বিভিন্ন গণমাধ্যমে গতকাল দেয়া সাক্ষাৎকারে চিত্রনায়িকা অপু বিশ্বাসের অভিযোগের পরিপ্রেক্ষিতে রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনের করবেন বলে জানিয়েছিলেন শাকিব। বেলা ১২টায় সংবাদ সম্মেলনের সময় দেয়া থাকলেও তিনি যাননি। এ সময় শাকিব ও তার ব্যক্তিগত সহকারীর ফোনে একাধিকবার কল করা হলেও তা রিসিভ করা হয়নি।
এদিকে গতকাল থেকেই দেশের মানুষের মুখে মুখে ফিরছে চিত্রনায়ক শাকিব অপুর সম্পর্ক। ২০০৮ সালে বিয়ের দীর্ঘ ৮ বছর পর শিশু পুত্র নিয়ে একটি বেসরকারি টেলিভিশনের লাইভ অনুষ্ঠানে হাজির হন অপু। এরপর সংবাদ সম্মেলন করেন। এ খবরটি আজ টক অফ দ্য টাউনে পরিণত হয়েছে।
No comments:
Post a Comment