইভ চ্যাট রুম(LIVE CHAT ROOM) যুক্ত করে VISITOR

দেরকে আপনার সাথে সরাসরি চ্যাটিং করার সুযোগ করে দিতে

পারেন।

লাইভ চ্যাট রুম(LIVE CHAT ROOM) তৈরির জনপ্রিয় 

এই সাইটে যান।

এবার রেজিষ্টেশন করুন । এবার আপনি একটি কোড পাবেন।

কোডটি আপনার সাইটে গিয়ে ডিজাইন এ যান।একটি গ্যাজেট

যুক্ত করুন/ADD A GADGET এ গিয়ে

HTML/JAVASCRIPT নামক গ্যাজেট যুক্ত করুন।

এবার HTML CODE টি এইখানে PASTE করুন।

১১.সাধারন মেন্যুবার(SIMPLE MENUBAR):ব্লগে একটি SIMPLE MENUBAR ADD করার নিয়ম:
আপনার সাইটে সাইন ইন করুন ডিজাইন /Design এ ক্লিক করুন।তাহলে উপরের ছবির মত আসবে।এবার একটি গ্যাজেট যুক্ত করুন/Add a Gadget এ ক্লিক করুন।এবার HTML CODE টি এইখানে PASTE করুন।
<div style="background-color:#DBF2FB; float:left;">
<a href="URL 1">Link 1</a> |
<a href="URL 2">Link 2</a> |
<a href="URL 3">Link 3</a> |
<a href="URL 4">Link 3</a> |
<a href="URL 5">Link 3</a> |
<a href="URL 6">Link 3</a> |
<a href="URL 7">Link 3</a> |
</div

=> URL 1, 2, 3, 4 পরিবর্তে আপনার পোস্টের লিংক উল্লেখ করুন

=> Link 1, 2, 3, 4 এর জায়গায়

HOME,TIPS,SOFTWARE,ANTIVIRUSপ্রভৃতি লিখুন।

ব্লগ থেকে আয়:

অনেকে সখ হিসেবে BLOG করে থাকেন।আবার অনেকে ব্লগ থেকে আয়েরও চেষ্টা করে থাকেন।ব্লগ থেকে আয়ের জন্য উতকৃষ্ট উপায় হচ্ছে GOOGLE ১.ADSENCE.গুগল

এডসেন্স ব্লগস্পট সাইটেও এড দিয়ে থাকে।এর জন্য

প্রয়োজন একটি তথ্যসমৃদ্ধ(কপি পেষ্ট বিহীন)ব্লগ।গুগল এডসেন্সের জন্য

যেভাবে আবেদন করবেন:

আপনার সাইটে সাইন ইন করুন ডিজাইন /Design

এর ঠিক ডানপাশে নগদ করুন/Monetize ক্লিক করে সাইন

আপ করুন।গুগল এডসেন্স এ এপ্রুভ হওয়ার জন্য ব্লগের

বয়স ৬ মাস হতে হবে(GOOGLE ADSENCE এর ফোরামে

প্রশ্ন করে একজন ১০লেভেলের ভলানটিয়ার আমাকে

এই তথ্য দিয়েছিলেন)। এছাড়াও  Google adsense কর্তৃপক্ষ

বাংলা সাইটে এড দেয় না।

NOTE:যদিও অনেকেই “গুগল এডসেন্স এ এপ্রুভ হওয়ার

জন্য ব্লগের বয়স ৬ মাস হতে হবে” এই তথ্য মানতে নারাজ।তারা GOOGLE ADSENCE FORUM এ গিয়ে

প্রশ্ন করলে সঠিক উত্তর  পাবেন। GOOGLE ADSENCE

FORUM এ GOOGLE ADSENCE সম্পর্কিত যেকোন

সমস্যার সঠিক উত্তর পাওয়া যায়। GOOGLE ADSENCE

FORUM এর লিঙ্ক এই মুহুর্তে দিতে পারছিনা।

GOOGLE.COM এ গিয়ে GOOGLE ADSENCE FORUM

লিখে সার্চ দিন পেয়ে যাবেন।GMAIL এ LOG IN থাকা

অবস্থায় আপনি FORUM এ প্রশ্ন পোস্ট করতে পারবেন।

এডসেন্সর বিকল্প: গুগল এডসেন্সর বিকল্প হিসেবে

টেকটিউনস্ এ দুটি জনপ্রিয় পোষ্ট রয়েছে।

যারা অনেক চেষ্টা করেও GOOGLE ADSENCE পাচ্ছেন না

তারা গুগল এডসেন্সর বিকল্প হিসেবে টেকটিউনস্ এর এই

পোস্টগুলো দেখতে পারেন।

২.গুগল এডসেন্স ছাড়া আয় করুন সহজেই:

