Saturday, April 1, 2017

আপনার ব্লগটিকে করে ফেলুন ক্ষিপ্র গতি সম্পন্ন

অনেকেই ব্লগ তৈরি করেন কিন্তু তার লোডিং টাইম  খুবই বেশি। এতে থাকে আপনার ভিজিটর হারানোর তীব্র আশংকা।  কিন্তু কিভাবে আপনি আপনার ব্লগকে দ্রুত গতি সম্পন্ন করবেন ? মাত্র কয়েকটি টিপস অনুসরন করলেই আপনার ওয়ার্ডপ্রেস ব্লগটি হতে পারে চিতার মত ক্ষিপ্র গতি সম্পন্ন। তাহলে দেখি কিভাবে? 

নিচের উপদেশগুলো অনুসরন করুনঃ

  • প্লাগিন ইউজ করেন, যত কম পারেন; কারন অনেক প্লাগিন আছে যা আপনার সাইটের লোডিং টাইম বাড়িয়ে দেয়। সাইটের স্পিড কমিয়ে দেয়।
  • রেগুলার আপনার সাইটের স্পামি টিউমেন্টস গুলো চেক করে ডিলিট মারেন।  এটাও আপনার সাইটের স্পিড কমানোর জন্য দায়ি।
  • আপনি হয়তো প্রায়ই আপনার সাইটের কোন একটা টিউন আপডেট করে থাকেন। আর তা আপনার সাইটের ডাটাবেজকে ভারি করে দেয়। এগুলো ডিলিট করেন রেগুলার, নয়ত আপনার সাইটের স্পিড কমে যাবে।
  • আপনার সাইট টিকে ভাল মানের হোস্টিং সার্ভারে রাখেন। কম দামের সস্তা বা সার্ভারের কনফিগারেশন খারাপ এমন কোন হোস্টিং ব্যবহার না করাই ভাল।
  • ভাল মানে থিম ব্যবহার করুন এবং থিম ব্যবহারের আগে আপনার থিমটা চেক করে নিন কোন ম্যাল-ওয়ার আছে কিনা।
  • আপনার ডাটাবেজ টাকে অপটিমাইজ করতে পারেন WP-DB Manager  প্লাগিন ইউজ করে।
  • আপনার ইমেজ অপ্টিমাইজ করুন কারন বড় সাইজের ইমেজ আপনার সাইটের লোডিং টাইম বাড়িয়ে দেয়।
  • আপনার সাইটে W3 Total CacheWP Super Cacheদুটোর যে কোন একটি অবশ্যই ব্যবহার করবেন। এটা আপনার সাইটের স্পিড প্রায় ১০ গুন বাড়িয়ে দেয়।
  • যে কোন CDN (Content Delivery Network) ব্যবহার করুন। আপনি চাইলে  Cloude Flare ব্যবহার করতে পারেন।
  • অবশ্যই থার্ড পার্টি স্ক্রিপ্ট কম (জাভা স্ক্রিপ্ট দিয়ে তৈরি এড)ব্যবহার করবেন তা না হলে আপনার সাইটের লোডিং টাইম বেশি হবে আর ভিজিটর বিরক্ত হয়ে আপনার সাইট থেকে চলে যাবে।
  • অবশ্যই Pingback ও Trackbacks বন্ধ রাখবেন। এটা আপনার সাইটের সেটিংস্‌ থেকে  করতে পারবেন।
আমি আশা করি, আপনারা যদি উপরুক্ত উপদেশ গুলো ঠিক মত অনুসরন করেন তাহলে আপনার সাইটের স্পীড আসল চিতা বাঘের মতই হবে। কি, বিশ্বাস হচ্ছে না? দেখুন না অনুসরন করে একবার।

No comments:

Post a Comment