ব্লগস্পট নিয়ে টেকটিউনসে অনেক টিউন আছে। যা মাক্সিমাম এখন কাজ করে না।
আমি নিজে দেখে খুব হতাশ হয়েছি।
এজন্য অনেকদিন ধরে চাচ্ছিলাম ব্লগস্পট নিয়ে একটা সংগ্রহশালা বানাবো। আজকে অনেকটা শেষ করছি।
প্রতিনিয়ত আমি এই লেখা আপডেট করবো। হয়ে উঠুন একজন সফল ব্লগার।
তাহলে যারা ব্লগ স্পট নিয়ে অ্যাডভান্স জানতে চান। তারা দেখে নিন এ টু জেড। কিছু মিস যাবে না আশা করি।
প্রথমে দেখুন কেন ব্লগিং করবেন-
১. যোগাযোগ দক্ষতা বাড়ানোর জন্য।
২. লেখার দক্ষতা বৃদ্ধির জন্য।
৩. অন্যকে উৎসাহিত করার জন্য।
৪. নিজের অভিজ্ঞতা শেয়ার করার জন্য।
৫. সর্বোপরি একুশের দশকে নিজেকে জানানোর জন্য।
২. লেখার দক্ষতা বৃদ্ধির জন্য।
৩. অন্যকে উৎসাহিত করার জন্য।
৪. নিজের অভিজ্ঞতা শেয়ার করার জন্য।
৫. সর্বোপরি একুশের দশকে নিজেকে জানানোর জন্য।
৬. ব্লগিং থেকে ইনকাম করার জন্য।
সর্বশেষ আপডেটঃ ০১/১১/২০১৪ (প্রতিনিয়ত আপডেট হবে এই লেখা)।
টিটোরিয়াল সমগ্র- (#একের ভেতর সব)
কোনটাই যেন জানতে বাদ না পড়ে। ভিডিও টিউটোরিয়ালও থাকছে।
- কীভাবে ব্লগারে নিজের ব্লগ তৈরি করবেন #1
- কীভাবে সাজাবেন ব্লগস্পটের ব্লগকে #2
- Blogger এর ব্লগ থেকে WordPress এ আপনার ব্লগ ট্রান্সফার #11
- ম্যানূইয়ালি Blogger এর ব্লগ থেকে WordPress এ আপনার ব্লগ ট্রান্সফার #12
- থিম/টেমপ্লেট পাবেন কোথায় #3
- অ্যাডভান্স ডিজাইন #4
- আপনার ওয়েবসাইট বা ব্লগসাইট অটো রিফ্রেশ করবেন #5
- কিভাবে ব্লগের পোস্ট টাইটেলকে এসইও ফ্রেন্ডলি করবেন #6
- ব্লগস্পট ব্লগের জন্য আকর্ষণীয় একটি ইমেইল সাবক্রিপশন উইডগেট নিয়ে নিন #7
- ব্লগস্পট কমেন্ট বক্সের শিরোনামে আনুন আকর্ষণীয়তা #8
- ফেসবুক লাইক বক্স যুক্ত করুন #9
- ব্লগস্পট ব্লগে আকর্ষণীয়ভাবে বিজ্ঞাপন যুক্ত করুন #10
- ব্লগারের লিমিটেশন
আপনি শুধু উপরের প্রথম ২টা নিয়ম অনুসারে সাইট টি সাজিয়ে নিন এবং ১ সপ্তাহ ধরে সেটা বিভিন্ন টেম্পলেট দিয়ে সুন্দর করুন। তারপর যদি আপনার মনে হয়, তখন নিচের অ্যাডভান্স লেভেল নিয়ে কাজ করুন। আশা করি ফল ভালো পাবেন।
তবে যারা ব্লগ দিয়ে ইনকাম করতে চান, তারা কখনই এই ফ্রি ব্লগ করবেন না। অবশ্যই পেইড ডোমেইন হোস্টিং চালাবেন।
কীভাবে ব্লগ থেকে ইনকাম করবেন দেখতে আমার অন্য পোস্ট গুলা পড়ুন।
লেখাগুলা ভালো লাগলে কমেন্ট করতে ভুলবেন না।
No comments:
Post a Comment