টেকওয়ার্ল্ড স্পোর্টস ডেস্ক-
দুই দিন আগে বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস জানিয়েছিলেন, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল পাকিস্তান যাচ্ছে না। তবে আজ জানা গেল, মাশরাফিরা না গেলেও পাকিস্তানে একটি বয়সভিত্তিক দল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বিসিবি!
আজ কলম্বোতে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন এবং লঙ্কান ক্রিকেট প্রধান থিলাঙ্গা সুমাথিপালার সঙ্গে এক অনানুষ্ঠানিক বৈঠকে মিলিত হন পাকিস্তান ক্রিকেট প্রধান শাহরিয়ার খান। তবে কথা থাকলেও ভারতের কোনো প্রতিনিধি উপস্থিত ছিল না সেই সভায়। সভাশেষে হাসিমুখে তিনি সাংবাদিকদের বলেন, “হাই পারফর্মেন্স টিম পাকিস্তানে পাঠাতে সম্মত হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড! বিনিময়ে আগামী জুলাই-আগস্টে বাংলাদেশ সফরে আসবে পাকিস্তানের জাতীয় ক্রিকেট দল। “
শাহরিয়ার খান ‘হাই পারফর্মেন্স টিম’ এর কথা বললেও বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন সেটা বলেননি। তিনি বলেছেন বয়সভিত্তিক দলের কথা। পাকিস্তানে দুটি টি-টোয়েন্টি ম্যাচের জন্য জাতীয় দল পাঠাতে রাজি হয়নি বিসিবি। তবে হাল না ছেড়ে শাহরিয়ার খান বলেছেন, “বাংলাদেশ এখনো জাতীয় দল পাঠাতে প্রস্তুত নয়। তবে দুই দেশ একমত হলে আমরা হয় বাংলাদেশে নয়তো তৃতীয় কোনো দেশে খেলব। আমরা নিরপেক্ষ ভেন্যু হিসেবে শ্রীলঙ্কাকেও বেছে নিতে পারি। তবে এটা বলতে পারি একটা সফর হতে যাচ্ছে। “
No comments:
Post a Comment