অনেক ওয়েবসাইটের লেখা বা কোনো বিষয়বস্তু (কনটেন্ট) যে কেউ Ctrl +A চেপেই সবকিছু সিলেক্ট করে কপি করে নিতে পারে। যাঁদের ওয়েবসাইট তাঁরা হয়তো এটা চান না। কেননা, এর ফলে অনেক কিছুই হাতছাড়া হয়ে যেতে পারে।
ওয়েবপেজের কনটেন্ট কপি করা ঠেকানো যেতে পারে জাভাস্ক্রিপ্টে কয়েক লাইনে প্রোগ্রামিং সংকেত দিয়েই। এ সংকেত আপনার ওয়েবসাইটের হেড ট্যাগে যুক্ত করলেই সব পেজ থেকে Ctrl +A চেপে সিলেক্ট করে কপি করা বন্ধ করতে পারবেন।
ওয়েবপেজের কনটেন্ট কপি করা ঠেকানো যেতে পারে জাভাস্ক্রিপ্টে কয়েক লাইনে প্রোগ্রামিং সংকেত দিয়েই। এ সংকেত আপনার ওয়েবসাইটের হেড ট্যাগে যুক্ত করলেই সব পেজ থেকে Ctrl +A চেপে সিলেক্ট করে কপি করা বন্ধ করতে পারবেন।
প্রোগ্রামিং সংকেত:
1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 | <script type=”text/JavaScript”> //courtesy of hostcoding.com function killCopy(e){ return false } function reEnable(){ return true } document.onselectstart=new Function (“return false”) if (window.sidebar){ document.onmousedown=killCopy document.onclick=reEnable } </script> |
No comments:
Post a Comment