গুগল এডসেন্স ছাড়াও আরও কিছু পদ্ধতিতে ব্লগ থেকে আয়

করা যায়।এই পদ্ধতিতে লিঙ্ক শেয়ার করে আয় করা যায়।এই

সম্বন্ধে বিস্তারিত বলছি:

প্রথমে এই সাইটে যান।

এবার রেজিস্ট্রশন করার জন্য Join Now Button এ  Click  করুন।

আপনার মেইল চেক করুন। একটি একটিভিশন মেইলপাবেন। সেটির একটিভিশন লিংক এ Click করে একটিভ করতে হবে।ওই মেইলে একটি
code পাবেন যা দিয়ে একটিভিশন লিঙ্কে ক্লিক করার পর  submit করতে হবে।
এবার আপনার Account এ  log in  করুন।
Account এ  Log in  করার পর  নিচের মত একটি  Box দেখা যাবে।
যেকোনো File এর Download Link টি এই Box এ রেখে  Shrink এ Click  করলে  Link টি Short হয়ে যাবে।
প্রতিটি লিঙ্ক এভাবে Short করতে পারবেন।
এবার আপনার Blog এ প্রাপ্ত এই Download Link ‌এর Short  link টি দিয়ে  নিন।
এখন কেউ File Download করার সময় এই Short  link এ Click করে SKIP AD চাপলেই আপনার আয়।
এইভাবে কেউ যতবার আপনার Short  link এ Click করে SKIP AD এ ক্লিক করবে আপনার আয় তত বাড়বে।
আয়ের পরিমান:
10000 টি Click পড়লে আপনি পাবেন 4$
5$ হলে Alertpay এর মাধ্যমে পেমেন্ট পাবেন।
ফাইল শেয়ার করে আয়:
ফাইল শেয়ার করেও আপনি আয় করতে পারেন।কিছু কিছু FILE SHARING সাইট রয়েছে যারা FILE SHARE এর জন্য পেমেন্ট করে থাকে।এই সব সাইট থেকে আপনার দেওয়া LINK থেকে কেউ ডাউনলোড করলে আপনার আয় হবে।
সাইন আপ করুন।আপনার ফাইল আপলোড করুন এবং শেয়ার করুন।15$ হলে পেমেন্ট পাবেন।
যাদের ALERTPAY ACCOUNT  নেই তারা যেভাবে ALERTPAY ACCOUNT  খুলবেন:
একাউন্ট তৈরির প্রক্রিয়া:
এলার্টপে সাইটে তিন ধরনের একাউন্ট রয়েছে – Personal Starter, Personal Pro এবং Business। একাউন্টগুলোর যেকোন একটিতে বিনামূল্যে রেজিষ্ট্রেশন করা যায় এবং পরবর্তীতে যে কোন সময় একাউন্ট পরিবর্তন করা যায়। তিনটি
একাউন্টের সাহায্যই ইন্টারনেটে নিরাপদে কেনাকাটা করা এবং বিনামূল্যে অন্য ব্যবহারকারীকে টাকা পাঠানো যায়। এর বাইরে তিনটি একাউন্টের আলাদা আলাদা সুযোগ সুবিধা রয়েছে, এগুলো হচ্ছে -
১) Personal Starter:
এই ধরনের একাউন্টের একমাত্র বড় সুবিধা হচ্ছে অন্য এলার্টপে ব্যবহারকারী থেকে টাকা গ্রহণ করতে কোন ধরনের ফি দিতে হয় না। তবে এই ধরনের একাউন্টে কেউ ক্রেডিট কার্ডের মাধ্যমে টাকা দিলে তা পাওয়া যায় না। আরেকটি অসুবিধা হচ্ছে মাসে ৪০০ ডলারের বেশি টাকা গ্রহণ করা যায় না এবং সকল পেমেন্টসহ সর্বমোট ২,০০০ ডলারের বেশি অর্থ গ্রহণ করা যাবে না।
২) Personal Pro:
