Tuesday, April 4, 2017

সহজেই বদলে ফেলুন আপনার ব্লগের আইকন (ভিডিওসহ)

আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই নিশ্চয় অনেক ভাল, আমিও আলহামদুলিল্লাহ খুব ভাল।
এটি আমার দ্বিতীয় টিউন, লেখালেখিতে আমি তেমন অভ্যস্ত নয় তাই ভুল ত্রুটি হওয়াটা অস্বাভাবিক কিছু নয়। যদি ভুল ত্রুটি হয়ে যাই টিউমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন, ইনশাআল্লাহ ভবিষ্যতে আমি শুধরানোর চেষ্টা করব। আমার টিউনটি যদি আপনার ভাল লাগে তবে অবশ্যই সেটাও টিউমেন্টের মাধ্যমে জানাবেন আশা করি, আপনাদের অনুপ্রেরণাই আমাকে আগা্মীতে লেখার শক্তি যোগাবে বলে আমি মনে করি। যাই হোক চলুন মূল টিউনের দিকে যাওয়া যাক।
আমরা যারা গুগল ব্লগস্পটের ফ্রী ব্লগ সাইট ব্যবহার করি তারা ব্রাউজারের ট্যাবে ব্লগারের ডিফল্ট “B” চিহ্নিত আইকন দেখতে দেখতে বিরক্ত প্রায়। 😆
icon
Blogger icon
আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনার ব্লগের আইকন (Favicon) পরিবর্তন করবেন খুব সহজে মাত্র এক মিনিটের মধ্যে! হয়ত আপনারা অনেকেই এই বিষয়ে আগে থেকেই জানেন কিন্তু আমার এই টিউনটি হলো যারা জানেন না তাদের জন্য।
চলুন দেখা যাক কিভাবে আপনার ব্লগের ফেভাইকন পরিবর্তন করবেন, প্রথমে Blogger এ যান, তারপর আপনার ব্লগ সাইটের নামের উপর ক্লিক করে ডেশবোর্ডে যান, এইখান থেকে ডেশবোর্ডের প্রায় নিচের দিকে “Layout” এ ক্লিক করুন।
Layout
Click On Layout


এরপর দেখবেন ব্লগারের “B” চিহ্নিত আইকনসহ লেখা Favicon ঐখান থেকে Edit এ ক্লিক করুন।
Favicon
Favicon Edit

একটি ছোট উইন্ডো ওপেন হবে। এইখান থেকে আপনি “Browse” এর উপর ক্লিক করে আপনার কাংকিত আইকনটি যে ফোল্ডারে আছে সেখান থেকে সিলেক্ট করে আপলোড করুন।
Browse File
ব্লগারের জন্য আইকন আপনার পছন্দ অনুযায়ী বানিয়ে নিতে পারেন সাইজ হবে ৩২ X ৩২ অথবা ১৬ X ১৬, আর যদি বানাতে না পারেন তাহলে গুগলে সার্চ দিলে অনেক আইকনের সাইট পাবেন সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। আমি এইখানে আপনাদের সুবিধার্তে একটি সাইট দিয়ে দিচ্ছি আপনাদের পছন্দের ক্যাটাগরি অনুযায়ী আইকন ডাউনলোডকরতে পারেন।
এরপর save করুন। দেখবেন Favicon এর পাশে আপনার আইকনটা Show করছে। :mrgreen:
ব্যস! কাজ শেষ এবার “Save arrangement” এ ক্লিক করে সেভ করুন। এবার View Blog এ ক্লিক করে আপনার ব্লগ সাইটটি দেখুন আইকন পরিবর্তন হয়ে গেছে।
Save & Review

No comments:

Post a Comment