আইসিসির প্রস্তাবিত প্রশাসনিক কাঠামোয় বিসিসিআইয়ের জুটি বেধেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। কিন্তু রাজস্ব বন্টন মডেলে কোন ছাড় দেবেনা বিসিবি জানিয়েছেন নাজমুল হাসান পাপন। প্রস্তাবিত রাজস্ব বন্টন মডেলে বিসিবির কোষাগারে আসবে প্রায় চারশ কোটি টাকা।
ভারত-বাংলাদেশ ক্রিকেটীয় সম্পর্ক-সখ্যতা দীর্ঘ সময়ের। সময়-অসময়ে বিসিসিআইকে পাশে পেয়েছে বিসিবি।
সবশেষ আইসিসি সভায় প্রস্তাবিত নতুন কাঠামোতে পূর্ণ সদস্যদেশের রেলিগেশন নিয়ে আলোচনায় হয়। এছাড়া প্রস্তাবিত দ্বি-স্তর কাঠামো নিয়েও কথা হয়েছে। দুই ক্ষেত্রেই বিপক্ষে বিসিবি। বিসিসিআইয়ের সমর্থন মিলেছে।
গত সপ্তাহে নাগপুরে আইসিসি চেয়ারম্যান শশাঙ্ক মনোহরের সঙ্গে দেখা করেছেন বিসিবি প্রধান। তার আগে বিসিসিআই সিওএ প্রধান ভিনোদ রাইয়ের সঙ্গে হয়েছে বৈঠক। সেখানে স্থানীয় সংবাদ মাধ্যমে বিসিবি সভাপতি বলেছিলেন, বিসিসিআইয়ের শক্তি খর্ব হলে দূর্বল হয়ে পড়বে বাংলাদেশ।
প্রস্তাবিত রাজস্ব বন্টন মডেল নিয়ে আইসিসিতে পক্ষ-বিপক্ষ দাঁড়িয়ে গেছে। আগের রাজস্ব কাঠামোয় লাভের সিংহভাগ যেতো বিসিসিআইয়ের পকেটে। নতুন কাঠামোয় বাংলাদেশ, শ্রীলঙ্কা, পাকিস্তানের মতো দেশগুলোর লাভের অংক বাড়বে। এ জায়গায় বিসিসিআইয়ের পক্ষে নেই বিসিবি। নিচ্ছে শক্ত অবস্থান।
২৬ এপ্রিল দুবাইয়ে আইসিসি সভা। প্রস্তাবিত কাঠামো ও রাজস্ব মডেল নিয়ে আসবে চূড়ান্ত সিদ্ধান্ত।
- See more at: ভারত-বাংলাদেশ ক্রিকেটীয় সম্পর্ক-সখ্যতা দীর্ঘ সময়ের। সময়-অসময়ে বিসিসিআইকে পাশে পেয়েছে বিসিবি।
সবশেষ আইসিসি সভায় প্রস্তাবিত নতুন কাঠামোতে পূর্ণ সদস্যদেশের রেলিগেশন নিয়ে আলোচনায় হয়। এছাড়া প্রস্তাবিত দ্বি-স্তর কাঠামো নিয়েও কথা হয়েছে। দুই ক্ষেত্রেই বিপক্ষে বিসিবি। বিসিসিআইয়ের সমর্থন মিলেছে।
গত সপ্তাহে নাগপুরে আইসিসি চেয়ারম্যান শশাঙ্ক মনোহরের সঙ্গে দেখা করেছেন বিসিবি প্রধান। তার আগে বিসিসিআই সিওএ প্রধান ভিনোদ রাইয়ের সঙ্গে হয়েছে বৈঠক। সেখানে স্থানীয় সংবাদ মাধ্যমে বিসিবি সভাপতি বলেছিলেন, বিসিসিআইয়ের শক্তি খর্ব হলে দূর্বল হয়ে পড়বে বাংলাদেশ।
প্রস্তাবিত রাজস্ব বন্টন মডেল নিয়ে আইসিসিতে পক্ষ-বিপক্ষ দাঁড়িয়ে গেছে। আগের রাজস্ব কাঠামোয় লাভের সিংহভাগ যেতো বিসিসিআইয়ের পকেটে। নতুন কাঠামোয় বাংলাদেশ, শ্রীলঙ্কা, পাকিস্তানের মতো দেশগুলোর লাভের অংক বাড়বে। এ জায়গায় বিসিসিআইয়ের পক্ষে নেই বিসিবি। নিচ্ছে শক্ত অবস্থান।
২৬ এপ্রিল দুবাইয়ে আইসিসি সভা। প্রস্তাবিত কাঠামো ও রাজস্ব মডেল নিয়ে আসবে চূড়ান্ত সিদ্ধান্ত।
No comments:
Post a Comment