ফ্রিল্যান্সারদের জন্য এই ধরনের একাউন্টে সকল ধরনের সুবিধা পাওয়া যায়। এখানে টাকা গ্রহণে কোন সীমাবদ্ধতা নেই। তবে এক্ষেত্রে অন্য একজন এলার্টপে ব্যবহারকারী থেকে টাকা গ্রহণ করলে ২.৫% + ০.২৫ ডলার ফি দিতে হয়। ক্রেডিট কার্ডের মাধ্যমে কোন ব্যবহারকারী টাকা পাঠালে ফি এর পরিমাণ হয় ৪.৯% + ০.২৫ ডলার। এই ধরনের একাউন্টের একটি বড় সুবিধা হচ্ছে এর ব্যাবহারকারী ইচ্ছে করলে নিজের ওয়েবসাইটে এলার্টপে যুক্ত করে কোন পণ্য বা সার্ভিস বিক্রি করতে পারবে এবং ক্রেতার কাছ থেকে সহজেই টাকা গ্রহণ করতে পারবে।
৩) Business:
এই একাউন্টটির সাহায্যে আপনার নিজস্ব ব্যবসায়িক প্রতিষ্ঠানের নামে অনলাইনে অর্থ লেনদেন করতে পারবেন। এখানে একটি একাউন্টের সাহায্যে একাধিক ব্যবসা পরিচালনা করা যায়। এই একাউন্টের আরেকটা সুবিধা হচ্ছে একসাথে একাধিক ব্যাবহারকারীকে টাকা পাঠানো যায়। আর টাকা গ্রহণ করার ক্ষেত্রে Personal Pro একাউন্টের মতই সমপরিমাণ ফি দিতে হয়।
একাউন্টের ধরন নির্ধারণ করে নিজের ব্যক্তিগত তথ্য, ইমেইল ঠিকানা, পাসওয়ার্ড, পিন নাম্বার ইত্যাদি দিতে হবে। পিন নাম্বারটি পাসওয়ার্ডের মতই একটি গোপন নাম্বার যা অর্থ লেনদেনের সময় প্রয়োজন পড়বে। সফলভাবে রেজিষ্ট্রেশন করার পর একাউন্টটি টাকা গ্রহণের উপযোগী হবে। তবে টাকা নিজের ব্যাংক বা ক্রেডিট কার্ডে পাঠাতে একাউন্টটিকে Verify করতে হবে। এজন্য Become AlertPay Verified নামক একটি লিংক দেখতে পাবেন। এখানে নির্দেশনা অনুযায়ী বিভিন্ন ডকুমেন্ট যেমন পাসপোর্ট, ব্যাংক স্টেটমেন্টের স্ক্যান কপি জমা দিতে হবে। এছাড়া যাদের ক্রেডিট বা ডেবিট কার্ড আছে তারা এর মাধ্যমেও Verify হতে পারবেন। অনেক ক্ষেত্রে ফোন নাম্বার যাচাই করা হয়।
এলার্টপে যেভাবে কাজ করে তার স্কিনশর্ট নিচে দেওয়া হল:
দেশে টাকা আনার উপায়:
এলার্টপে একাউন্ট থেকে ৪টি ভিন্ন ভিন্ন উপায়ে টাকা আনা যায়। পদ্ধতিগুলো হল – চেক, ক্রেডিট কার্ড, ব্যাংক ট্রান্সফার এবং ব্যাংক ওয়্যার।
এক COMPUTER একটির বেশী ALERTPAY ACCOUNT খুলবেন না।
বিশেষ দ্রষ্টব্য:অনলাইনে আয় করার পূর্বে যেকোন সাইট ভুয়া/SCAM কিনা তা নিজ দায়িত্বে দেখে নিন।
এই জন্য GOOGLE.COM এ গিয়ে IS সাইটের নাম SCAM?লিখে সার্চ দিন।
উদাহরণ:ধরি কোন সাইটের নাম যদি ABCD.COM হয় তাহলে IS ABCD.COM SCAM? লিখে সার্চ দিন।
এই টিউনটি করতে আমার ৩ঘন্টা(প্রায়)সময় লেগেছে।
তাই ভাল লাগলে অবশ্যই কমেন্ট করবেন।
আর যদি টিউনটি আপনার কাছে  মনোনীত হওয়ার মত মনে হয় তাহলে মনোনীত হোক বাটনে ক্লিক করতে ভুলবেন না।

