Saturday, April 8, 2017

২৫ মার্চ আন্তর্জাতিকভাবে গণহত্যা দিবসে ভারতের সমর্থন


ডেস্ক-
২৫ মার্চকে আন্তর্জাতিকভাবে গণহত্যা দিবস পালনে বাংলাদেশকে ভারত সমর্থন দিয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ভারতে রাষ্ট্রীয় সফরে শনিবার শীর্ষ বৈঠকের পর যৌথ সংবাদ সম্মেলনে বক্তব্যে এই সমর্থন পাওয়ার কথা জানান তিনি। শেখ হাসিনা বলেন, ‘স্বাধীনতা যুদ্ধে ভারতের অমূল্য অবদানের কারণে আমরা তাদের কাছে কৃতজ্ঞ।… ১৯৭১ সালে সংঘটিত গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতির জন্য আমাদের উদ্যোগে ভারতের সহায়তা চেয়েছি আমরা। ভারত আমাদের সহায়তা করতে রাজি হয়েছে।’
এসময় তিনি আরও বলেন, ভারত বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিবেশী এবং উন্নয়নের অন্যতম প্রধান অংশীদার।
১৯৭১ সালে পাকিস্তানি সেনাবাহিনীর নৃশংসতার দিন ২৫ মার্চ গণহত্যা দিবসে হিসেবে রাষ্ট্রীয়ভাবে পালনের সিদ্ধান্ত নিয়ে তার আন্তর্জাতিক স্বীকৃতির জন্য বাংলাদেশ চেষ্টা চালিয়ে যাচ্ছে।
এই চেষ্টায় ভারতই প্রথম দেশ সহযোগিতার আশ্বাস দিয়ে এগিয়ে আসলো। একাত্তরে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামেও এগিয়ে এসেছিল দেশটি।
উল্লেখ্য, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে ৪ দিনের রাষ্ট্রীয় সফরে গতকাল শুক্রবার দেশটির রাজধানী নয়াদিল্লিতে পৌঁছেন শেখ হাসিনা। প্রটোকল অনুসারে ভারতের ভারী শিল্প প্রতিমন্ত্রী বাঙালি গায়ক বাবুল সুপ্রিয়র শেখ হাসিনাকে স্বাগত জানানোর কথা ছিল। বাবুল সুপ্রিয় বিমানবন্দরে উপস্থিতও ছিলেন। তবে পরে প্রটোকল ভেঙে শেখ হাসিনাকে স্বাগত জানান স্বয়ং নরেন্দ্র মোদি।
- See more at: http://www.bdnews2.ml 

No comments:

Post a Comment