আসসালামুয়ালাইকুম টেকি ভাই বোনেরা। আশা করি সবাই পরম করুণাময়ের দয়ায় ভালো আছেন। আমি ESET Smart Security এর আগের ভার্সনটি নিয়ে টিউন করেছিলাম। যেহেতু ইতিমধ্যে এর নতুন ভার্সন রিলিজ হয়েছে এবং এটিকে ফুল ভার্সন করার প্যাচটিও আপডেট হয়েছে তাই আজকে আপনাদের সাথে এন্টিভাইরাসটির সর্বশেষ ভার্সনটি ফুল ভার্সন প্যাচসহ শেয়ার করলাম।
## প্রথমে নিচের লিংক থেকে ফাইলগুলো ডাউনলোড করে নিন। উইন্ডোজ এর ৩২ অথবা ৬৪ বিট এর জন্য সঠিক ভার্সনটি ডাউনলোড করুন।
ESET Smart Security
ESET Patch:
এবার ফাইলগুলো আনজিপ করুন। যারা ESET আগের ভার্সন ব্যবহার করছেন তারা আগে সেটি আন-ইনস্টল করে নিন। অন্য এন্টিভাইরাস ব্যবহারকারীরা সেটি আন-ইনস্টল করে নিন। অনেক এন্টিভাইরাস Eset Patch কে ভাইরাস হিসেবে ডিটেক্ট করে। ভয় পাওয়ার কিছু নাই। এটি ভাইরাস নয়। অনেক বিখ্যাত প্যাচ এর মতো এটিও "False Positive"। এবার ডাউনলোড করা ফাইলগুলো থেকে "1.exe" ফাইলটিতে রাইট ক্লিক করে "Run As Administrator" মুডে রান করান। তাহলে নিচের মত একটি উইন্ডো আসবে। এখানে "Yes" বাটন ক্লিক করুন। অবশ্যই পুরো ইন্সটল প্রক্রিয়া চলাকালিন আপনার ইন্টারনেট সংযোগ চালু রাখবেন।
এখন ESET ইন্সটলার ফাইলটি ডাবল ক্লিক করে ইন্সটল শুরু করুন। অতঃপর নিচের ধাপগুলো অনুসরণ করুন।
ইন্সটল সম্পন্ন হওয়া পর্যন্ত অপেক্ষা করুন এবং শেষ হলে "Finish" বাটনে ক্লিক করুন।
এখন প্যাচ এবং অটোম্যাটিক আপডেট শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করুন। এরপর প্যাচ ক্লোজ করে দিন। সবকিছু ঠিকভাবে করে থাকলে আপনি পেয়ে গেলেন ESET Smart Security এর সর্বশেষ ফুল ভার্সন।
বিঃ দ্রঃ যদি কারো ডাউনলোড অথবা ইন্সটল এবং ইন্সটল পরবর্তিতে কোনোরুপ এরর আসে দয়া করে আপনাদের অপারেটিং সিস্টেম (৩২ অথবা ৬৪ বিট) এর নামসহ আমাকে সমস্যাটির বিস্তারিত জানাবেন। আমি ইনশাআল্লাহ চেষ্টা করবো সমাধান করতে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন সবসময়।
No comments:
Post a Comment