ব্লগস্পট সাইটে একটি ফোরাম (Forum) পেইজ তৈরী করার পরিপূর্ন্য টিউটোরিয়াল…

ফোরাম সাইট কি আমরা ব্লগার জানি। এ সম্পর্কে বিস্তারিত বলার প্রয়োজন হবে বলে আমি মনে করি না। বাংলাদেশের সবচেয়ে বড় ফোরাম সাইট হল দরিদ্র ফোরাম। যাই হৌক সেদিকে আর না যাই।
আজকে আমি আলোচনা করবো কিভাবে আপনি ব্লগস্পট সাইটে কিভাবে ফোরাম তৈরী করবেন। আপনি আপনার ব্লগস্পট সাইটে ফোরাম যোগ করে দিয়ে আপনার ভিজিটরদের দিতে পারেন কিছু নতুন স্বাদ। এই ফোরাম পেইজের মাধ্যমে আপনার ভিজিটররা ভিবিন্ন বিষয়ের উপরে টপিক তৈরী করে আলোচনা ও সমস্যা সমাধানের চেষ্টা করবে। এখানে আপনি আপনার ইচ্ছা মত টপিক বা বিষয় যোগ করে দিতে পারেন। আপনার ব্লগের ট্রাফিক যদি ভালো হয় তবে আপনি তাদের ইচ্ছানুযায়ী টপিক তৈরী করে রেখে দিতে পারেন।  এবার চলুন কাজ শুরু করা যাক। তার আগে ডেমোটা দেখে আসুন...

ডেমো

কিভাবে ব্লগে ফোরাম পেইজ যোগ করবেন?

Nabble নামের একটি সাইট থেকে আজকে আমরা আমাদের ব্লগে ফোরাম পেইজ যোগ করবো। মনোযোগ সহকারে নিচের স্টেপ গুলো ফলো করুন।
১| প্রথমে এখানে ক্লিক করে একটি নতুন রেজিঃ করুন। নিচের স্কীনসটটি লক্ষ করুন...
২| ফাকা ঘর গুলো আপনার ব্লগের ঠিকঠাক তথ্য দিয়ে পূরন করুন তারপর "Create Forum" বাটনে ক্লিক করুন।
৩| এবার Options > Embedding options এ ক্লিক করে কোডটি কপি করুন।
৪| এখন আপনার ব্লগার ড্যাসবোর্ডে একটি নতুন পেইজ তৈরী করুন এবং পেইজএর HTML Section এ কপি কোডটি পেষ্ট করুন।
৫| এবার পেইজটি সেভ করুন। ব্যস আপনার কাজ শেষ। এখন আপনার ব্লগের উপর ভিত্তি করে কিছু টপিক অথবা সাব ফোরাম তৈরী করে নিন। সাব-ফোরাম তৈরী করতে Options > Structure > Create new sub-forum এ ক্লিক করুন।
ফোরামের CSS পরিবর্তন অথবা ফোরামকে আপনার মনের মত সাজাতে Options > Application > Change appearance এ ক্লিক করুন।

ব্যবহারের সময়সীমাঃ

এটি যেহেতু ডেমো ভার্সনে চলবে সেহেতু আপনাকে বুঝে নিতে হবে যে এটার প্রিমিয়াম ভার্সন ও রয়েছে। আপনি ডেমো ভার্সন টি ১৮০ দিন পর্যন্ত চালাতে পারবেন। তারপর আপনাকে ক্রেডিট কিনতে হবে। ১০ হাজার ক্রেডিট কিনতে হবে $6 ডলারের বিনিময়ে। আর প্রতি পেইজ ভিউ'র জন্য একটি করে ক্রেডিট কমবে। এতএব, ১০ হাজার পেইজ পেইজ ভিউ হবে ১০ হাজার ক্রেডিট দিয়ে।  আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। নতুন অবস্থায় ১৮০ দিন ইউজ করেন আরামসে। কোন সমস্যা হবে না। শুধু ফোটারে ওয়ের ক্রেডিট লিংকটা থাকবে।

কোন সমস্যা হলে টিউনমেন্ট এ জানাবেন

Thursday, March 30, 2017

অসাধারন ৩ টি ফ্রী বিজনেস ওয়েবসাইট টেমপ্লেট । ডেমো + ডাউনলোড লিঙ্ক সহ ….

প্রথমেই আমার সালাম নিবেন-“আসসালামু আলাইকুম”। সবাইকে মহান মাহে রমজানের শুভেচ্ছা ।

ওয়েবসাইট সুন্দর করার জন্য টেমপ্লেটের জুড়ি নেই । এটি যেকোন ওয়েবডিজাইনকে সুন্দর ও দৃষ্টিন্ন্দন করতে ভুমিকা রাখে ।
আজ আপনাদের মাঝে কিছু অসাধারন বিজনেস ওয়েবসাইট টেমপ্লেটের ডেমো ও ডাউনলোড লিঙ্ক শেয়ার করছি । আশা করি আপনাদের কাজে আসবে ।
১ । লেমার বিজনেস ওয়েবসাইট টেমপ্লেট
lemar
২ । পয়েন্ট.কো বিজনেস ওয়েবসাইট টেমপ্লেট
point.co
৩ । প্রসফট বিজনেস ওয়েবসাইট টেমপ্লেট
আগামিতে আরও সুন্দর সুন্দর ফ্রী টেমপ্লেট নিয়ে হাজির হবো ।
ধন্যবাদ

বাংলাদেশের ইতিহাসে এই প্রথম ও সবচেয়ে বড় “সিএসএস বাংলা ইবুক” ডাউনলোড করে নিন।

কেমন আছেন আপনারা? আশাকরি ভাল। আমিও ভাল আছি। আপনাদের সবাইকে একটা খুশির সংবাদ দিতে ছুটে এলাম। আজ রাতে বাংলাদেশের ইতিহাসে এইপ্রথম ও সবচেয়ে বড় “সিএসএস বাংলা ইবুক"  প্রকাশিত হল। বইটি আমি নিজেই লিখেছি। বইটি প্রকাশিত হয়েছে  ফেসবুক ওয়ার্ডপ্রেস গ্রুপ থেকে।  আমি ওয়ার্ডপ্রেস গ্রুপ ও বইটি প্রকাশের সাথে জড়িত সবাইকে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি। সিএসএস হল একটি ওয়েব ডিজাইনিং ল্যাঙ্গুয়েজ।
বইটি মোট ১৪ টি অধ্যায় দিয়ে সাজানো হয়েছে। বইটিতে সিএসএস এর প্রায় সকল বিষয় নিয়েই আলোচনা করা হয়েছে। আশা করি বইটি আপনাদের সিএসএস শেখার কাজে সাহায্য করবে। বইটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত আশা করছি।

এখানে ক্লিক করে ডাউনলোড করুন।

বইটির জন্য বিশেষ এনিমেশন তৈরি করেছেন আমাদের জামিল ভাই। আপনারা অবশ্যই এটা দেখবেন।
https://www.facebook.com/video/video.php?v=565419333486891
ওয়েব ডিজাইন ও ডেভলপিং বিষয়ে ব্যতিক্রম টিউন পেতে ভিজিট করুনঃ  http://www.WebTechnologyBlog.com/
আপডেট টিউন পেতে লাইক করুন আমাদের ফেসবুক ফ্যান পেজঃ https://www.facebook.com/WebTechnologyBlog

[বিঃ দ্রঃ এই বইটির স্বর্বস্বত্ব আমার। অনুগ্রহ করে অনুমতি ছাড়া এই বইটির আংশিক বা সম্পূর্ণ কপি বা বিকৃত বা নিজের নামে চালিয়ে দেয়ার চেষ্টা করবেন না। আপনাদের নিজ নিজ ব্লগের মাধ্যমে বইটি সবার মাঝে ছড়িয়ে দিন। শেয়ার করুন সবার সাথে। জ্ঞান বিতরণে কমে না, তাই যে যা জানেন সবার সাথে শেয়ার করুন।]

আপনার ব্লগের পোস্ট এর HEADLINE গুলু স্ক্রলবার এ যুক্ত করুন

আমরা টিভি তে দেখি সংবাদ শিরোনাম গুলু নিচদিয়ে আস্তে আস্তে যেতে থাকে আপনি চাইলে আপনার ব্লগ এর পোস্ট গুলুর headline এই রকম ভাবে স্ক্রল বারে যুক্ত করতে পারবেন এর জন্য জা করতে হবে নিচের জাভা স্ক্রিপ্ট টা কপি করে নিন এবার blogger এ লগিন করুন তারপরdesign এ গিয়ে add a gadget এ ক্লিক করুন তারপর html/java script সিলেক্ট করে কোড টা পেস্ট করে দিন ।
<script type='text/javascript'>
var w2bWidth="100";
var w2bScrollAmount="10";
var w2bScrollDelay="50";
var w2bDirection="left";
var w2btargetlink="yes";
var w2bnumPosts="10";
var w2bBulletchar =">>>";
var w2bimagebullet="yes";
var w2bimgurl="http://www.dan-dare.org/Dan%20FRD/JerryAni.gif";
var w2bfontsize="16";
var w2bbgcolor="000000";
var w2blinkcolor="FFFFFF";
var w2blinkhovercolor="3366CC";
</script>
<script type='text/javascript' src='http://bloggerblogwidgets.googlecode.com/files/way2blogging_rpscroller_v3.js' ></script>
<script type='text/javascript' src="http://www.swaponmahmud.cu.cc/feeds/posts/default?alt=json-in-script&callback=w2bAdvRecentPostsScrollerv3&max-results=10" ></script>
<noscript><a href="http://www.way2blogging.org/2010/06/auto-scrolling-recent-posts-widget-for.html">Grab this Widget</a></noscript>
এখন আপনাকে জা করতে হবে এই স্ক্রিপ্ট এ আপনার ব্লগ এর URL যুগ করতে হবে এখানে দেখুন আমার ব্লগ এর ঠিকানা দেয়া আছে এতা মুছে আপনার ব্লগ এর URL দিন http://www.swaponmahmud.cu.cc এই লেখাটার জায়গায় আপনার লিঙ্ক দিন। আপনি কোন নতুন পোস্ট দিলে টা এখানে automatic add হয়ে যাবে কোন সমস্যা হলে জানাবেন ।
আর যদি আপনি কালার পরিবর্তন করতে চান তাহলে
var w2bbgcolor="000000";
var w2blinkcolor="FFFFFF";
var w2blinkhovercolor="3366CC";
এই তিন লাইন এ কোড গুলু পরিবর্তন করুন
জলদি ট্রাই করে দেখুন বিদায়

আপনার ব্লগে যুক্ত করুন অ্যানিমেটেড ফ্ল্যাশ লেবেল

আজ আপনাদের জন্য নিয়ে এলাম এক চরম গেজেট! আজ আপনাদের দেখাবো কিভাবে ব্লগার/ব্লগস্পটে অ্যানিমেটেড ফ্ল্যাশ লেবেল বা চলন্ত লেবেল গেজেট যোগ করা যায়।
  • ডেমো দেখতে এখানে ক্লিক করুন।
গেজেটটি যোগ করতে নিচের ধাপ গুলো অনুসরণ করুন।
❶ ব্লগারে লগইন করুন।
❷ লেআউটে গিয়ে add a HTML/java script এ ক্লিক করুন
❸ এবার নিচের কোডটি লিখুন।
<div id="w2bFlashContent"><p style="display:none;">Flash Labels by <a href="http://www.bdtechzone.com">Faysal Shahi</a></p></div>
<script type="text/javascript">
/*<![CDATA[*/
var w2bFlashLabelSettings = {
blogurl        : "http://amarspot.com",
color          : "000000",
hoverColor     : "333333",
backgroundColor: "FFFFFF",
size           : 12,
speed          : 100,
width          : 250,
height         : 300,
transparency   : true
};
/*]]>*/
</script>
<script type="text/javascript" src="https://bdtechzone-dot-com.googlecode.com/files/flash-label-by-amarspot-dot-com.js"></script>
  • এবার গেজেটটি সেভ করে নিন।

সাজিয়ে নিন আপনার ব্লগস্পট ব্লগ [পর্ব-০১] :: আপনার ব্লগস্পট ব্লগের লেবেলকে ড্রপডাউন বা পপআপ মেনুতে রূপান্তর করুন

এটি 23 পর্বের সাজিয়ে নিন আপনার ব্লগস্পট ব্লগ চেইন টিউনের 1 তম পর্ব
আবার আসিল ফিরে প্রিয় টেকটিউনস আমাদের মাঝে । সামনে বিশ্ববিদ্যালয়য়ের ভর্তি পরীক্ষা তাই পরা লেখা নিয়ে একটু বেস্ত সময় যাচ্ছে। সবাই দোয়া করবেন যাতে আমার স্বপ্ন পূরণ হয়।
আজ আমি আপনাদের দেখাবো কিভাবে আপনার ব্লগস্পট ব্লগের লেবেলকে ড্রপডাউন বা পপআপ মেনুতে রূপান্তর করবেন। এটি অনেকেরই জানা থাকতে পারে। তবে ব্লগের মন্তব্য পরে যা বুজতে পারছি, এখানে অনেকেই আমার মত নতুন ব্লগার। আমি মনে করি তাদের এই পোস্টটি অনেক উপকারে লাগবে।
এভাবে ব্লগের লেভেল কে দেখালে আপনার ব্লগ ডিজাইন সুন্দর দেখাবে এবং পাশাপাশি আপনার ব্লগের পেইজ লোড হওয়ার সময়ও কমে আসবে। আর আপনার ব্লগে যদি বিষয়ের সংখ্যা অনেক বেশি হয়ে যায়, যদি এটা আপনার নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে ধরে, তাহলে এখনি এই গেজেটটিকে ড্রপডাউন মেনুর মতো করে নিন। ব্লগের জায়গা বাঁচবে। আসুন তবে দেখে নেয়া যাক কিভাবে করবেন আপনার ব্লগস্পট ব্লগের লেবেলকে ড্রপডাউন বা পপআপ মেনুতে রূপান্তর।
  • ১) প্রথমে ব্লগার.কম এ লগইন করে dashboard থেকে আপনার desired ব্লগটার layout এ যান ।
  • ২) add a Gedjet ট্যাব এ ক্লিক করে সেখান থেকে একটি লেবেল গেজেট নিয়ে সেভ করুন।
  • ৩) এবার আপনাকে Layout থেকে Edit HTML ট্যাবে যেতে হবে।
  • ৪) Expand Widget Templates লেখার পাশের চেকবক্সে টিক চিহ্ন দিবেন না।
  • ৫) এবার contrl+F চেপে নিচের লাইনটি খুঁজে বের করুন ।
1
<b:widget id=’Label1′ locked=’false’ title=’Labels’ type=’Label’>
৬) আশা করি পেয়ে গেছেন এখন খুঁজে পাওয়া লাইনটি সম্পূর্ণ মুছে দিয়ে নিচের কোডটি স্থাপন করুন।
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
b:widget id=’Label1′ locked=’false’ title=’Labels’ type=’Label’>
<b:includable id=’main’>
<b:if cond=’data:title’>
<h2><data:title/></h2>
</b:if>
<div class=’widget-content’>
<br/>
 
<select onchange=’location=this.options[this.selectedIndex].value;’ style=’width:200px’>
<option>Label Gadget Name</option>
<b:loop values=’data:labels’ var=’label’>
<option expr:value=’data:label.url’><data:label.name/>
</option>
</b:loop>
</select>
 
<b:include name=’quickedit’/>
</div>
</b:includable>
</b:widget>
পরীক্ষা করে দেখার জন্য নিচের PREVIEW তে ক্লিক করুন। আশা করি সব ঠিক ঠাকই আছে।
যদি সব ঠিকি থাকে তবে SAVE TEMPLATE এ ক্লিক করে শেভ করুন। উপরের কোডটির দুটো জায়গায় সম্পাদনা করতে হবে।যে সাইডবারে রাখবেন, তার মাপ অনুযায়ী 200px মানটি পরিবর্তন করুন। লেবেল গেজেটটির নাম পরিবর্তন করার জন্য Label থেকে বিভাগ বা ক্যাটাগরি নাম দিয়ে দিন । ব্যাস কাজ শেষ।
আশা করি বুঝতে পেড়েছেন, করতে গিয়ে কোন সমস্যায় পরলে দয়া করে মন্তব্য করতে ভুলবেন না যেন। সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন, ভালবাসাসহ আপনাদেরই আসিফ পাগলা সাব্বির।
বিঃদ্র- এই টিউনটি আগে http://www.earntricks.com/760এখানে প্রকাসিত।